খাবার না দিয়ে সাতদিন বন্দি করে রেখেছিল, যেতে দিত না শৌচাগারে, নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক আলিয়া

স্ত্রী আলিয়ার আইনজীবী বিস্ফোরক অভিযোগ আনলেন নওয়াজের বিরুদ্ধে। আইনজীবী জানালেন, এক সপ্তাহ ধরে স্ত্রী আলিয়ার উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন নওয়াজউদ্দিন। তাকে যেমন খেতে দেননি, বিছানাতেও শুতে দেননি। এমনকী স্নান করার জন্য বাথরুমে পর্যন্ত যেতে দেওয়া হতো না।

একের পর এক অভিযোগে বিদ্ধ বলিউডের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনে দাড়ি টানতে চলেছেন নওয়াজ ও আলিয়া। পরকীয়া,যৌন হেনস্তা,নারীসঙ্গে জর্জরিত নওয়াজের ব্যক্তিগত জীবন। নওয়াজের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনেছিলেন স্ত্রী আলিয়া। এবারও স্ত্রী আলিয়ার আইনজীবী বিস্ফোরক অভিযোগ আনলেন নওয়াজের বিরুদ্ধে। আইনজীবী জানালেন, এক সপ্তাহ ধরে স্ত্রী আলিয়ার উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাকে যেমন খেতে দেননি, তেমনই বিছানাতেও শুতে দেওয়া হত না। এমনকী স্নান করার জন্য বাথরুমে পর্যন্ত যেতে দেওয়া হতো না।

রিজওয়ান সিদ্দিকি বলেন, আমার ক্লায়েন্ট আলিয়া সিদ্দিকিকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন নওয়াজউদ্দিন সবটাই করেছে এমনকী তার পরিবারের লোকজনও তাতে সামিল। পুলিশকে দিয়ে ভয় দেখানো থেকে হুমকি কী না করা হয়েছে। কোনও পুলিশকর্মী এগিয়ে আসেনি আলিয়াকে সাহায্যের জন্য। তার অধিকার রক্ষার জন্য কেউ পাশে ছিল না। আইনজীবী আরও বলেন,পুলিশ অফিসারদের সামনে যখন অসভ্যতা করা হয়, তখন কেউ তার পাশে ছিল না, কেউ বিরোধিতা পর্যন্ত করেনি। আলিয়া শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৫০৯ ধারায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।

Latest Videos

 

 

আলিয়া ও নওয়াজের সম্পর্ক নিয়ে ক্রমশ জলঘোলা হচ্ছে। কোনওরকম ভাবেই আলিয় আর এই সম্পর্ক টিকিয়ে রাখতে চান না। দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনে দাড়ি টানতে চলেছেন নওয়াজ ও আলিয়া। একাধিক নারীসঙ্গ নওয়াজের নতুন নয়। আলিয়া জানিয়েছেন,যখন নওয়াজ অন্য মহিলাদের সঙ্গে ডেট করতেন তখনই তিনি এরকম সমস্যার মধ্যে পড়েছেন। বিয়ের পরে নয়,বরং বিয়ের আগে থেকে একাধিক নারীসঙ্গে মত্ত থাকতেন নওয়াজ। আলিয়া ভেবেছিলেন বিয়ের পর ঠিক হয়ে যাবে কিন্তু তা তো হয়নি উল্টে আরও বেড়ে গিয়েছিল। আলিয়ার আইনজীবী জানিয়েছেন, নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং সহবাসের অভিযোগ আনা হয়েছে। ভারসোভা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দন্ডবিধির ৩৭৫, ৩৭৬ (কে), ৩৭৬ (এন), ৪২০ এবং ৪৯৩ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্ত্রী আলিয়া করা এই লিখিত অভিযোগ নিয়ে কোনওরকম ভাবেই মুখ খোলেননি নওয়াজ। উল্লেখ্য, ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নওয়াজউদ্দিন ও আলিয়া। বর্তমানে তাদের দুই সন্তানও রয়েছে। নওয়াজের সংসার ছাড়লেও দুই সন্তানের পুরো দায়িত্বই নিজের কাধে নিয়েছেন আলিয়া।

 

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র