Satya Prem Ki Katha: সিঙ্গেল ছেলে চেনার উপায় বাতলালেন কার্তিক, অভিনেতা ছেলে লাভগুরু হওয়ার ইঙ্গিত নায়কের

Published : Jun 27, 2023, 06:38 AM IST
Kartik Aaryan McLaren GT

সংক্ষিপ্ত

তাঁকে কপিল প্রশ্ন করেছিল, কোনও ছেলে সিঙ্গেল তা বুঝবেন কী করে? এর উত্তরে কার্তিক জানান এমনটা।

রাতে পার্টি করতে যাদের কোনও আপত্তি থাকে না, বন্ধুদের ডাকে এক কথায় হ্যাঁ বলে দেয়। পার্টিতে দেদার মদ্যপান করে। রাতে তোয়ালে পর ঘুমাতে পারে, তারাই হল সিঙ্গেল। সদ্য দ্য কপিল শর্মা-র শো-তে এসে সিঙ্গেল ছেলেদের বর্ণনা দিলেন কার্তিক। তাঁকে কপিল প্রশ্ন করেছিল, কোনও ছেলে সিঙ্গেল তা বুঝবেন কী করে? এর উত্তরে কার্তিক জানান এমনটা।

সদ্য আসছে কার্তিক আরিয়ান ও কিয়ারা অভিনীত ‘সত্য প্রেম কি কথা’। ছবিতে জুটি বাঁধছেন কিয়ারা আডবানি ও কার্তিক আরিয়ান। জোড় কদমে চলছে ছবির প্রমোশনের কাজ। এর আগে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে কাজ করেছিলেন কিয়ারা। সে সময় তাদের দুটি বেশ হিট করেছিল। এরপর ফের একবার জুটি বাঁধছেন তারা। ২৯ জুন মুক্তি পাবে ছবিটি। সদ্য ছবির প্রমোশনের জন্যই কপিল শর্মার শো-তে হাজির হন। সেখানে গিয়ে ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে তাঁর চরিত্রে প্রসঙ্গে জানান কার্তিক। যা শুনে অনেকেই আন্দাজ করছেন এবার লাভ গুরুর চরিত্রে দেখা যাবে নায়ককে।

তবে, ছবির পর্দায় এই লাভ গুরুর বাস্তবে কোনও প্রেমিকা আছে কি না সে প্রশংঙ্গে আগ্রহী থাকেন সকলেই। কার্তিক এই প্রসঙ্গে শো-তে এসে বলেন, তিনি প্রেমের ব্যপারে বেশ আনলাকি। তিনি বহু প্রেমের প্রস্তাব পেয়েছেন। মেয়ে তো বটেই ছেলে-দের থেকেও প্রস্তাব পেয়েছেন। কিন্তু, প্রেম করা হয়ে ওঠেনি তাঁর। তিনি জানান, তিনি একেবারেই ভাগ্যবান নন প্রেমের প্রসঙ্গে।

সে যাই হোক, সদ্য এই প্রোমোশনের কাজে গিয়ে এক বিশেষ বিষয় খবরে উঠে আসেন কিয়ারা। এই প্রমোশনের ছবিতে দেখা যাচ্ছে কিয়ারা ও কার্তিক বিশেষ ভঙ্গিতে পোজ দিয়েছেন। ছবিটি রাজস্থানে তোলা। কার্তিকের পরণে সাদা টি শার্ট, জিন্স ও খয়েরি রঙের জ্যাকেট। আর কিয়ারা পরেছেন খয়েরি ট্রাউজার ও জ্যাকেট। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। কারণে ছবিতে কিয়ারার পেটের নীচের অংশ বিশেষ ভাবে ফোলা দেখা যাচ্ছে। যা দেখে অনেকেই অনুমান করেছেন, তিনি মা হতে চলেছেন। কিন্তু, এ প্রসঙ্গে মুখ খোলেননি নায়িকা। তেমনই চলতি বছর ফেব্রুয়ারিতে সাত পারে বাঁধা পড়েছেন কিয়ারা সিদ্ধার্থ। রাজস্থানে রাজকীয় ভাবে বিয়ে করেন দুজন। তাই তাদের পরিবারে নতুন সদস্যের আগমনের বিষয়টি যথেষ্ট স্বাভাবিক। তবে, শেষ পর্যন্ত কিয়ারা এ প্রসঙ্গে কিছু বলেন কি না, এখন তাই দেখার।

 

আরও পড়ুন

Adipurish: বিতর্কের ১০ দিন পার, দেখে নিন দশম দিনে কত আয় করল ‘আদিপুরুষ’ ছবিটি

সত্য ঘটনার অবলম্বনে তৈরি হচ্ছে ‘বস্তার’, আসছে ‘দ্য কেরালা স্টোরি’ পরিচালক-প্রযোজক জুটি

আমির থেকে সইফ- রইল বলিউডের ১০ ব্যয় বহুল ডিভোর্সের কথা, দেখে নিন তালিকায় কে কে আছেন

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল