‘বিয়েটা লোক দেখানো, সন্তানও সেই প্রচারের অঙ্গ’- ফের বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত

বলেছিলেন, ছবির প্রচারের জন্য আলিয়াকে বিয়ে করছেন রণবীর কাপুর। এবার রণবীর-আলিয়ার সদ্যজাত শিশু রাহাকেও ছাড়লে না। বললেন, ‘বিয়েটা লোক দেখানো। সন্তানও সেই প্রচারের অঙ্গ।’

কঙ্গনা মানেই কোনও না কোনও বিতর্ক। সদ্য কাপুর পরিবারের সদস্যরের নামে বিতর্কিত মন্তব্য করে খবরে এলেন কঙ্গনা। বলেছিলেন, ছবির প্রচারের জন্য আলিয়াকে বিয়ে করছেন রণবীর কাপুর। এবার রণবীর-আলিয়ার সদ্যজাত শিশু রাহাকেও ছাড়লে না। বললেন, ‘বিয়েটা লোক দেখানো। সন্তানও সেই প্রচারের অঙ্গ।‘

সদ্য কঙ্গনা রানাওয়াত বলেন, বলিউডের একজন সুপার স্টার তাঁর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে প্রেম করার প্রস্তাব দেন। লুকিয়ে লুকিয়ে দেখা করতেন তাঁর সঙ্গে। তাঁর এমন আচরণ নিয়ে প্রশ্ন করতেই সে জানান, তিনটি ছবিতে প্রস্তাব পেয়েছেন বলিউডের এক প্রভাবশালী মেয়ের সঙ্গে সম্পর্ক বদলে। কিন্তু, ওকে ভালোবাসেন না। তবে, বিষয়টি কঙ্গনার ভালো লাগেনি বলে সে সরে যায়। এরপরই তাঁর কাছে বিভন্ন নম্বর থেকে মেসেজ আসতে শুরু করে । শেষে তিনি ব্লক করে দেন। কঙ্গনা বলেন, তাঁর কাছে দাবি করা হয় বিয়েটা লোক দেখানো। সন্তানও সেই প্রচারের অঙ্গ।

Latest Videos

কদিন আগে আলিয়া ও রণবীর কাপুরকে নাম না করে ফেক স্বামী-স্ত্রী বলেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘একজন ভুয়ো স্বামী-স্ত্রী জুটি যারা বিভিন্ন ফ্লোরে থাকে এবং দাম্পতি হওয়ার ভান করে। তারা একটি চলচ্চিত্রের ঘোষণার ভুয়ো খবর ছড়াচ্ছে। যা জাল বলে প্রমাণিত হয়েছে। তারা myntra নামক একটি ব্র্যান্ডকে নিজের ব্র্যান্ড বলেছেন। একই সঙ্গে কেন তার স্ত্রী ও মেয়ে পারিবারিক সফরে যায়নি তাও কেউ লেখেননি। এই so called husband আমাকে তাঁর সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করেছে। এই ভুয়ো দম্পতির কীর্তি ফাঁস হওয়া দরকার। এটা ঘটে যখন আপনি প্রেম ছেড়ে সিনেমা, অর্থ এবং কাজের জন্য বিয়ে করেন। এই অভিনেতাকে মাফিয়া ড্যাডি দ্বারা একটি ছবির ট্রিলজির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই চাপে তিনি বাবার পরীকে বিয়ে করেন। এখন ফিল্ম ট্রিলজি বন্ধ হয়ে গিয়েছে। এখন তিনি এই ভুয়ো বিয়ে থেকে মুক্তি পেতে চান। কিন্তু, এটা খুবই দুঃখজনক। তার উচিত তার স্ত্রী ও কন্যার দিকে মন দেওয়া। এটা ভারত এখানে একবার বিয়ে হলে হয়ে যায়। এখন ভালো হয়ে যাও।’

এর থেকে স্পষ্ট তিনি আলিয়া ও রণবীরকে এমন বলেছেন। তবে, হঠাৎ করে কঙ্গনা কেন আলিয়া ও রণবীরের ওপর খেপে গেলেন তাও বুঝে উঠতে পারছে না কেউই।

 

আরও পড়ুন

২০টি দৃশ্য বাদ দেওয়ার পরও বিপাকে ছবিটি, ‘OMG 2’ নিয়ে নয়া নির্দেশিকা সেন্সার বোর্ডের

Sreejita De : অটোতে বসেই স্বামীর ঠোঁটে ঠোঁট ডোবালেন সৃজিতা, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

Sonu Sood : জন্মদিনে হুডখোলা গাড়িতে সোনু সুদ, ভক্তদের মাঝে হাজির হয়ে কাটলেন কেক

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী