সহবাস ভুলে সইফের কাছে যাওয়াটা কতটা কঠিন ছিল করিনার, ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ফাঁস নবাব বধূর

স্টাইল স্টেটমেন্টের পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা পাকিয়ে নিয়েছে বেবো। সম্প্রতি নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন করিনা কাপুর খান।

ছিপছিপে শরীর, নির্মেদ কোমর, স্টাইল স্টেটমেন্টে বরাবরই তিনি নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন।  গ্ল্যামারের ঝলকানিতে কাবু হয়েছে আট থেকে অষ্টাদশী। তিনি হলেন বলি অভিনেত্রী করিনা কাপুর খান। স্টাইল স্টেটমেন্টের পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা পাকিয়ে নিয়েছে বেবো। সম্প্রতি নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন করিনা কাপুর খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন, 'জব উই মেট' সিনেমাটি তার জীবন পরিবর্তন করে দিয়েছে। আর এই সিনেমাটি করার জন্য শাহিদ কাপুরই তাকে উৎসাহিত করেছিলেন। আর সেই কারণেই তিনি সিনেমাটি করেছিলেন। তাহলে শাহিদের সঙ্গে কেন বিচ্ছেদ হল করিনার। এই প্রশ্নই এখন উঠে আসছে। তবে এবার শাহিদের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন করিনা। তিনি জানিয়েছেন, 'ভাগ্য হয়তো নিজের মতোন করে সবকিছু ভেবে নিয়েছিল।' অর্থাৎ শাহিদের সঙ্গে বিচ্ছেদ নিয়ে তিনি সবটাই ভাগ্যের উপরই সবটুকু ছেড়ে দিয়েছেন করিনা।

বলি অভিনেতা শাহিদ কাপুরের জন্য একটা সময় পাগল ছিলেন তরুণী। হাজারো তরুণীর ক্রাশ শাহিদ কাপুর সর্বদাই রয়েছেন শিরোনামে। ২০০৪ সালে 'ফিদা' সিনেমাতেই করিনার সঙ্গে সম্পর্ক শুরু হয়েছিল। বহুলচর্চিত পুরোনো সম্পর্ক আজও সকলের মুখে মুখে। শাহিদ-করিনার সম্পর্ক অতীত হলেও আজও চর্চা বি-টাউনে। একসময়কার বলিউডের সেরা ব়োম্যান্টিক জুটি হিসেবেই তাদের মানা হতো। শাহিদ কাপুর ছিলেন নিরামিষাশি । আর কাপুর পরিবারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল খানাপিনা। আমিষ ছেড়ে ভালবাসার মানুষের জন্য নিরামিষাশী হয়ে গিয়েছিলেন করিনা কাপুর। তারপরও সেই সম্পর্ক ভেঙে যায়। 'জব উই মেট' মুক্তি পাওয়ার পর থেকেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল । কিন্তু কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন প্রকাশ্যে এসেছে সত্য। সূত্র থেকে জানা গেছে, করিনার মা ববিতা কাপুর এবং দিদি করিশ্মা কাপুরের জন্যই তাদের বিচ্ছেদ হয়েছিল। কারণ শাহিদের সঙ্গে সম্পর্ক কোনওদিনই মেনে নিতে পারেননি করিশ্মা। এমনকী মা ববিতাও চাননি এই সম্পর্ককে। 'জব উই মেট' ছবির শুটিং চলাকালীনও তাদের সম্পর্ক ঠিকঠাকই চলছিল। কিন্তু ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সম্পর্কে ফাটল দেখা যায়। এমনকী শুটিং সেটের মধ্যেই তাদের ফাটল সকলের নজরে পড়েছিল।

Latest Videos

 

 

শাহিদের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যেমন মুখ খুলেছেন করিনা, তেমনই সইফের সঙ্গে প্রথম পরিচয় নিয়েও মুখ খোলেন বেবো। যশ রাজের ব্যানারে 'টশন' ছবির শ্যুটিং চলাকালীন প্রথম পরিচয় সইফের সঙ্গে। যার ফলে ঠিক 'জব উই মেট' যেমন ভাগ্য বদলে দিয়েছিল ঠিক তেমনই 'টশন'-ও তার ভাগ্য বদলে দিয়েছিল। আর তখনই তিনি বুঝতে পেরেছিলেন। ইনি হলে তার স্বপ্নের আসল মানুষ। আর এবার তিনি তার দেখা পেয়েছেন। করিনা আরও জানিয়েছেন 'টশন' ছবির শ্যুটিং চলাকালীন সানবাথ নিচ্ছিলেন সইফ আলি খান। আর তা দেখেই নাকি সইফের প্রেমে পড়ে যান করিনা কাপুর খান। তবে বিয়ে করবেন নাকি শুধুই প্রেম সেই সিদ্ধান্ত তিনি অবশ্য অনেক পরেই নিয়েছিলেন। কিন্তু প্যারিসে গিয়ে সইফ তাকে বিয়ের প্রস্তাব দেন। পরপর দুবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে শেষে কিনা পতৌদির ছোট নবাব সইফ আলি খানের সঙ্গে গাটছড়া বাঁধেন করিনা কাপুর খান।

 

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM