Parineeti-Raghav: দুজনের মুখেই বিরক্তি ও উদাসীনতা, বিয়ের আগেই কি শুরু হল বিবাদ?

Published : Jun 27, 2023, 07:07 AM IST
parineeti chopra raghav chadha wedding

সংক্ষিপ্ত

পাপারাৎজিদের দেখলে ক্যামেরার সামনে বহু বউকে নিয়ে পোজ দেন রাঘব। কিন্তু, এদিন দুজনের আচরণ ছিল একেবারে আলাদা। দুজনের মুখেই বিরক্তি ও উদাসীনতা। যা দেখে অনেকেই ভেবেছেন বিবাদ হয়েছে তাঁদের।

সদ্য মিটেছে বাগদান পর্ব। দিল্লিতে ধুমধাম করে সেড়েছেন বাগদান। তার আগে থেকেই খবরে রয়েছেন তারা। প্রেমের কথা প্রকাশ্যে আসার পর থেকে কোথায় যাচ্ছেন, কী করছেন সবই ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায়। বর্তমানে চলছে বিয়ের তোড়জোড়। কোথায় বিয়ে করবেন, তা ঠিক করতে হিমশিম খাচ্ছেন দুজন। প্রায়শই তাদের দেখা যাচ্ছে রাজস্থানে। সেখানে একাদিক লোকেশন ঘুরে দেখেছেন। সদ্য বিয়ের আয়োজনের কাজেই বের হয়েছিলেন পরিণীতি ও রাঘব। সেখানে পাপারাৎজিদের দেখে বেশ বিরক্ত হন। সাধারণ পাপারাৎজিদের দেখলে ক্যামেরার সামনে বহু বউকে নিয়ে পোজ দেন রাঘব। কিন্তু, এদিন দুজনের আচরণ ছিল একেবারে আলাদা। দুজনের মুখেই বিরক্তি ও উদাসীনতা। যা দেখে অনেকেই ভেবেছেন বিবাদ হয়েছে তাঁদের। সে কারণে এমন বিরক্তি ও উদাসীন ভাব। সাধারণ যারা ক্যামেরার সামনে সদা হাস্য মুখে হাজির হন, তাদের আচরণের এমন পরিবর্তন নজর কেড়েছে সকলে। তবে, সদ্য তা ঠিক কি, তা এখনও জানা যায়নি।

১৩ মে বাগদান সম্পন্ন হল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। ১৩ মে দিল্লির কপুরথলা হাউসে বসেছিল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বাগদানের অনুষ্ঠান। শিখ রীতি মেনে বাগদান সম্পন্ন হয়। দিল্লিতে হয়েছিল অনুষ্ঠান। এবার সাত পাকে বাঁধা পড়ার পালা। সে কারণে দীর্ঘদিন ধরে বিয়ের ভেনু ঠিক করতে অনুসন্ধান করে চলেছেন রাঘব-পরিণীতি। কোথায় বসবে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের আসর তা নিয়ে দীর্ঘ জল্পনা চলছে বহুদিন ধরে। দিদি প্রিয়াঙ্কার মতো তিনি যে রাজস্থানেই বিয়ে করতে চান তা আগেই জানা গিয়েছে। সে কারণে একাধিক বার উড়ে গিয়েছিলে রাজস্থান। সেখানে একাধিক ভবন ঘুরে দেখেন। দীর্ঘ একমাস অনুসন্ধানের পর স্থির হয়েছে ভেনু। শোনা গিয়েছে, দ্য ওবেরয় উদয়বিলাসে বিয়ে করবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। এদিকে এখন দিন প্রকাশ্যে না এলেও পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার যে শীঘ্রই বিয়ে করছেন তা আগেই জানা গিয়েছে। কদিন আগে প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়া পোস্টে পরিণীতি এমন একটি কমেন্ট করেন যা থেকে স্পষ্ট আর বেশি দেরি নেই পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের।সে যাই হোক, তার আগে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার মুখে এমন বিরক্তি ও উদাসীনতা দেখে চিন্তায় পড়েছেন সকলে।

 

আরও পড়ুন'

সলমন খানকে খুন আমরা করবই', কানাডায় বসে হুমকি পলাতক গ্যাংস্টার গোল্ডি ব্রারের

Satya Prem Ki Katha: সিঙ্গেল ছেলে চেনার উপায় বাতলালেন কার্তিক, অভিনেতা ছেলে লাভগুরু হওয়ার ইঙ্গিত নায়কের

Adipurish: বিতর্কের ১০ দিন পার, দেখে নিন দশম দিনে কত আয় করল ‘আদিপুরুষ’ ছবিটি

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?