বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা কিয়ারা, রিসেপশনের দিন বোমা ফাটিয়ে এ কী বললেন কেআরকে, আসল সত্যিটা কী?

সিড-কিয়ারার রিসেপশনের মধ্যেই এবার বোমা ফাটালেন কমল রশিদ খান। হঠাৎ করেই টুইটে তিনি জানান কিয়ারা নাকি মা হতে চলেছেন।

৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে রূপকথার রাজকীয় বিয়ে সেরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। রাজকীয় বিয়ের পর মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশন। বিয়ের পর দ্বিতীয় গ্র্যান্ড রিসেপশন পার্টি মুম্বইয়ে রেখেছেন বর ও কনে সিদ্ধার্থ ও কিয়ারা। ১২ ফেব্রুয়ারি, রবিবাসরীয় সন্ধ্যায় সেন্ট রেগিস পাঁচতারা হোটেলে বসেছিল রিসেপশনের আসর। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের দিন হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন, সেই কারণে রিসেপশনে গোটা বলিউডকেই প্রায় একত্রিত করেছিলেন সিড-কিয়ারা। মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশনে হাজির বলিউডের একাংশ। সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল পুরো হোটেলের লবি। তার মাঝেই লেখা সিদ্ধার্থ ও কিয়ারার আদ্যক্ষর এস ও কে। সেই ফুলের ডেকোরেশনের সামনে দাঁড়িয়ে একের পর এক ছবিতে পোজ দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা।ট

সিড-কিয়ারার রিসেপশনের মধ্যেই এবার বোমা ফাটালেন কমল রশিদ খান। হঠাৎ করেই টুইটে তিনি জানান কিয়ারা নাকি মা হতে চলেছেন। আচমকাই নিজের টুইটারে লেখেন, এটাই নাকি বলিউডের নয়া ট্রেন্ড, তার কথায়, বলিউডের নতুন ধারা, আগে অন্তঃসত্ত্বা হবে, তারপর বিয়ের পিঁড়িতে বসবে,এই ট্রেন্ডই এখন চলছে। ভালই চলছে সব। কেআরকে-এর এই টুইট দেখা মাত্রই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

Latest Videos

 

 

বলিউডের সঙ্গে এমনিতেই তার সম্পর্কের কথা সকলেরই জানা। বলিউডে কোনও ঘটনা ঘটলে তিনি অন্তত চুপ থাকার পাত্র নন। কোনও না কোনও মন্তব্য তিনি করবেনই। ঠিক তেমনই সিড-কিয়ারার রিসেপশনের দিনও এমন এক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন। যদিও গোটা বিষয়টি নিয়ে সিড বা কিয়ারা কেউই কোনও মন্তব্য করেননি। তবে কেআরকে-এর টুইট নিয়ে চর্চা তুঙ্গে। অনেকেই এর যোগ্য জবাব দিয়েছেম। একজন তাকে পাগল বলেছেন। কেউ আবার উপদেশ দিয়ে বলেছেন, আপনি নিজে একবার অন্তঃসত্ত্বা হয়ে দেখুন না। বিতর্কিত টুইটের জন্য হামেশাই শিরোনামে থাকেন কেআরকে। এবারও তার অন্যথা হল না। যদিও গোটা বিষয়টি নিয়ে সিড বা কিয়ারা কেউই কোনও মন্তব্য করেননি। গ্র্যান্ড রিসেপশন পার্টিতে বলি ডিভাদের থেকে চোখ ফেরানো দায় ছিল। সকলেরই রূপের ছটা যেন ঠিকরে বেরোচ্ছিল। গর্জিয়াস পোশাক থেকে মেক আপ সবটাতেই একে অপরকে টেক্কা দেওয়ার মতো। বিয়ের দিন সাবেকি সাজে নজর কেড়েছিলেন নববধূ কিয়ারা। গোলাপি রঙের লেহেঙ্গায় তার থেকে চোখ ফেরানো দায় ছিল। তবে রিসেপশনের দিনও পুরোপুরি পশ্চিমী লুকে ধরা দিলেন নবদম্পতি সিদ্ধার্থ ও কিয়ারা। সাদা-কালো পশ্চিমী পোশাকে রাজকীয় লুকে ধরা দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এদিন কালো রঙের গর্জিয়াস স্যুট পরেছিলেন সিদ্ধার্থ এবং সাদা-কালো লো নেক গাউনে সেজেছিলেন পাঞ্জাবি পরিবারের পুত্রবধূ কিয়ারা আদবানি। তবে রিসেপশনে অন্যান্য তারকাদের থেকে তাক লাগিয়ে দিয়েছেন সিড-কিয়ারা জুটি।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia