‘দ্য মেকিং অফ মহাত্মা’ থেকে ‘হে রাম’- গান্ধীজির জীবন নিয়ে তৈরি এই কয়টি বলিউড ছবি, দেখে নিন এক ঝলকে

গান্ধীজির জীবন নিয়ে তৈরি এই কয়টি বলিউড ছবি, দেখে নিন এক ঝলকে।

Sayanita Chakraborty | Published : Oct 2, 2023 9:43 AM IST

পালিত হচ্ছে গান্ধী জয়ন্তী। প্রায়শই বাস্তব কাহিনি নিয়ে ছবি তৈরি হয়। তেমনই ছবি তৈরি হয় বিভিন্ন খ্যাত নামা ব্যক্তির জীবনি নিয়ে। তৈরি হচ্ছে একাধিক বায়োপিক। এই তালিকায় যেমন আছে কোনও ক্রিকেটারের জীবন, তেমনই আছে কোনও শিল্পীর জীবন। এরই সঙ্গে কোনও কোনও খ্যাত নামা ব্যক্তির জীবন নিয়ে তৈরি হয় বায়োপিক। আজ রইল কয়টি ছবির কথা। গান্ধীজির জীবন নিয়ে তৈরি এই কয়টি বলিউড ছবি, দেখে নিন এক ঝলকে।

গান্ধী- ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল গান্ধী। গান্ধীজির জীবনে নানান কাহিনি উঠে এসেছে ছবিতে। এই গান্ধী ছবিতে বেন কিংসলি অভিনয় করেন এই ছবিতে।

Latest Videos

গান্ধী মাই ফাদার- ২০০৭ সালে মুক্তি পায় গান্ধী মাই ফাদার। এই ছবিতে দেখা গিয়েছিল অক্ষয় খান্না ও দর্শন জরিওয়ালাকে।

দ্য মেকিং অফ মহাত্মা- ১৯৯৬ সালে মুক্তি পায় দ্য মেকিং অফ মহাত্মা। ছবিটি মহাত্মা গান্ধীর জীবনের ওপর ভিত্তি করে তৈরি ছবিটি। শ্যাম বেনেগল পরিচালনা করেছিলেন ছবিটি।

গান্ধী টু হিটলার- ২০১১ সালে মুক্তি পেয়েছিল গান্ধী টু হিটলার। রাকেশ রঞ্জন কুমার পরিচালিত ছবিটি। এই ছবিতে উঠে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনি।

হে রাম- ২০০০ সালে মুক্তি পায় হে রাম ছবিটি। সে সময় বেশ সফল হয়েছিল হে রাম। ছবিটি পরিচালনা করেন কমল হাসান। ছবিতে উঠে এসেছিলন গান্ধীজির জীবনের নানান কথা।

লগে রহো মুন্নাভাই- ২০০৬ সালে মুক্তি পায় লগে রহো মুন্নাভাই। গান্ধীগিরি-র কাহিনি উঠে এসেছিল ছবিতে। অন্যরকম ভাবে তুলে ধরা হয়েছিল মহাত্মা গান্ধীর কাহিনি।

সর্দার

১৯৯৩ সালে মুক্তি পায় সর্দার। এই ছবিটি গান্ধীজির বায়োপিক।পরেশ রাওয়াল অভিনয় করেন ছবিতে। কেতন মেহতা পরিচালনা করেন ছবিটি।

ম্যায় গান্ধী কো নেহি মারা

২০০৫ সালে মুক্তি পায় ম্যায় গান্ধী কো নেহি মারা। ছবিটি পরিচালনা করেন জাহ্নু বরুয়া পরিচালনা করেন ছবিটি। ছবিতে উর্মিলা মাতোন্ডকর ও অনুপম খের অভিনয় করেছিলেন। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি।

দ্য মেকিং অফ মহাত্মা, ম্যায় গান্ধী কো নেহি মারা, সর্দার থেকে হে রাম- গান্ধীজির জীবন নিয়ে তৈরি এই কয়টি বলিউড ছবি। গান্ধীজির জীবনের নানান কাহিনি ফুটে উঠেছে এই সকল ছবিতে। এই সকল ছবি সে সময় ব্যাপক হিট করেছিল। 

 

আরও পড়ুন

Lal Bahadur Shastri: এই চার বলিউড ছবিতে উঠে এসেছে লাল বাহাদূর শাস্ত্রীর জীবনের একাধিক দিক, রইল ছবির তালিকা

Iman Chakraborty: ‘অটোস্ট্যান্ডটা পুরো ভাগাড়ে পরিণত হয়েছে’ এলাকার বেহাল অবস্থা নিয়ে সোচ্চার ইমন চক্রবর্তী

গাড়ির সজোরে ধাক্কায় রাস্তাতেই মৃত্যু মহিলার-গুরুতর আহত স্বামী, গ্রেফতার জনপ্রিয় অভিনেতা

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
কল্যাণী এইমসে নিয়োগ নেই স্থানীয়দের, বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদেরই
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose