- Home
- Entertainment
- Bollywood
- সন্তানের দায়িত্ব চেয়ে আদালতের দারস্থ নওয়াজ, ফের বিতর্কীত মন্তব্য স্ত্রী আলিয়ার
সন্তানের দায়িত্ব চেয়ে আদালতের দারস্থ নওয়াজ, ফের বিতর্কীত মন্তব্য স্ত্রী আলিয়ার
বেশ কিছুদিন ধরে খবরে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে, কোনও ভালো ছবি নয়। বরং, পারিবারিক গণ্ডগোলের জেরে বারে বারে খবরে আসছেন নওয়াজ। এবারও হল না তার অন্যথা।
- FB
- TW
- Linkdin
ফের এক বিতর্কীত মন্তব্য করবেন নওয়াজের স্ত্রী। যা নিয়ে শুরু হল শোলগোল। জানা গিয়েছে, পারস্পরিক আলোচনার মাধ্যমে আলিয়াকে ডিভোর্স দিতে যে শর্ত রেখেছেন নওয়াজ তাতে রাজি নন আলিয়া। নওয়াজ তাঁর দই সন্তান শোরা ও ইয়ানি-র অভিভাবকত্ব দাবি করেছেন।
তবে, আলিয়া এই দাবি মেনে নিতে পারছেন না। তিনি বলেছেন, ‘যে বাবা হওয়ার কোনও দায়িত্বই পালন করেনি, সে কীভাবে তাঁদের কাস্টাডি দাবি করে?’
আলিয়া জানিয়েছেন, ‘নওয়াজের আইনজীবী আমাকে মীমাংসাপত্র পাঠিয়েছে, আমি তা খতিয়ে দেখছি। ওর প্রধান দাবিই হল ছেলে মেয়ের অভিভাবকত্ব পাওয়া। নওয়াজ চায় ছেলে মেয়েরা ওর সঙ্গে থাকুক। যেটা কোনওভাবেই সম্ভব নয়। জন্মের পর থেকে ওরা আমার কাছে বড় হয়েছে। ওরা নিজেরাই ওদের বাবার কাছে যেতে চায় না।’
আলিয়া আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে নওয়ার শুধু মাঝেমধ্যে এসে ওদের সঙ্গে দেখা করত। ছেলে মেয়েকে কোনওদিনই সময় দেয়নি। বাবার সঙ্গে সন্তানদের সম্পর্ক কেমন হয়, সেটাই আমার ছেলে মেয়ে জানে না। ’
তিনি আরও বলেন, ‘আমার ১৩ বছরের মেয়ে সবটা দেখেছে কী পরিস্থিতি মধ্যে রয়েছি আমরা। আমি ওকে অনেকবার প্রশ্ন করেছি ও বাবার কাছে যেতে চায় কি না। শোরা নিজেই বলেছেন, ও চায় না যেতে।’
তেমনই ছেলের কথা বলেন আলিয়া। তাঁর ছেলে ইয়ানি-র বয়স মাত্র সাত। নওয়াজ পত্নী আলিয়া বলেছেন, ‘আর ছেলে তো খুব ছোট। বাবা শব্দ উচ্চারণ করতে শিখেছে। বাবার ভালোবাসা, উপস্থিতির কথা ও জানেই না।’
আলিয়া বলেছেন, ‘নওয়ার বদলে গিয়েছে। নাম, যশ, খ্যাতি ওকে বদলে দিয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে নওয়াজ তা ওকে প্রমাণ করতে হবে। সত্যি বলতে আমি এবার এই পদবি থেকে মুক্তি চাই।’
দায়িত্বহীন বাবা বলে নওয়াজকে আখ্যা দিয়েছেন তাঁর স্ত্রী আলিয়া। বহুদিন ধরে নওয়াজ ও আলিকায় পারিবারিক অশান্তি জনগণের আলোচনার বিষয় হয়ে উঠেছে। বর্তমানে বিচ্ছেদ করতে চান আলিয়া। যা নিয়ে চলছে আইনি লড়াই।
আলিয়ার মতে, যেমন ছেলে মেয়েকে সময় দেন না নওয়াজ। তেমনই প্রয়োজনীয় খরচও নাকি দেন না তিনি। গত ২ বছর ধরে প্রতি মাসে ১০ লক্ষ টাকা করে দিয়ে থাকেন পরিবারকে। কিন্তু আলিয়ার মতে, ছেলে মেয়ের স্কুলের বেতন, চিকিৎসা ও বাকি নিয়ে এর বেশি খরচ হয় যা তাঁকে বহন করতে হয়।
এদিকে আবার আলিয়ার নামে মানহানির মামলা করেছেন নওয়াজ। নওয়াজের দাবি, তাঁর নামে কুকথা রটিয়েছে স্ত্রী। সব মিলিয়ে বেশ অশান্তিতে কাটছে নওয়াজের ব্যক্তিগত জীবন।