Vidya Balan: বড় পর্দায় কামব্যাক করছেন বিদ্যা বালন, প্রকাশ্যে ‘নিয়ত’ ছবির ট্রেলার মুক্তি দিন

বড় পর্দায় কামব্যাক করছেন বিদ্যা বালন। নিয়ত ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। ২২ জুন মুক্তি পাবে ট্রেলার।

বিদ্যার ঝুলিতে হয়েছে একের পর এক হিট ছবি। বারে বারে দর্শকদের হিট ছবি উপহার দিয়ে মন কেড়েছে। বরাবর নিজের অভিনীত চরিত্র নিয়ে এক্সপেরিমেন্টও করেছেন বিদ্যা। এমন চরিত্রে অভিনয় করতে চান যা সব সময় আলাদা ছাপ রাখে। এবার দীর্ঘদিন পর ফের ফিরছেন বিদ্যা। আসছে নিয়ত। এই ছবি দিয়ে কামব্যাক করছেন বিদ্যা বালন। নিয়ত ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। ২২ জুন মুক্তি পাবে ট্রেলার।

ফার্স্ট লুকে দেখা যাচ্ছে সবুজ রঙের শার্ট আর কমলা সোয়েটার পরে রয়েছেন বিদ্যা। এরওপর পরেছিলেন কোর্ট। মুখে কোনও মেকআপ নেই। চুল বাঁধা। সামনে চুল ছোট করে ছাঁটা। একেবারে ছাপোষা লুকে দেখা গিয়েছে বিদ্যাকে। দরজার পাশে দাঁড়িয়ে বিদ্যা। দরজার দিয়ে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। সেখানে চারজনকে দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে পরিবারের সদস্য তাঁর। বিদ্যার পিছনে থরে থরে সাজানো বই।

Latest Videos

২২ জুন মুক্তি প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। ৭ জুলাই মুক্তি পাবে নিয়ত। বিদ্যা বালনের পাশাপাশি রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, দানেশ রাজভির মতো তারকারা।

 

 

 

 

শেষ তাঁর অভিনীত ছবি মিশন মঙ্গল। বড় পর্দায় শেষ বার এই ছবিতে দেখা গিয়েছিল বিদ্যা বালনকে। ছবিতে বিদ্যা ছাড়াও ছিলেন অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহার মতো তারকারা। এই ছবিতে বিদ্যার অভিনয় প্রশংসিত হলেও সেভাবে ব্যবসা করতে পারেনি মিশন মঙ্গল। তাঁর শেষ সোলো ছবি তুমারি সল্লু। ২০১৭ সালে মুক্তি পেয়েচিল ছবিটি। তারপর থেকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত একাধিক ছবি। তালিকায় আছে শকুন্তলা দেবী, জলসা, শেরনি-র মতো ছবি। এই সকল ছবিই কম-বেশি হিট করেছিল। এবার সেই সকল ছবির সাফল্যের পর ফের বড় পর্দায় দেখা যাবে বিদ্যাকে। আগামী মাসে মুক্তি পাবে ‘নিয়ত’।

‘নিয়ত’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। ২১ জুন প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। ২২ জুন অর্থাৎ বৃহস্পতিবার মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার। এই নিয়ে দর্শকদের উন্মাদনা আছে তুঙ্গে। ফের বিদ্যাকে বড় পর্দায় দেখতে আগ্রহী তাঁর সকল ভক্তরা। এবার গোয়েন্দা চরিত্রে দেখা দিতে চলেছেন নায়িকা। ছবি পরিচালনা করছেন অনু মেনন। পরিচালক হিসেবে এটি তাঁর প্রথম কাজ।

 

আরও পড়ুন

রইল সাতটি ক্রাইম থ্রিলার ছবির হদিশ, OTT-তে দেখা যাবে ছবিগুলো

Adipurush: ‘টপোরি’ সংলাপের পর দৃশ্য টোকার অভিযোগ, ফের নয়া বিতর্কে জড়াল ‘আদিপুরুষ’

Honey Singh: খুনের হুমকি পেলেন হানি সিং, গোল্ডি ব্রারের নিশানায় ‘লুঙ্গি ডান্স’ খ্যাত গায়ক

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News