
সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে এক বিদেশি পুরুষের হাত ধরে স্যাঁলো থেকে বের হতে দেখা গেল কঙ্গনাকে। ব্যক্তির পরনে কালো প্যান্ট ও শার্ট। মুখে হাসি। পায়ে কালো জুতো। তেমনই কঙ্গনা পরেছেন নীল রঙের লং ড্রেস। চোখে সানগ্লাস। হাতে হাত রাখতে দেখা গেল দুজনকে। সদ্য ভাইরাল হল ভিডিও। যা দেখে সকলের মনে প্রশ্ন উঠেছে এই ব্যক্তিকে নিয়ে। তিনি আসলে কে তা জানতে চেয়েছেন সকলে। তবে কি সম্পর্কে জড়ালেন কঙ্গনা?
এই ভিডিও ভাইরাল হতেই নানান কমেন্ট শোনা গিয়েছে। ভিডিও দেখে কেউ প্রশ্ন করেছেন, ইনি কে বয়ফ্রেন্ড নাকি? আবার কেউ প্রশ্ন করেছেন, কঙ্গনা দেখছি টম ক্রুজকে খুঁজে পেয়েছেন। আবার কেউ লেখেন, কঙ্গনার সাদা চামড়ার লোকই পছন্দ হল। সব মিলিয়ে হাজার প্রশ্ন শোনা গিয়েছে। কেউ লিখেছেন, কঙ্গনার নতুন হৃতিক। আবার কেউ লেখেন বহুদিন পর কঙ্গনাকে খুশি মনে হচ্ছে। আবার কেউ এই ছেলেটিকে কঙ্গনার প্রেমিক ভেবে খুশি হয়েছেন। কেউ বলেছেন, কঙ্গনা সঠিক জুটি বেছে নিয়েছেন। এমন হাজারও প্রশ্ন শোনা যাচ্ছে সর্বত্র।
এরই মাঝে পুরনো এক সাক্ষাৎকার ভাইরাল হল। এক সংবাদসংস্থানে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, সবকিছুর সঠির সময় থাকে। যগি আমার জীবনে সেই সময় আসে তবে সেটা ঘটবে। হ্যাঁ আমিও বিয়ে করতে চাই, সংসার করতে চাই। কিন্তু সঠিক সময়েই সেটা ঘটবে।
সে যাই হোক, আপাতত ছেলেটি কে তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। আদৌ সে কঙ্গনার প্রেমিক কি না তা জানতে আগ্রহী সকলে। সকলেই এখন অপেক্ষা করছেন কঙ্গনার উত্তরে। শুধু সময়ের অপেক্ষা। এখন দেখা কবে প্রকাশ্যে আসে আসল তথ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
ইসরোর বিজ্ঞানীকে হাত ধরে টান, Rat-hole Miners দের সঙ্গে সেলফি তুললেন শাহরুখ, ভাইরাল ভিডিও
দেব থেকে সনম পুরী, জেনে নিন সারা দিনের বিনোদনের খবরাখবর লাইট ক্যামেরা অ্যাকশনে
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।