সংক্ষিপ্ত
আজ এই বিশেষ দিনে রইল কয়টি বলিউড ছবির কথা। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদূর শাস্ত্রীর জীবনের নানান কাহিনি উঠে এসেছে এই সকল ছবিতে। দেখে নিন তালিকায় রয়েছে কী কী ছবি।
ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদূর শাস্ত্রীর আজ জন্মদিবস। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে সকলেই ব্যস্ত তাঁকে শ্রদ্ধা জানাতে। আজ বিভিন্ন স্থানে আয়োজিত হচ্ছে নানান অনুষ্ঠান। আজ এই বিশেষ দিনে রইল কয়টি বলিউড ছবির কথা। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদূর শাস্ত্রীর জীবনের নানান কাহিনি উঠে এসেছে এই সকল ছবিতে। দেখে নিন তালিকায় রয়েছে কী কী ছবি।
লাল বাহাদূর শাস্ত্রী ডেথ- অ্যান আনফিনিশড স্টোরি (Lal Bahadur Shastri Death- An Unfinished Story) –
জি৫ অরিজিনালে দেখতে পারেন লাল বাহাদূর শাস্ত্রী ডেথ- অ্যান আনফিনিশড স্টোরি। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদূর শাস্ত্রীর মর্মান্তিক ও অকাল মৃত্যুর পেছনে রয়েছে যে রহস্য তা নিয়ে ছব ছবিটি। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের অবসান ঘটানোর জন্য পাকিস্তানের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর এবং তাসখান্দে শাস্ত্রী মারা যাওয়া ঘটনা উঠে এসেছিল ছবিতে।
তাসখন্দ ফাইল
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত তাসখন্দ ফাইল বেশ হিট করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন শ্বেতা বসু প্রসাদ, মিঠুন চক্রবর্তী, নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ ত্রিপাঠি ও বিনয় পাঠক। ছবিটির মধ্য দিয়ে এক বাস্তব কাহিনি তুলে ধরেছিলেন বিবেক অগ্নিহোত্রী।
আপনে শাস্ত্রী জি-
প্রধানমন্ত্রী লাল বাহাদূর শাস্ত্রীর জীবনের বাস্তব কাহিনি নিয়ে তৈরি আপনে শাস্ত্রী জি। ১৯৮৬ সালে মুক্তি পাবে ছবিটি। এই ছবিটির দ্বারা প্রধানমন্ত্রী লাল বাহাদূর শাস্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়েছিল। ছবিটি পরিচালনা করেন এস সুখদেব।
জয় জওয়ান জয় কিষান-
মিলন আজমেরা পরিচালিত জয় জওয়ান জয় কিষান নজর কেড়েছিল সকলের। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। ছবিটিতে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জীবনযাত্রা উঠে এসেছে ছবিতে।
এমন প্রায়শই বাস্তব কাহিনি নিয়ে ছবি তৈরি হয়। তেমনই ছবি তৈরি হয় বিভিন্ন খ্যাত নামা ব্যক্তির জীবনি নিয়ে। তৈরি হচ্ছে একাধিক বায়োপিক। এই তালিকায় যেমন আছে কোনও ক্রিকেটারের জীবন, তেমনই আছে কোনও শিল্পীর জীবন। এরই সঙ্গে কোনও কোনও খ্যাত নামা ব্যক্তির জীবন নিয়ে তৈরি হয় বায়োপিক। এমনই লাল বাহাদূর শাস্ত্রী ডেথ- অ্যান আনফিনিশড স্টোরি, জয় জওয়ান জয় কিষান, আপনে শাস্ত্রী জি এবং তাসখন্দ ফাইল ছবিতে উঠে এসেছে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদূর শাস্ত্রীর জীবনের নানান কাহিনি।
আরও পড়ুন
গাড়ির সজোরে ধাক্কায় রাস্তাতেই মৃত্যু মহিলার-গুরুতর আহত স্বামী, গ্রেফতার জনপ্রিয় অভিনেতা
Urfi Javed : ফের অদ্ভুত সাজে মুম্বইয়ের রাস্তায় উরফি জাভেদ, ভিডিও ভাইরাল