এদিকে বাড়ি পেতে ডিভোর্স করেছে তারা, সঙ্গে ঘুষ দিয়েছে ৪ লক্ষ টাকা। শেষ পর্যন্ত তারা সরকারি যোজনার বাড়ি পাবে? অন্যদিকে, বাড়ি পাওয়ার জন্য করা বিচ্ছেদ কি সত্য প্রমাণ হবে? এই সকল নানান প্রশ্নের উত্তর মিলবে ছবির দ্বিতীয় অংশে। সে যাই হোক, আপাতত দর্শক মনে স্থান পেয়েছে ‘জরা হটকে, জরা বঁচকে’।