প্রি ওয়েডিং-র ছবি পোস্ট করে ট্রোলের শিকার ইরা, মুহূর্তে ভাইরাল ছবি

Published : Jan 17, 2024, 03:38 PM IST
ira khan

সংক্ষিপ্ত

সদ্য নিজের প্রি ওয়েডিং-র ছবি শেয়ার করেন আমির কন্যা। আর এই ছবি শেয়ার করতেই অজস্র কু মন্তব্য শুনতে হয় তাঁকে।

বেশ কিছুদিন ধরে খবরে ইরা খান ও নুপূর শিখর। উদয়পুরে হোয়াইট থিমে খ্রিস্টান রীতি মেনে ওয়েডিং সেরেছেন ইরা। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। তাঁর আগে ৩ জানুয়ারি রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন ইরা খান ও নুপূর শিখর। তারপর গত ১০ জানুয়ারি উদয়পুরে সামাজিক নিয়ম নীতি মেনে বিয়ে করেন। অবশেষে ১৩ জানুয়ারি মুম্বইয়ে জিও সেন্টারে মেয়ে ইরার বিয়ে উপলক্ষে গ্র্যান্ড রিসেপশন পার্টি রেখেছিলেন আমির খান। সেখানে ছিলেন বলিউডের প্রায় সকল তারকা। সলমন খান থেকে রেখা, শ্রুতি হাসান থেকে জ্যাকি স্রফ-উপস্থিত ছিলেন সকলে। ছিলেন শাহরুখ খান, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন, রেখা, অনিল কাপুর, ধর্মেন্দ্র, জুহি চাওলা, হেমা মালিনী, জোয়া আখতার, শিবানী দান্ডেকর, নাগা চৈতন্য, জাভেদ জাফরিষ মনোজ জোশি, এ আর রহমন, বিপিন শর্মা, সুনিধি চৌহান, গওহর খান, মিথিলা পালকর-সহ আরও অনেকে। অভিনেতা ছাড়াও অন্যান্য জগতের তারকারা হাজির ছিলেন। এই সব অনু্ষ্ঠানের পর সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন ইরা।

সদ্য নিজের প্রি ওয়েডিং-র ছবি শেয়ার করেন আমির কন্যা। আর এই ছবি শেয়ার করতেই অজস্র কু মন্তব্য শুনতে হয় তাঁকে। সিগারেট নিয়ে ছবি পোস্ট করেছেন ছবি। আর এই ছবি দেখে নানান মন্তব্য শুনতে হয়। কেউ লেখেন, সিগারেট নিয়ে ছবি পোস্ট করা মোটেও ভালো নয়। কেউ লেখেন শেষের ছবিটা কি মজা করে। আবার কেউ বলেন, কেন শেষের ছবিটা আপলোড করেছ, লোকে তোমায় তোমার ভালো অভ্যেসের জন্য অনুসররণ করে। আবার কেউ বলেন, স্মোকিং প্রোমেট করো না। এভাবে বিতর্কে জড়ান আমির কন্যা। আর তার পরই সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

কার্ভি চেহারায় পরলেন বিকিনি, ভাইরাল পার্নোর হট লুক, মালদ্বীপ থেকে পোস্ট করলেন ছবি

লন্ডন থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করলেন অক্ষয় ঘরণী, বিশেষ পোস্ট গর্বিত অক্ষয়ের

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত