‘বাবা’ হয়েই বদলে গেলেন রণবীর! আর প্রেমিকা নন, দীপিকা এ বার তাঁর ‘মা’

দ্বিতীয় পর্বে নাকি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে রণভীর সিংকে! খবর সত্যি হলে এই প্রথম প্রাক্তন-বর্তমানকে এক ফ্রেমে নিয়ে ফিরছেন দীপিকা!

 

বলিউডে গুঞ্জন। ‘বাবা’ হয়েই নাকি বদলে গিয়েছেন রণবীর কাপুর। তাঁর ‘ক্যাসানোভা’ ইমেজ অতীত। প্রাক্তন ‘মা’! বুধবার সে খবরই প্রকাশ্যে। দীপিকা পাড়ুকোন আর রণবীরের প্রেমিকা নেই। খুব শিগগিরিই তাঁকে ‘মা’ বলে সম্বোধন করবেন নায়ক। বলিউড সংবাদমাধ্যম বলছে, সবটাই ঘটবে পর্দায়। ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব’-এর শ্যুট নাকি প্রায় শেষ। ওয়েব প্ল্যাটফর্মে তার একটি ঝলকও প্রকাশ পেয়েছে। সেই ঝলক অনুযায়ী, ছবির সিক্যুয়েলে রণবীরের মা ‘অমৃতা’র চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। ছবির প্রথম পার্ট মুক্তি পেয়েছে সেপ্টেম্বরে। মাত্র দু’মাস সারা বিশ্বে ব্যবসা করে ৪২৫ কোটি টাকার ক্লাবে পা রেখেছে ছবিটি। নভেম্বরে ‘ব্রহ্মাস্ত্র: শিবা’ দেখানো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে।

প্রেমিকা পর্দায় মা, এটা যদিও নতুন কিছু না। নার্গিস-সুনীল দত্তর তখন গভীর রোমান্স। সেই সময় তাঁরা অভিনয় করেছিলেন ‘মাদার ইন্ডিয়া’ ছবিতে। তারই যেন পুনরাবৃত্তি ঘটছে অয়নের সিক্যুয়েলে। ইতিমধ্যেই দীপিকার ঝলক ছবিতে দেখানো নিয়ে দুই ভাগে বিভক্ত দর্শক। যাঁরা প্রেক্ষাগৃহে বসে দেখেছেন, তাঁদের দাবি, দীপিকাকে ‘অমৃতা’ হিসেবে তাঁরা দেখতে পেয়েছেন। আর যাঁরা ‘২ডি’-তে দেখেছেন? তাঁরা দেখতে পাননি! ওয়েব প্ল্যাটফর্ম সম্প্রতি এই তর্ক-বিতর্কে জল ঢেলেছে। সেখানে একটি দৃশ্যে দেখা গিয়েছে, অমৃতার কোলে ছোট্ট শিবা। বাইরে ঝমঝমে বৃষ্টি। ছেলেকে কোলে নিয়ে জানলা আটকাচ্ছেন তিনি। এই দৃশ্যই বলে দিয়েছে, ছবিতে দীপিকা আছেন। এবং তিনি রণবীরের মা! বিরতির ঠিক পরেই এই দৃশ্যের অবতারণা।

Latest Videos

 

 

রণবীরের ছবিতে আরও এক বার দীপিকাকে আবিষ্কার করেই আনন্দে আত্মহারা ‘দীপবীর’-এর অনুরাগীরা। দৃশ্যের টুকরো অংশ টুইটারে আসতেই মন্তব্যের ঢেউ। কেউ আনন্দের চোটে ‘ব্রহ্মাস্ত্র:১’-এর সেই ঝলক টুইটে ভাগ করে নিয়েছে। বলেছেন, হাতেগরম প্রমাণ। দীপিকা রয়েছেন। কারওর দাবি, তিনি ছবিতে এই দৃশ্য খেয়াল করেননি। দ্বিতীয় বার দেখার সময় তাঁর চোখে পড়েছে, খুব সামান্য সময়ের জন্য হলেও পার্ট ১-এ নায়িকা আছেন! ওমনি তাঁর আশা, তার মানে ফ্র্যাঞ্চাইজিতেও তাঁকে দেখা যাবে। হয়তো আরও বেশি করে। কারওর মন্তব্য, ‘ব্রহ্মাস্ত্র’-এ ‘অমৃতা’ হয়েই দীপিকা আছেন। ঠিক এই কারণেই তিনি পরের পার্ট দেখার জন্য মুখিয়ে।

ছবি-মুক্তির পরে পরিচালক একাধিক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ব্রহ্মাস্ত্র-র ট্রিলজি বানানোর ইচ্ছে তাঁর। প্রথম পার্টে রণবীর-আলিয়া ভাট ছাড়াও দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুনকে। ছবির মুখ্য চরিত্র শিব পেশায় ডিস্কো জকি। কিন্তু নানা ঘটনার মধ্যে দিয়ে সে আবিষ্কার করেন, আগুনের সঙ্গে তার একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে। এবং ‘বহ্মাস্ত্র’-র মতো শক্তিশালী অস্ত্রও কেবল তার বশ মানে। এ দিকে এই অস্ত্রের উপরে নজর অন্ধকারের দেবী জুনুনেরও। ছবির প্রিক্যুয়েলে ‘অতিথি শিল্পী’ হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছে শাহরুখ খানকে। বলিউডে খবর, দ্বিতীয় পর্বে নাকি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে রণভীর সিংকে! খবর সত্যি হলে এই প্রথম প্রাক্তন-বর্তমানকে এক ফ্রেমে নিয়ে ফিরছেন দীপিকা!

আরও পড়ুন-

ফাঁস হল করোনা প্রতিষেধকের অজানা তথ্য, বিজ্ঞানীদের বয়ানে শিউরে উঠবেন আপনিও 
ঘর আলো করে কন্যাকে নিয়ে 'বাস্তু'-তে ফিরলেন রণবীর-আলিয়া, রইল সেরা দশ ছবি 
'ও এক মায়াবী কন্যা', একরত্তি সন্তানকে নিয়ে আবেগঘন পোস্ট , এখন কেমন আছেন আলিয়া?

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar