মুম্বই রিসেপশনে সিদ্ধার্থ ও কিয়ারার আয়োজন দেখে নেটিজেনরা বলতে শুরু করেছেন, যাক বলিউডে এমন তো কোনও জুটি পাওয়া গেল, যারা কিপটে নন, তার অন্তত রিসেপশনের দারুণ আয়োজন করেছেন। কেউ বলেছেন, কত যুগ পরে বলিউডে সেলিব্রেশন হল। সকলেই সিদ্ধার্থ ও কিয়ারার প্রশংসায় পঞ্চমুখ।