Lucky Ali: সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে, অবশেষে ক্ষমা চাইলেন লাকি আলি

Published : Apr 12, 2023, 12:18 PM IST
lucky ali

সংক্ষিপ্ত

তিনি দাবি করেন ব্রাক্ষণরা আসলে ইব্রাবিম আলাইবিসলামের বংশধর। সব রাষ্ট্রের পিতা। তাই কার্যকারণ বিবেচনা না করে এ নিয়ে এত তর্ক বিতর্ক এবং লড়াই কেন?’

কদিন আগে ফেসবুকে একটি পোস্ট করেন লাকি আলি। সেখানে তিনি দাবি করেন ‘ব্রাক্ষণ’ নামটির উৎপত্তি ব্রক্ষ্ম থেকে। যা আসলে এসেছে ‘অ্যাব্রাম থেকে। অ্যাব্রাহাম বা ইব্রাহিম থেকে নেওয়া হয়েছে সেটি। ব্রাক্ষণরা আসলে ইব্রাবিম আলাইবিসলামের বংশধর। সব রাষ্ট্রের পিতা। তাই কার্যকারণ বিবেচনা না করে এ নিয়ে এত তর্ক বিতর্ক এবং লড়াই কেন?’

এই নিয়ে মন্তব্য করার পর তৈরি হয় বিতর্ক। অবশেষ ক্ষমা চাইলেন লাকি আলি। ক্ষমা চেয়ে তিনি লিখলেন, ‘আমার পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে বলে দেখলাম। সকলকে একসুতোয় বাঁধতে চেয়েছিলাম। কিন্তু, বুঝতে পারছি, আমি যা চেয়েছিলাম, যে ভাবে চেয়েছিলাম, তা হয়নি। কী লিখব, কীভাবে লিখব, এ বার থেকে আরও সতর্ক থাকব। কারণ আমার হিন্দু ভাইবোনের আহত হয়েছেন দেখছি। তার জন্য অত্যন্ত দুঃখিত। আপনাদের সকলকে ভালোবাসি আমি...।’

১৯৯৬ সালে সুনোহ দিয়ে সঙ্গীতের জগতে পা রাখেন লাকি আলি। তিনি প্রয়াত অভিনেতা মেহমুদের ছেলে। তিনি কাঁটে, ইয়ে হ্যায় জিন্দেগি, হামারে তুমহারে, ত্রিকাল, কসাক – র মতো সিনেমাতে অভিনয় করেন। এরপর থেকে দীর্ঘদিন তাঁকে সিনেমায় দেখা যায়নি। তিনি দেশ ও বিদেশে একাধিক লাইভ শো করেন। সংগীতপ্রেমীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে। এবার তাঁর মুখে এমন কথা শুনে তৈরি হয়েছে বিতর্ক।

গায়ক-অভিনেতা লাকি আলি ফেসবুকে ক্ষমা চাইলেন। তবে, কেন তিনি এমন মন্তব্য করলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। এমন মন্তব্য করার পিছনে তার কোনও বিশেষ উদ্দেশ্য ছিল কি না তা জানতে চান সকলে। এদিকে এই মন্তব্য করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ব্রাক্ষ্মণ সমাজকে আঘাত করে এমন মন্তব্য। এর পরই তৈরি হয় বিতর্ক। নানান কুকথা বলেন নানান ব্যক্তি। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় তাকে। তবে, বিতর্কীত টুইট করার কয়েক মিনিটের মধ্যে তিনি তা মুছে ফেলেন।

সে যাই হোক, ক্ষমা চাওয়ার পর এই বিতর্কের অবসান হয় কিনা তাই দেখার। সে যাই হোক, প্রায়শই এমন নানান বিতর্কীত মন্তব্য করে সমস্যায় পড়েন স্টারেকা। এর আগেও হয়েছে এমন একাধিক কান্ড। কোনও বিষয় ভুল মন্তব্য করে অনেক স্টারেরাই জড়িয়েছেন বিতর্কে। পরে আবার সেই সকল টুইট ডিলিট করে দিয়েছেন। জনসমক্ষে চেয়েছেন ক্ষমা। এবার দেখার লাকি আলি এই সমস্যা থেকে মুক্তি পান কিনা।

 

আরও পড়ুন

‘ওয়ার ২’ নিয়ে জল্পনা তুঙ্গে, দক্ষিণী সুপার স্টারকে দেখা যাবে ছবিতে, থাকতে পারেন আলিয়া

রিয়া চক্রবর্তীকে যৌনকর্মী বললেন সুশান্তের দিদি, জেনে নিন কেন করলেন এমন মন্তব্য

স্বামী ও ছেলের সঙ্গে জন্মদিন উদযাপন রূপালী গঙ্গোপাধ্যায়ের, পার্টিতে অংশ নিয়েছিলেন অনুপমার সহ-অভিনেতা অভিনেত্রীরা

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?