লিভ-ইন নাকি সিদ্ধার্থর সঙ্গে বিয়ের ঘোষণা, কোন কথা গোপন রাখতে পারছেন না কিয়ারা
আর যেন তর সইছে না সিদ্ধার্থর প্রেমিকা কিয়ারার। সূত্র থেকে শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসেই বলিউডের মোস্ট এলিজেবল তকমা মুছতে চলেছেন সিদ্ধার্থ ও কিয়ারার। এত বড় সিক্রেট আর চেপে রাখতে পারছেন না নায়িকা।
Web Desk - ANB | Published : Nov 28, 2022 10:44 AM / Updated: Nov 28 2022, 01:31 PM IST
বলিপাড়ার লাভবার্ডস সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানিকে নিয়ে চর্চা লেগেই রয়েছে। প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ না মুখলেও তাদের নিয়ে চর্চা লেগেই রয়েছে। বলি অভিনেত্রী কিয়ার আদবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার প্রেম যেন বলিপাড়ার টক অফ দ্য টাউন।
বলিপাড়ায় ফের বিয়ের সানাই। রাজকীয় বিয়ের আসর আবারও বসতে চলেছে বলিউডে। বলিপাড়ার গুঞ্জনে শোনা যায়,আগামী বছরেই নয়, বরং এই বছরের শেষেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। গোপন সূত্রে জানা গিয়েছে, চন্ডীগড়ে বিলাসবহুল রিসর্ট খুঁজছেন সিদ্ধার্থ ও কিয়ারা।
বিয়ের জল্পনার মধ্যেই এত বড় সিক্রেট আর চেপে রাখতে পারছেন না কিয়ারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই ঘোষণা করেছেন নায়িকা। যা দেখা মাত্রই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। অনেকেই প্রশ্ন তুলেছেন তবে কি এবার বিয়ের ঘোষণা সারতে চলেছেন নায়িকা।
ডিসেম্বর মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন। তার উপর চলছে বিয়ের জল্পনা। আর ডিসেম্বর মাস শুরু হওয়ার আগে কিয়ারার এমন ঘোষণায় বেশ কৌতুহলী হয়েছেন ফ্যানেরা। অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন ভক্তরা কিয়ারার সিক্রেট জানার জন্য।
ব্র্যাকগ্রাউন্ড চাদরে মোড়া, প্রাণ খুলে হাসছেন কিয়ারা, গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে। এই ভিডিওর ক্যাপশনেই লিখেছেন, এত সময় ধরে এই সিক্রেট আর চেপে ধরে রাখতে পারছি না। সঙ্গে থাকুন ২ ডিসেম্বর। ক্যাপশন দেখেই জল্পনা তুঙ্গে।
কিয়ারার ভিডিওতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, বিয়ের ঘোষণা নাকি। অপর একজন লিখেছেন, সিদ্ধার্থের সঙ্গে প্রেম নিয়ে আমরা সবাই জানি,নতুন কিছু সিক্রেট থাকলে বলুন। যদিও এর কোনও উত্তর দেননি কিয়ারা।
গোপন সূত্রে জানা গিয়েছে, চন্ডীগড়ে বিলাসবহুল রিসর্ট খুঁজছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের তারিখ জানা না গেলেও শোনা যাচ্ছে আগামী বছরেই নয়,বরং এই বছরের শেষেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। মুম্বইয়ের প্রতিবেদন সুত্রে জানা গিয়েছে, সম্প্রতি চন্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টস-এ বুকিংয়ের খোঁজ খবর করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। উল্লেখ্য, এই রিসর্টেই বিয়ে করেছিলেন রাজকুমার ও পত্রলেখা।
ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা গেছে, কিয়ারা ও সিদ্ধার্থ গোয়াতেও জায়গা দেখেছিলেন। কিন্তু সিদ্ধার্থর পঞ্জাবি পরিবারের আভিজাত্যের কথা বিবেচনা করে গোয়াতে বিয়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে। আপতত চন্ডীগড়েই বিলাসবহুল রিসর্ট খুঁজছেন কিয়ারা ও সিদ্ধার্থ।
সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম কাহিনি গত কয়েক বছর ধরেই চর্চায় রয়েছে। ইতিমধ্যেই বলিপাড়ার অন্দরে কান পাতলেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে বিয়ের আগেই নাকি লিভ-ইন করবেন সিদ্ধার্থ ও কিয়ারা। সিদ্ধার্থ ও কিয়ারার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের তারিখ পাকা হয়ে গিয়েছে। তবে এখনই এই বিষয়ে মুখ খুলতে চান না তারা।