কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ নওয়াজ, দেখে নিন নায়িকার কোন গুণের কদর করলেন তিনি

নওয়াজ অভিনীত টিকু ওয়েডস শরু প্রযোজনা করেছেন কঙ্গনা। এই ছবিতেই কঙ্গনার সঙ্গে কাজ করেছেন নওয়াজ। আজ কাজ করতে গিয়েই এমন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন নওয়াজ।

বললেন, কঙ্গনার থেকে ভালো প্রযোজক আমি দেখিনি। ওর ভালো ভাবনা চিন্তা দিয়ে সেটে ও সব সময় ভালো পরিবেশ বজায় রাখত। কোনও সন্দেহই নেই যে ও আমাদের দেশের একজন ভালো অভিনেত্রী। একই সঙ্গে ও খুব ভালো প্রযোজকও বটে।

হঠাৎ-ই কঙ্গনা রানাওয়াত প্রসঙ্গে এমন কথা জানালেন নওয়াজ। টিকু ওয়েডস শেরু ছবিতে কঙ্গনার সঙ্গে কাজ করেছেন নওয়াজ। ছবিটি প্রযোজনা করেছে মণিকর্নিকা ফিল্ম ব্যানার। নওয়াজ অভিনীত টিকু ওয়েডস শরু প্রযোজনা করেছেন কঙ্গনা। এই ছবিতেই কঙ্গনার সঙ্গে কাজ করেছেন নওয়াজ। আজ কাজ করতে গিয়েই এমন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন নওয়াজ।

Latest Videos

টিকু ওয়েডস শেরু ছবিটি কমেডি ছবি। যে ছবিতে নওয়াজের বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভনীত কৌরক। এদিকে নওয়াজের হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট। ৫ মে মুক্তি পাবে আফওয়া। তারপর মুক্তি পাবে যোগিরা সারা রা রা। এরপর হাড্ডি, অদ্ভুত, নূরানি চেহরা ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

এদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে বারে বারে খবরে আসেন নওয়াজ। বহুদিন ধরে চলছে বিচ্ছেদের মামলা। এই নিয়ে নানান জলঘোলা হয়েছে। এরই মাঝে কদিন আগে ফের একবার বিবাদে জড়ান নওয়াজ। সম্প্রতি, মামলা দায়ের হল নওয়াজউদ্দিন। নওয়াজ অভিনীত একটি পানীয়র বিজ্ঞাপনের জন্য আইনী মামলায় জড়িয়েছেন তিনি। একটি পানীয়র বিজ্ঞাপন করছেন নওয়াজ। হিন্দি এই বিজ্ঞাপনের বাংলা ডাবিং হয়েছে। যা বিভিন্ন চ্যানেলে সম্প্রচার হচ্ছে। সেখানে নওয়াজ বলেছেন, ‘সোজা আঙুলে ঘি না উঠলে, বাঙালি খাটি পেটে ঘুমিয়ে পড়ে।’ বিবাদ এই বিষয়। এই কারণে মামলা গায়ের করেছেন আইনজীবী দিব্যায়ান বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের আইনজীবী তিনি। তিনি জানিয়েছিলেন, বিজ্ঞাপনে বাঙালি জাতির পক্ষে অপমানজনক কথা বলা হয়েছে। ভারতীয় দন্ডবিধির ১৫৩ -র ধারা এবং আইটি অ্যাক্টের ৬৬-এ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এরই সঙ্গে সেই নরম পানীয়ের সিইও-র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এদিকে আবার সম্প্রতি পাপারৎজি-দের সঙ্গে বিতর্কে জড়ালেন কঙ্গনা। সম্প্রতি, মুম্বই এয়ারপোর্টে দেখা গিয়েছিল কঙ্গনাকে। সাদা শাড়িতে দেখা যায় নায়িকাকে। এমন সময় এক ক্যামেরা ম্যান তাঁকে বলেন, কারা সকলে তাঁকে ভয় পান। এই শুনে অদ্ভুত প্রতিক্রিয়া দিয়ে থাকেন। একজন ফটোগ্রাফার বলেন, আমরা আপনার সঙ্গে কথা বলতে ভয় পাই। কঙ্গনা শুনে বলেন, বুদ্ধিমান হলে ভয় পাওয়াটাও দরকার।

 

আরও পড়ুন

কীভাবে আন্ডারগ্রাউন্ড-এর হিপ হপ হুল্লোড়ে মুক্তি পেল আবার বিবাহ অভিযানের গান 'সবই মায়া' দেখুন ভিডিও

স্বাস্থ্য সচেতন জাহ্নবী-শ্রদ্ধা, কোথায় গিয়েছিলেন সানি-কিয়ারা, বলিউডের টাটকা ভিডিও দেখুন

Sudipta- Soumya: সাতপাকে বাঁধা পড়লেন সুদীপ্তা-সৌম্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিয়ের ছবি

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল