বক্ষ-বিভাজিকার খাঁজে চুঁইয়ে পড়ছে যৌবন, মৌনির নীল অন্তর্বাসে চোখ আটকে ভক্তদের

মারকাটারি চাবুক ফিগার, বোল্ড অবতারে আগুন জ্বালিয়েছেন বলি অভিনেত্রী মৌনি রায়। তাপমাত্রার পারদ কমতেই যেন চড়চড়িয়ে বেড়েছে উষ্ণতার পারদ।

Web Desk - ANB | Published : Nov 5, 2022 7:33 AM IST
110

 কখনও বিকিনি তো কখনও ওয়েস্টার্ন মৌনি রায় মানেই শরীরী উষ্ণতা। বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকিয়ে নিয়েছেন বঙ্গতনয়া মৌনি। যার হট মুভসের আদায় মুগ্ধ সাইবারবাসী।

210

 এককথায় বলিউড মাতিয়ে রেখেছেন বাঙালি কন্যা। এবার অন্তর্বাস ছাড়াই অন ক্যামেরায় আগুন জ্বালালেন মৌনি। উন্মুক্ত নাভী, ক্রপ টপের ফাঁক গিয়ে উঁকি মারছে বক্ষযুগল। ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ঝড় উঠেছে।

310

বাঙালি কন্যার শরীরী নেশা ঘুম কেড়েছে বলিউডের। গর্জিয়াস লুক, মারকাটারি চাবুক ফিগার, বোল্ড অবতারে আগুন জ্বালিয়েছেন বলি অভিনেত্রী মৌনি রায়। তাপমাত্রার পারদ কমতেই যেন চড়চড়িয়ে বেড়েছে উষ্ণতার পারদ। শীতের শুরুতেই মৌনির হট মুভসে কাঁপছে সাইবারবাসী।

410

 সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে হট ছবি শেয়ার করে  ঝড় তুলেছেন অভিনেত্রী। উষ্ণ ছবিগুলি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। মৌনির এই ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।  লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া।
 

510


বিয়ের পর থেকে মৌনি রায়কে নিয়ে মাতোয়ারা বি-টাউন তথা অনুরাগীরা। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনি রায়ের বিয়ের পর থেকেই তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  বলিপাড়ার হট হ্যাপেনিং কাপল সর্বদাই শিরোনামে থাকেন। 

610

 সময় পেলেই স্বামী সূরজের সঙ্গে সময় কাটাতে দুবাইতে চলে যান মৌনি রায়। নিজের অবসর যাপনের ছবি ভক্তদের সঙ্গেও শেয়ার করেন মৌনি রায়। ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার মৌনির।  সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে ফের লাইমলাইটে চলে এসেছেন মৌনি রায়। 
 

710

মৌনি রায় মানেই উষ্ণতার হাতছানি।  যার হট মুভসের আদায় মুগ্ধ সাইবারবাসী। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মৌনি ভক্তদের ধরে রাখতে সর্বদাই সিদ্ধহস্ত।  ফ্যানবেস কীভাবে ধরে রাখতে হয় তাতেও বেশ পটু মৌনি  । কিছু না কিছু করে দর্শকদের নজরে রয়েছেন মৌনি রায়।
 

810

সুপারহট অবতারে মৌনিকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। বিকিনি লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নাগিন অভিনেত্রী মৌনি রায়। সেক্সি চাবুক ফিগারে গা গরম করা ফটোশ্যুটে রীতিমতো আগুন জ্বালিয়েছেন মৌনি রায় । প্রায়শই নিত্যনতুন ফোটোশ্যুটে ঝড় তোলেন মৌনি, এবারও তার কোনও অন্যথা হল না।
 

910

টেলি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন বলি অভিনেত্রী মৌনি রায়। একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা 'নাগিন'-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী।  তার ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন ভক্তেরা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে উষ্ণ ছবি শেয়ার করে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত অভিনেত্রী।
 

1010

 ২০১৯ সাল থেকেই সম্পর্কে ছিলেন মৌনি ও সূরজ । দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে চলতি বছরের জানুয়ারি মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌনি রায়। দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার সূরজ নাম্বিয়ারের  রিয়েল এস্টেটের  ব্যবসা রয়েছে। মৌনির আদি শ্বশুরবাড়ি বেঙ্গালুরুতে তবে কাজের সূত্রে দুবাইতে থাকেন সূরজ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos