আদালতে মিলল না স্বস্তি, জামিনের আবেদনের শুনানি স্থগিত হল জ্যাকলিনের, বাড়ছে গ্রেফতারির সম্ভাবনা

বড়সড় বিপাকে পড়লেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আদালতেও মিলল না স্বস্তি। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় দিল্লি কোর্টে় জ্যাকলিনের জামিনের শুনানি স্থগিত রাখল।

বড়সড় বিপাকে পড়লেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আদালতেও মিলল না স্বস্তি। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় দিল্লি কোর্টে় জ্যাকলিনের জামিনের শুনানি স্থগিত রাখল। এই মামলার পরবর্তী শুনানি হবে নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ। অন্তর্বতীকালীন জামিনের মেয়াদ বৃহস্পতিবারই শেষ। ইতিমধ্য়েই জামিনের মেয়াদ দুবার বাড়ানো হয়েছে। জ্য়াকলিনের আইনজীবী জানিয়েছিলেন, বৃহস্পতিবার পাতিয়ালা হাউজ কোর্টে যাবেন জ্যাকলিন। কোর্টের শুনানিতেও উপস্থিত থাকবেন।

জ্যাকলিন যখন তাঁর জামিনের আবেদন করেছেন সেই সময় ইডির তরফে এই জামিনের বিরোধিতা করবে বলে জানানো হয়েছিল। ইডি-র তরফেও জানানো হয়েছে জ্যাকলিন এই মামলার তদন্তে কোনও সাহায্য করেননি। ইতিমধ্যেই জ্যাকলিনকে নিজেদের হেফাজতে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইডি। অন্যদিকে জ্যাকলিনের আইনজীবী প্রশান্ত পাটিল বলেন, যতবারই তদন্তকারী সংস্থা তাকে ফোন করেছে তিনি তার উত্তর দিয়েছেন এবং হাজিরা দিতেও দিল্লিতে দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা ম্যারাথন জেরার মুখে পড়েছেন এবং প্রশ্নেরও উত্তর দিয়েছেন। এই কারণেই অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছিল আদালত। তবে একথা মানতে নারাজ ইডি। গত ২৬ সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন নায়িকা।

Latest Videos

 

 

বলিউড এবং কন্ট্রোভার্সি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে চর্চা মোটেই থামবার নয়। শিরোনামে কীভাবে থাকতে হয়,তা জ্যাকলিন ভালই জানেন। কিছুদিন আগে অন্তর্বতী কালীন জামিনের মেয়াদ বেড়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজের। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছিল আদালত। তারপর থেকে কিছুটা হলেও স্বস্তিতে ছিলেন নায়িকা। ফের বিপাকে পড়লেন জ্যাকলিন। তবে এবার গ্রেফতার হতে পারেন জ্যাকলিন সেকথা উঠে আসছে। ইডির সূত্র থেকে জানা গেছে, এখনও অনেক সত্য গোপন রাখছে জ্যাকলিন। বারবার নিজের বয়ান বদল করছে। এমনকী প্রমাণের কারচুপি করারও অভিযোগ উঠেছে জ্যাকলিনের নাম। জানা গিয়েছে সুকেশ গ্রেফতার হওয়ার পরই নিজের ফোন থেকে সমস্ত ডেটা মুছে ফেলেছে জ্যাকলিন। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের। অন্যদিকে সুকেশের সঙ্গে বেশ ভাল ভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। সুকেশ চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ । এখানেই শেষ নয় সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ। জ্যাকলিনের মন জিততেই কোটি কোটি টাকার উপহার দিতেন সুকেশ চন্দ্রশেখর। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।

আরও পড়ুন-

আর্থিক তছরুপের মামলায় বিপাকে জ্যাকলিন, জামিনের মেয়াদ বাড়াতে ছুটলেন আদালতে

২০০ কোটির প্রতারণায় জ্যাকলিন জড়িত নন! আইনজীবীকে চিঠি সুকেশের

সুকেশের জালিয়াতির টাকাতেই কি ড্রিম হোমস সাজাচ্ছেন জ্যাকলিন, গৌরীর শো-এর প্রোমো ফাঁস হতেই কটাক্ষ

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury