রাজা-রানির মিলন হল সূর্যগড় প্রাসাদে, সিদ্ধার্থ-কিয়ারার রাজকীয় বিয়ের অদেখা ছবি ভাইরাল নেটদুনিয়ায়

এ যেন রূপকথাকর বিয়ে। রাজকন্যার জন্য অপেক্ষা করে রয়েছে রাজপুত্র। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বেঁধে মিলন হল রাজা ও রানির। সিদ্ধার্থ ও কিয়ারা রাজকীয় বিয়ের বেশ কিছু অদেখা ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা।

 

Web Desk - ANB | Published : Feb 17, 2023 11:36 AM
112

কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সিড-কিয়ারা। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ ও কিয়ারা।  মিস থেকে মিসেস হলেন বলি অভিনেত্রী কিয়ারা আদবানি। সারা জীবনের মতো পারমানেন্ট বুকিং সেরে ফেলেছেন সিদ্ধার্থ মলহোত্রা।

212

সূর্যাস্তের আগে বিয়ে সারলেও কোনও ছবি প্রকাশ্যে আনেননি। রাতের বেলা নিজেদের প্রোফাইল থেকেই বিয়ের ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বলিপাড়ার সদ্য বিবাহিত দম্পতি মঙ্গলবার রাতে বিয়ে করেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে লেখা-আব হামারি পার্মানেন্ট বুকিং হো গয়ি হ্যায়। আদুরে ছবি পোস্ট করা মাত্রই নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

312

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাজা ও রানির অদেখা ছবি ভাইরাল হয়েছে। বিয়ের পর সূর্যগড় প্রাসাদে একের পর এক আদুরে ছবিতে পোজ দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। গোলাপি রঙের লেহেঙ্গায় দ্য়ুতি যেন ঠিকরে বেরোচ্ছে। তারপরেই নাচতে নাচতে রাজপুত্রকে নিজের কাছে টানার চেষ্টা করছেন কিয়ারা।  নবদম্পতির ছবি নেটদুনিয়ায় ভাইরাল।

412

সূর্যগড় প্রাসাদে মিলন হল রাজা ও রানির। ছবি দেখে এমনটাই মনে হচ্ছে। বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের প্রতিটা মুহূর্তের ঝলক এখন সোশ্যাল মিডিয়ার হটকেক।  সূর্যগড় প্রাসাদে পরিবার এবং খুব কাছের বন্ধু বান্ধবদের নিয়েই বিয়ে সারলেন তারকা জুটি।  আমন্ত্রিতদের তালিকাতে ছিল মাত্র ১০০ জন।  বিয়েতে নিমন্ত্রিতদের জন্য বিলাসবহুল বন্দোবস্ত করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। 
 

512

একে অপরকে মালাবদল করার সময় রাজপুত্র একটু পিছনে সরলেও তার গলায় মালা দিতে একেবারে আর তর সইছিল না কিয়ারার। রাজপুত্র-রাজকন্যার মালাবদলের পর দুজন দুজনকে গাঢ় চুম্বনে ভরিয়ে দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা, তখনই শুরু হয়েছে পুষ্পবৃষ্টি। মুহূর্তের মধ্যে এর অদ্ভুত মুহূর্তের সাক্ষী থেকেছে সকলেই। নিজেদের জীবনের এই বিশেষ মুহূর্তে শেয়ার করেছেন কিয়ারা। 

612


বিয়েতে হালকা গোলাপি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন কিয়ারা আদবানি এবং  মেটালিক গোল্ড শেরওয়ানিতে  সেজেছিলেন সিদ্ধার্থ মলহোত্রা। বর এবং কনের বিয়ের পোশাক থেকে গয়না সবটাই ডিজাইন করেছিলেন মণীশ মলহোত্রা। যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ভক্তদের।

712

অন্যান্য বলি তারকাদের মতোই গোপনীয়তা বজায় রেখে বিয়ে সেরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। সূর্যাস্তের আগে বিয়ে সারলেও কোনও ছবি প্রকাশ্যে আনেননি। রাতের বেলা নিজেদের প্রোফাইল থেকেই বিয়ের ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা।
 

812

বিয়ের মন্ডপ থেকেই একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় প্রথম শেয়ার করেন কিয়ারা আদবানি। ইতিমধ্যেই বিয়ের ছবি নেটদুনিয়ায় ভাইরাল। নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা ।

912


বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় যাবেন সিদ্ধার্থ ও কিয়ারা। ইতিমধ্যেই তা নিয়ে নানা জলঘোলা শুরু হয়েছে। তবে সূত্রের খবর,এই মুহূর্তে হাতে দুজনেরেই অনেক কাজ রয়েছে। আপাতত নিজেদের ছবির কাজ শেষ করবেন, তারপর কাজ শেষ হলেই মধুচন্দ্রিমায় যাবেন সিড ও কিয়ারা।
 

1012

রাজকীয় বিয়ের পর মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশন। আগেই শোনা গিয়েছিল ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সেন্ট রেগিস পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশন বসতে চলেছে সিদ্ধার্থ ও কিয়ারার। সেইমতো গোটা বলিউডকে নিয়েই গ্র্যান্ড রিসেপশন  পার্টি দিলেন  সিদ্ধার্থ ও কিয়ারা।  জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে  সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের দিন  হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন, সেই কারণে রিসেপশনে গোটা বলিউডকেই ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। 

1112

বিয়ের দিন সাবেকি সাজে নজর কেড়েছিলেন নববধূ কিয়ারা। গোলাপি রঙের লেহেঙ্গায় তার থেকে চোখ ফেরানো দায় ছিল। তবে রিসেপশনের দিনও পুরোপুরি পশ্চিমী লুকে ধরা দিলেন নবদম্পতি  সিদ্ধার্থ ও কিয়ারা।  সাদা-কালো পশ্চিমী পোশাকে রাজকীয় লুকে ধরা দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এদিন কালো রঙের গর্জিয়াস স্যুট পরেছিলেন সিদ্ধার্থ এবং সাদা-কালো লো নেক গাউনে সেজেছিলেন পাঞ্জাবি পরিবারের পুত্রবধূ কিয়ারা আদবানি। 

1212

মুম্বই রিসেপশনে সিদ্ধার্থ ও কিয়ারার আয়োজন দেখে নেটিজেনরা বলতে শুরু করেছেন, যাক বলিউডে এমন তো কোনও জুটি পাওয়া গেল, যারা কিপটে নন, তার অন্তত রিসেপশনের দারুণ আয়োজন করেছেন। কেউ বলেছেন, কত যুগ পরে বলিউডে সেলিব্রেশন হল। সকলেই সিদ্ধার্থ ও কিয়ারার প্রশংসায় পঞ্চমুখ। 
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos