হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে প্রেম করছেন টাইটানিক হিরো, রইল লিওনার্দো ডিক্যাপ্রিওর 'তরুণী' প্রেমিকার লম্বা তালিকা

টাইটানিক হিরো লিওনার্দো ডিক্যাপ্রিও গত নভেম্বরে ৪৯ বছর বয়সে পা দিয়েছেন। এতদিন হাঁটুর বয়সী মেয়েদের সঙ্গেই প্রেম করতে দেখা গিয়েছিল। এবার চান স্বাদ বদল করতে।

 

Web Desk - ANB | Published : Feb 17, 2023 6:41 PM
110
লিওনার্দে ডিক্যাপ্রিও

অস্কার জয়ী গ্যাংস অব নিউ  ইয়র্ক অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।  টাইটানিক রিলিজ হওয়ার পরই প্রচারের লাইমলাইটে আসেন। কিন্তু শুধু অভিনেতা হয়, তাঁর ব্যক্তিগত জীবনও যথেষ্ট প্রচারের আলোতে থাকে। 
 

210
লিওনার্দের প্রেম

একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন লিওনার্দো। কখনও হাঁটুর বসয়ীর  মেয়ের সঙ্গে তো কখনও আবার মাত্র এক বছরের ছোট তাঁর গার্লফ্রেন্ড। সবমিলিয়ে হলিউডের রঙিন চরিত্র লিওনার্দো। 
 

310
বর্তমান সম্পর্ক

৪৯ বছরের লিওনার্দোকে বর্তমানে দেখা যায় হাঁটুর বয়সী ইসরায়েলি মডেল এডেন পোলানির সঙ্গে। ২৫ বছরের ক্যামিলা মররোনের সঙ্গে বিচ্ছেদের পর লিওনার্দো এডেনেই মজে রয়েছেন। 
 

410
সম্পর্ক অস্বীকার

লিওনার্দোর ঘনিষ্ট এক ব্যক্তি তাদের সম্পর্কের কথা অস্বীকার করেন। তিনি বলেন,  তাদের একটি কনসার্টে একত্রে দেখা গেছে এইপর্যন্ত। লিওনার্দো অবিবাহিত। তিনি মনের মত তরুণী খুঁজে বেড়াচ্ছেন বলেও জানিয়েছেন। 
 

510
সম্পর্কের জন্য সমস্যায় পড়েন লিওনার্দো

লিওনার্দোর এক ঘনিষ্ট জানিয়েছেন সম্পর্ক নিয়ে চিন্তাভাবনা করছেন টাইটানিক হিরো। কারণ নিজের ইমেজ বদল করতে চান তিনি। এতদিন পর্যন্ত কমবয়সী মেয়েদের সঙ্গ ছাড়া কোথাও যেতে পারতেন না। তাতে লিওনার্দো হাসির পাত্রেই পরিণত হয়েছেন। তাই ইমেজ বদলে জোর। 
 

610
ক্যামিলা মররোনের পর...

ক্যামিলা মররোনের সঙ্গে বিচ্ছেদের পর  ২৫ বছর বয়সী ভিক্টোরিা লামাসের সঙ্গে সম্পর্ক ছিল। সম্প্রতি ইডেন-সহ কয়েকজন মডেলের সঙ্গে দেখা যায়। যদিও লিওনার্দোর ঘনিষ্টরা অস্বীকার করেছেন লিওনার্দোর ১৯ বছরের তরুণীর সঙ্গে প্রেম। তারা শুধুই গান শুনতে যান বলেও দাবি ঘনিষ্টদের। 
 

710
টাইটানিকের পর প্রেম

টাইটানিক মুক্তির মাত্র দুই বছর পরে লিওনার্দোর যখন ২৪ সেই সময় তিনি ১৮ বছর বয়সী সুপার মডেল জিসেল বুন্জচেনের সঙ্গে ডেট শুরু করেছিলেন। তাদের সম্পর্ক মাত্র পাঁচ বছর স্থায়ী হয়েছিল। ২০০৪ সালে লিওনার্দো ২০ বছর বয়সী মডেল বার রাফায়েলির সঙ্গে ডেট করতে শুরু করেন। 

810
লিওনার্দোর আরও প্রেমিকা

২০১০ সালে অভিনেত্রী  ব্লেক লাইভলিকে ডেট করেন। তারপর ২৩ বছরের মডেল ইরিন হেথারটনের সঙ্গেও সেই সময় তার নাম জড়িয়েছিল। 
 

910
বছর বছর বদলেছে প্রেমিকা

২০১৪ সালে বিচ্ছেদের আগে তিনি জার্মান মডেল টনি গার্নের কাছে চলে যান তখন তিনি ২২ বছর বয়সী ছিলেন। ২০১৫ সালে, তিনি অভিনেত্রী কেলি রোহরবাচের সাথে বাইরে গিয়েছিলেন, যিনি তখন ২৫ বছর বয়সী ছিলেন – তার ২৬ বছর বয়সে তাদের বিচ্ছেদ হয়।  তার রোম্যান্স অভিনেত্রী নিনা আগডালের সাথে ২০১৬ সালে শুরু হয়েছিল যা দুই বছর পরে শেষ হয়েছিল যখন তার বয়স ছিল ২৫, এবং লিও তখন ক্যামিলার সাথে ডেটিং শুরু করেছিল - গত গ্রীষ্মে তার সাথে বিচ্ছেদ হওয়ার আগে, তার ২৫ বছর বয়সের এক মাস পরে।
 

1010
সংক্ষিপ্ত প্রেম

তারপর নিওনার্দোকে গিগি হাদিদ সহ বেশ কয়েকজন মহিলার সঙ্গে দেখা গিয়েছিল যারা অভিনেতার থেকে বয়সে অনেকটাই কম। তবে এবার আর প্রেম নয় একদম পাক্কা জীবন সঙ্গীর সন্ধানেই রয়েছেন টাইটানিক হিরো। তেমনই জানিয়েছেন তাঁর ঘনিষ্টরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos