‘অল্প বয়সের সইফকে ওয়েলকাম ব্যাক’- ইব্রাহিম অভিনীত বিজ্ঞাপন সামনে আসতেই ঝড় নেটপাড়ায়

Published : Oct 16, 2024, 07:53 PM IST
ibrahim

সংক্ষিপ্ত

বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে ডেবিউ করলেন ইব্রাহিম আলি খান। নেটিজেনরা তাঁর চেহারার সঙ্গে তুলনা করছেন বাবা সইফ আলি খানের ছোটবেলার সঙ্গে। শীঘ্রই ধর্মা প্রোডাকশনের 'সরজমিন' ছবিতেও দেখা যাবে তাঁকে।

এর আগে বহুবার ইব্রাহিম আলি খানকে দেখেছেন সকলে। বলিউডের কোনও পার্টিতে কিংবা জিমের বাইরে দেখা মিলেছে ইব্রাহিমের। বাবার সঙ্গে তাঁর যে চেহারার মিল আছে তা বলার অপেক্ষা রাখে না। এবার অভিনয় জগতে পা দিলেন ইব্রাহিম আলি খান। বিজ্ঞাপনে অভিনয়ের দ্বারা ডেবিউ করলেন। আর ছবির পর্দায় পা রাখতেই ভাইরাল হল সেই ভিডিও। সকলের ইব্রাহিম আলি খানকে তুলনা করলেন সইফের সঙ্গে।

সেই বিজ্ঞাপন এক ব্যক্তি শেয়ার করে লেখেন, অনেকটাই একরকম। অল্প বয়সের সইফকে ওয়েলকাম ব্যাক। আবার কেউ লেখেন, দল চাহতা হ্যায় ছবিতে সইফকে যেমন লেগেছিল ইব্রাহিমকে ঠিক অমন লাগছে। আহবার একজন লেখেন, সইফের নিজের থেকেও বেশি ওর মতো দেখতে। আবার কেউ লেখেন, বাবা আর ছেলে তো কপি পেস্ট পুরো।

এদিকে সারা আলি খানকে দেখতে পুরো অমৃতা সিং-র মতো। এমনই মত সকলের। সারা যখন ডেবিউ করেছিলেন তখন তাঁকেও তাঁর মা-র সঙ্গে তুলনা করা হয়েছিল। এবার ইব্রাহিমকে তুলনা করা হল সইফের সঙ্গে।

 

 

সদ্য মুক্তি পাওয়া বিজ্ঞাপনে নীল রঙের টি শার্ট পরে দেখা গিয়েছে ইব্রাহিমকে। তাঁকে দেখতে পুরো ছোট বয়সের সইফের মতো। পুরো এক রকম দেখাচ্ছে তাঁকে। এই বিজ্ঞাপনে আরও অনেক তরুণ-তরুণীকে দেখা গিয়েছে।

এদিকে শীঘ্রই বলিউডে পা রাখবেন ইব্রাহিম আলি খান। ধর্মা প্রোডাকশনের ছবি দিয়ে ডেবিউ করবেন তিনি। এই ছবির নাম সরজমিন। তবে, ছবির নাম এখনও নিশ্চিত করা হয়নি। এই ছবিতে দেখা যাবে কাজলকে।

 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত