ফাঁস হয়ে যাচ্ছে গল্প, প্রিমিয়ার বন্ধ করলেন করণ জোহর, দর্শক টানতে ধর্মা প্রোডাকশনের নয়া সিদ্ধান্ত

Published : Oct 08, 2024, 01:34 PM IST
karan johar drops update on film student of the year 3

সংক্ষিপ্ত

ছবি মুক্তির আগে প্রিমিয়ারে গল্প ফাঁস হওয়ায় প্রিমিয়ার বন্ধের সিদ্ধান্ত নিলেন করণ জোহর। ধর্মা প্রোডাকশনের তরফ থেকে জানানো হয়েছে, সিনেমার অভিজ্ঞতা সবার জন্য ধরে রাখতে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

যে কোনও ছবি মুক্তির আগে প্রিমিয়ার হয়ে থাকে। তারকা ও সাংবাদিকদের জন্য আয়োজিত হয় প্রিমিয়ার। এরপর দিন থেকে দর্শকেরা ছবি দেখার সুযোগ পান। কিন্তু, এতেই নাকি ফাঁস হয়ে যাচ্ছে ছবির গল্প। সে কারণে প্রিমিয়ার বন্ধ করার সিদ্ধান্ত নিলেন করণ জোহর। প্রযোজক জানালেন, সিনেমার অভিজ্ঞতা সবার জন্য ধরে রাখতে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রকাশ্যে এসেছে প্রেস বিবৃতি। সেখানে লেখা, বছরের পর বছর, বরং দশকের পর দশক ধরে, আপনারা দৃঢ়ভাবে ধর্মা প্রোডাকশনে পাশে দাঁড়িয়েছেন, আমাদের সিনেমাকে সমর্থন করেছেন, আমাদের স্বপ্নগুলো ভাগ করে নিয়েছেন এবং আমাদের বিজয় উদযাপন করেছেন। আমাদের প্রতি আপনার বিশ্বাস আমাদের পুরো যাত্রা জুড়ে একটি চালিকা শক্তি হিসেবে কাজ করেছে এবং আমরা আপনাদের সকলের প্রতি আমাদের গভীরতম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। প্রতিটি কভারেজ, পর্যালোচনা এবং প্রতিক্রিয়া আমাদের কাছে অমূল্য ছিল এবং সেগুলো নিঃসন্দেহে আমাদের সিনেমাগুলোকে দূর দূরান্তের দর্শকদের কাছে পৌঁছতে সহায়তা করেছে।

বিবৃতিতে আরও লেখা, আমরা যখন বিকশিত হতে থাকি, আমরা নিজেদেরকে এমন একটি সন্ধিক্ষণে খুঁজে পাই, যেখানে আমাদের অবশ্যই আমাদের পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে এবং উদ্ভাবন করতে হবে। অনেক আলোচনার পর, আমরা সর্বসম্মতিক্রমে আমাদের আসন্ন সিনেমাগুলোর জন্য প্রি রিলিজ শো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল, তবে আমরা বিশ্বাস করি যে মিডিয়াতে আমাদের বন্ধুরা-সহ প্রতিটি দর্শক আমাদের গল্পগুলো নিয়ে যাতে সঠিকভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারে তা নিশ্চিত করার জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা বিশ্বাস করি এটি সবার জন্য কার্যকরী, সিনেমাটিক উত্তেজনা বজায় রাখতে সহায়ক হবে।

 

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল