বাথরোব জড়িয়ে এ কী করছেন আথিয়া, বউকে আদরে- চুমুতে ভরিয়ে দিলেন রাহুল

ম্যাগাজিনের কভার শ্যুটে অন্য় মুডে ধরা দিলেন রাহুল ও আথিয়া। যেখানে বাথরোব জড়িয়ে পোজ দিতে দেখা গেল নববধূ আথিয়া শেট্টিকে। পাশে রয়েছেন স্বামী রাহুল। পাজামা এবং তোয়ালে জড়িয়ে নয়া ছবিতে ঝড় তুলেছেন তারকা দম্পতি।

বলিউডে এখন বিয়ের মরশুম। ২৩ জানুয়ারি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবদ্ধনে আবদ্ধ হয়েছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। বিয়ের পর একের পর এক ছবি প্রকাশ্যে এসেছে। বিয়ের ঘোর যেন কোনওভাবেই কাটছে না। গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন রাহুল ও আথিয়া। সাতপাকে বাঁধা পড়ার পর এবার প্রকাশ্যে এসেছে রাহুল ও আথিয়া এক নতুন ছবি। যা দেখা মাত্রই জোর চর্চা শুরু হয়েছে।

সম্প্রতি এক ম্যাগাজিনের কভার শ্যুটে অন্য় মুডে ধরা দিলেন রাহুল ও আথিয়া। যেখানে বাথরোব জড়িয়ে পোজ দিতে দেখা গেল নববধূ আথিয়া শেট্টিকে। পাশে রয়েছেন স্বামী রাহুল। কবে এই ফোটোশ্যুট করলেন রাহুল ও আথিয়া। জানা গিয়েছে, বিয়ের আগেই ম্যাগাজিনের এই ফোটোশ্যুট সেরে নিয়েছিলেন দুজনে। পাজামা এবং তোয়ালে জড়িয়ে নয়া ছবিতে ঝড় তুলেছেন তারকা দম্পতি। এর আগেও একসঙ্গে বিজ্ঞাপনী প্রচারে দেখা গিয়েছিল তাদের। এই প্রথমবার ম্যাগাজিনের কভার পেজে একসঙ্গে দেখা মিলল রাহুল ও আথিয়া।

Latest Videos

 

 

ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের ফেব্রুয়ারি মাসের জন্য এই কভার শ্যুট করেছেন রাহুল ও আথিয়া। সবুজ রঙের চেক পাজামা এবং সাদা বাথরোব গায়ে জড়িয়ে নজর কেড়েছেন আথিয়া শেট্টি। অন্যদিকে লাল-কালো পাজামা ও ধূসর রঙের বাথরোব গায়ে জড়িয়ে পোজ দিয়েছেন রাহুল। বউকে কাছে টেনে আদরে-চুমুতে ভরিয়ে দিয়েছেন রাহুল।দিনকয়েক আগেই প্রথমবার প্রকাশ্যে ধরা দিয়েছিলেন রাহুল ও আথিয়া। বিয়ের পর প্রথমবার একসঙ্গে দেখে রাহুল ও আথিয়াকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। হাসিমুখে পাপারাৎজির উদ্দেশ্যে পোজ দেন নবদম্পতি। প্রথমবার বিয়ের পর ডিনার ডেটে গিয়েছিলেন নব দম্পতি। নববধূর লুকে নয়, বরং ক্যাজুয়াল আউটফিটেই ধরা দেন আথিয়া ও রাহুল। সেই ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল।

 

 

দুই পরিবারের উপস্থিতিতে চারহাত এক হয়েছে আথিয়া-রাহুলের। ক্রিকেট দুনিয়ার সঙ্গে বলি জগতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এর আগে বলিউড তারকাকে বিয়ে করেছেন ক্রিকেটাররা। আবারও বলিউড ও ক্রিকেট জুটির মেলবন্ধন হল। জাকজমক করে গাঁটছড়া বাঁধলেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। দীর্ঘ ৪ বছরের প্রেমের পরিণতি হল। প্রেমিকা আথিয়া শেট্টির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তারকা ক্রিকেটার কেএল রাহুল। পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে চারহাত এক হয়েছে আথিয়া ও রাহুলের। দীর্ঘদিন ধরেই রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে উত্তেজনা শুরু হয়েছিল। ইতিমধ্য়েই বিয়ের সমস্ত ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিদেশ নয় বরং সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান-এ বসেছিল বিয়ের আসর। বিয়ের জন্য পাঁচতারা কোনও হোটেল নয়, বরং নিজের বাংলোতেই মেয়ের বিয়ে দিয়েছেন সুনীল। পরিবারের সকল মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে রাহুল ও আথিয়ার। বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন আথিয়া ও কে এল রাহুল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, নির্জন কোনও দ্বীপে বেড়াতে যাচ্ছে। কিন্তু এখন অনেকেই জেনে গেছেন এই মুহূর্তে মধুচন্দ্রিমার সব পরিকল্পনা বাতিল। সূত্রের খবর,৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি। তাই দলের সঙ্গে প্র্যাকটিসে ব্যস্ত হয়ে পড়বেন কে এল রাহুল। শুধু তাই নয় , এছাড়াও রয়েছেন আইপিএল-এর প্রস্তুতি। এছাড়া আথিয়াও ব্যস্ত হয়ে পড়বেন তার ইউটিউব চ্যানেলের কাজ নিয়ে।

আরও পড়ুন-

ডিনার ডেটে গেলেন রাহুল- আথিয়া, বিয়ের পর প্রথমবার রেস্তোরাঁয় সামনে পোজ দিলেন নবদম্পতি

গায়ে হলুদের অনুষ্ঠানে আদরে মত্ত রাহুল-আথিয়া,ছবি ভাইরাল হতেই নেটদুনিয়ায় চর্চা

মধুচন্দ্রিমায় যাচ্ছেন না আথিয়া-রাহুল, বিয়ের পর কেন সিদ্ধান্ত বদল করলেন তারকা জুটি, ফাঁস সত্য

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia