- Home
- Entertainment
- Bollywood
- Parineeti and Raghav: প্রকাশ্যে এল পরিণীতি-রাঘবের বাগদানের কিছু অদেখা ছবি, জেনে নিন কেমন ছিল সেদিনের অনুষ্ঠান
Parineeti and Raghav: প্রকাশ্যে এল পরিণীতি-রাঘবের বাগদানের কিছু অদেখা ছবি, জেনে নিন কেমন ছিল সেদিনের অনুষ্ঠান
- FB
- TW
- Linkdin
দীর্ঘদিনের প্রেম অবশেষে পেল পরিণীতি। প্রকাশ্যে এসেছ দুজনের লিপলকের ছবি। এই দিন বাগদানের পর নিজেদের মতো করে উপভোগ করেন অনুষ্ঠান। একটি ছবিতে দেখা যায় দুজনে লিপ লকে ব্যস্ত। যা মুহূর্তে হয়েছে ভাইরাল।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। আপ নেতার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি। সেখান হাজির ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ও গুরুদাস মানের মতো ব্যক্তিরা।
বাগদানের আনুষ্ঠানে ঘনিষ্ঠদের সঙ্গে মজার পোজ দেন পরিণীতি। বাদ যাননি রাঘবও। দিল্লির কপুরথলা হাউসে অনুষ্ঠান হয়। সেখানে হাজির ছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার একাধিক ঘনিষ্ঠ ব্যক্তিরা। যাদের সঙ্গে সম্পূর্ণ অনুষ্ঠান উপভোগ করেন এরা দুজন।
এদিন সাদা রঙের থিমে সেজে উঠেছিল কপুরথলা হাউস। সঙ্গে ছিল ফুলের কাজ। ১৩ মে বিকেল ৫টায় শুরু হয়েছিল বাগদানের অনুষ্ঠান। শিখ রীতি মেনে বাগদান হয়। সুখম সাহেবের পাঠ ও সন্ধ্যা আরদাসের মাধ্যমে বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়।
সুখম সাহেবের পাঠ ও সন্ধ্যা আরদাসের মাধ্যমে বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়। তারপর হয় আংটি বদল। এর পর কেক কাটেন দুজনে। সে কেক একে অপরকে খাওয়ান। প্রকাশ্যে আসে কেক কাটার ছবি।
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। শেষ পর্যন্ত তারা নিজেরাই নিশ্চিত করেন প্রেমের সম্পর্কের কথা। ১৩ মে সম্পন্ন হল বাগদান। এই অনুষ্ঠান জমিয়ে উপভোগ করেন এই দুই। প্রকাশ্যে আসে রিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার নাচের ছবিও।
এনগেজমেন্টের আগে খেলার মাঠ থেকে রেস্তোরাঁয় ডেটিং-এ দেখা গিয়েছে তাঁদের। কদিন আগে, মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেল রাঘব ও পরিণীতিকে। ভাইরাল হয়েছিল সেই ছবি। এবার ভাইরাল হল তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। এনগেজমেন্টের দিন লিকলক করতে দেখা যায় তাঁদের।
এই দিন রাঘব চাড্ডা পরেন ডিজাইনার পবন সচদেবের ডিজাইন করা পোশাক। পরিঁণীতি পরে ছিলেন মণীশ মালহোত্রার ডিজাইন করা ড্রেস। সঙ্গে ছিল মানানসই গয়না। দুজনেরই পোশাকের রঙ ছিল ম্যাচিং। ক্রিম কালারের পোশাকে সাজেন তাঁরা।
বাগদানের পর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন পরিণীতি। সেই ছবিতে স্পষ্ট ছিল তাঁদের এনগেজমেন্ট রিং। এদিন প্রায় ১৫০ জন মতো নিমন্ত্রিত। এই তালিকায় ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, গুরুদাস মান। ছিলেন বলিউড সদস্যরাও। বোনের বাগদানে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়াও।
বাগদানের পর পাপারাৎজিদের সামনে পোজ দেন পরিণীতি ও রাঘব। দিল্লির কপুরথলা হাউসে অনুষ্ঠান সম্পন্ন হয়। ১৩ মে বাগদান সম্পন্ন হন। শিখ রীতি মেনে বাগদান সম্পন্ন হয়।