Sonakshi Sinha: জনসমক্ষে স্বীকার করলেন প্রেমের কথা, দেখে নিন কার প্রেমে পড়লেন সোনাক্ষী

Published : Jun 03, 2023, 07:23 AM IST

জন্মদিনে সকলের সঙ্গে সাক্ষাৎ করালের তাঁর প্রেমিকের। সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নিলেন প্রেমের কথা। আজ চিনে নিন তাঁর ভালোবাসাকে। কে এই জাহির ইকবাল।

PREV
110

গতকাল ৩৬-এ পা দিলেন সোনাক্ষী সিনহা। গতকাল সকাল থেকে তাঁর সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল শুভেচ্ছা বার্তায়। তাঁর সকল ভক্তরা শুভেচ্ছা জানান তাঁকে। পেয়েছেন বিস্তর উপহার। আর দিনের শেষে সকলকে দিলেন রিটার্ন গিফট। এবছরের তাঁর জন্মদিন ছিল একেবারে অন্য রকম।

210

প্রায়শই জন্মদিনে তারকারা বিশেষ কোনও ছবির ঘোষণা করেন ভক্তদের জন্য। এটাই তাদের মতে রিটার্ন গিফট। কিন্তু, সোনাক্ষী সিনহা ভক্তদের যে উপহার দিলেন তা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। জন্মদিনের দিন প্রেমের ঘোষণা করলেন নায়িকা। জনসমক্ষে শিকার করলেন নিজের প্রেমের কথা। প্রেমিকের পোস্টে লিখলেন আই লাভ ইউ।

310

অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষী। প্রেমিকার জন্মদিনে এক বিশেষ বার্তা দিলেন জাহির। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেন। লেখেন, কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহনা।... তুমি সব সময় এই ভাবে আমার ওপর বেলান দিয়ে থাকতে পারো।

410

সঙ্গে লিখেছেন, ...তুমি সেরা। এই ভাবেই গর্জাতে থাকো আর ডানা মেলে উড়তে থাকো। পৃথিবীর সবটাকে জয় করো, যেমনটা আগে কেউ করেনি। জলপরীর মতো জীবন কাটাও। এই রকমই হাসিখুশি থাকো। তোমাকে ভালোবাসি।

510

জাহির ইকবালের এই কমেন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন সোনাক্ষী সিনহা। একগুচ্ছ লাল হার্ট দিয়েছেন উত্তরে। এভাবে নিজের প্রেমের কথা স্বীকার করলেন সোনাক্ষী সিনহা। এর আগে তাদের দুজনের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা গিয়েছে। তবে, সম্পর্কে সম্পর্কে বিষয় কখনও নিশ্চিত কিছু জানান যায়নি।

610

এর আগে জনসমক্ষে নিজের প্রেম নিয়ে কিছু টু শব্দ করেননি সোনাক্ষী। কিন্তু, এবার সকলকে চমক দিয়ে একেবার স্বীকার করে নিলেন প্রেমের কথা। বরং বলা চলে, এভাবে নিজের প্রেমের কথা জানালেন সোনাক্ষী সিনহা। এই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। অনেকেই জানিয়েছেন অভিনন্দন। আবার অনেকে লিখেছেন রব নে বানাদি জোড়ি।

710

এখন প্রশ্ন হল কে এই জাহির ইকবাল। সোনাক্ষীর সঙ্গে কবেই বা সম্পর্কে জড়িয়েছেন তিনি। পেশাগত ভাবে তিনি কী করেন। এর আগেও ২০২২ সালে একবার সোনাক্ষার সঙ্গে বাগদানের গুজব উঠেছিল সলমন ঘনিষ্ঠ জাহির ইকবালের। তবে, তিনি আদতে কে তা সকলের কাছে ঠিক স্পষ্ট নয়।

810

আসলে অভিনয় জগতের সঙ্গেই যুক্ত আছেন জাহির ইকবাল। নোটবুক ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন জাহির ইকবাল। সেভাবে তাঁর ছবি সাফল্য পায়নি। ফলে লাইম লাইটে আসেননি অভিনেতা। জাহির ইকবাল সোনাক্ষীর সঙ্গেও কাজ করেছেন ডাবল এক্সএল ছবিতে। এই ছবিতে জাহির, সোনাক্ষী ছাড়াও ছিল ছিলেন হুমা কুরেশি।

910

তারপর জাহিরের কাজ করার কথা ছিল সলমনের সদ্য মুক্তি পাওয়া ছবি কিসি কি ভাই কি সি কা জান। কিন্তু, শেষ পর্যন্ত দেখা য়ায়নি জাহিরকে। এখন প্রশ্ন হলে তিনি আসলে কে। মিডিয়া রিপোর্ট অনুসারে তিনি কোনও স্টার কিড নন। বরং উচ্চ বিত্ত পরিবারের সন্তান। তবে, তাঁর বাবার নাম ইকবাল রতনাসি। তিনি সলমনের ঘনিষ্ঠ বন্ধু।

1010

তাঁর দিদি সমন রত্নাসি হলেন অদিতি রাও হায়দারির স্টাইলিস্ট। সব মিলিয়ে বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। তিনি নিজেও অভিনেতা হতে চান। তবে, এখনও সেভাবে ব্রেক পাননি জাহির।

click me!

Recommended Stories