জানেন কি, এবার মাত্র ১১০ টাকাতেই মাল্টিপ্লেক্সে দেখতে পারবেন শাহরুখের 'পাঠান',কী করবেন জেনে নিন

Published : Feb 16, 2023, 03:30 PM IST
pathaan worldwide box office collection day 15 shahrukh khan film inches closer to 1000 crore mark KPJ

সংক্ষিপ্ত

এই শুক্রবার পাঠান দিবস। গোটা ভারতজুড়ে ১১০ টাকায় বুক করে নিন পাঠান-এর টিকিট। আর আপনার পছন্দের মাল্টিপ্লেক্স পিভিআর, আইনক্স, সিনেপলিস, আইম্যাক্স-এ দেখে নিন শাহরুখের ছবি। 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ছবি নিয়ে সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান। একের পর এক পালক জুড়ছে শাহরুখের মুকুটে। ২০২৩ সালটা শাহরুখ খানের জন্য ঠিক কতটা ভাল, তা আর বলার আপেক্ষা রাখে না। পাঠান ঝড় যেন কোনও কিছুতেই থামতে চাইছে না। মুক্তির তৃতীয় সপ্তাহেও বক্স অফিস জুড়ে চলছে পাঠান রাজ। ছবি মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের 'পাঠান'। শুধু দেশে নয়, বরং গোটা বিশ্বজুড়ে ফাটিয়ে ব্যবসা করছে এই সিনেমা। অতীতের একাধিক নজির ভেঙে দিয়েছে শাহরুখের ছবি।

নয়া রিপোর্টে জানা গেছে, সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি পাঠান-এর সাফল্য উদযাপন করতেই বিশেষ উপহার দেওয়া হবে আমজনতাদের। এবং উদযাপন করা হবে পাঠান দিবস। ১৭ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল মাল্টিপ্লেক্সের মতো সিনেমাহলে পাঠান ছবির টিকিটের দাম মাত্র ১১০ টাকা রাখা হয়েছে। যশরাজ ফিল্মসের সোশ্যাল হ্যান্ডেলে নয়া ঘোষণা করা হয়েছে। পাঠানের পোস্টারের উপর বড় বড় করে লেখা, এই শুক্রবার পাঠান দিবস। সঙ্গে ক্যাপশনে লেখা রয়েছে পাঠান দিবসে আসছে। দেশের মধ্যে ৫০০ কোটির ব্যবসা করে নজির গড়েছে পাঠান। এই শুক্রবার আমাদের সঙ্গে উদযাপন করুন। গোটা ভারতজুড়ে ১১০ টাকায় বুক করে নিন পাঠান-এর টিকিট। আর আপনার পছন্দের মাল্টিপ্লেক্স পিভিআর, আইনক্স, সিনেপলিস, আইম্যাক্স-এ দেখে নিন শাহরুখের ছবি।

 

 

ছবি মুক্তির পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে 'পাঠান'ছবির আয়। একেই বলে বৃহস্পতি তুঙ্গে। বক্স অফিসে যা ব্যবসা করছে তা অনেক ছবির ওপেনিং ডে-রও কালেকশন হয় না। শনিবারের হোক বা রবিবার স্পাই ছবির কালেকশন চোখে পড়ার মতো। চুটিয়ে ব্যবসা করছে শাহরুখ-দীপিকার ছবি। শীঘ্রই ১০০০ কোটির ক্লাবে পা রাখতে চলেছে পাঠান। হিন্দি চলচ্চিত্রে এই মুহূর্তে দ্বিতীয় ব্যবসায়িকভাবে সফল ছবি হিসেবে জায়গা করে নিয়েছে পাঠান। আর কয়েকদিনের মধ্যেই বাহুবলী ২-এর সাফল্যকে ছাপিয়ে যাবে তা নিঃসন্দেহে ধরেই নেওয়া যায়।'বাদশা ইজ ব্যাক', এটাই এখন সকলের মুখে মুখে। শাহরুখ মানেই টানটান উত্তেজনা। যা হাতে-কলমে প্রমাণ করে দিলেন বলিউডের কিং খান। ৪ বছর পর ধামাকাদার কামব্যাকে আমির-সলমন-হৃত্বিককেও বড়সড় টেক্কা দিলেন শাহরুখ,পাশাপাশি নিজের ছবি হ্যাপি নিউ ইয়ার, চেন্নাই এক্সপ্রেস-কেও বলে বলে গোল দিয়েছেন বলিউডের বাদশা।

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?