নাচতে নাচতে বিয়ের মন্ডপে ঢুকছেন কিয়ারা, সিদ্ধার্থকে বরমালা পরিয়েই ঠোঁটঠাসা চুম্বন নববধূর, ভিডিও ভাইরাল

Published : Feb 10, 2023, 01:08 PM ISTUpdated : Feb 10, 2023, 01:13 PM IST
kiara advani and her family crying during bidaai ceremony

সংক্ষিপ্ত

রাজকীয় বিয়ের প্রথম ভিডিও প্রকাশ্যে এনে এমনই রূপকথার বিয়ের সাক্ষী করলেন কিয়ারা আদবানি।রাজপুত্র-রাজকন্যার মালাবদলের পর দুজন দুজনকে গাঢ় চুম্বনে ভরিয়ে দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। সিদ্ধার্থ ও কিয়ারার মাল্যদানের ভিডিও এখন নেটদুনিয়ায় হটকেক।

এ যেন রূপকথাকর বিয়ে। রাজকন্যার জন্য অপেক্ষা করে রয়েছে রাজপুত্র। তবে দেখা নেই রাজকন্যার। তারপর দরজা খুলে হেঁটে আসছেন রাজকন্যা। বিবাহের রীতি অনুযায়ী মেয়েকে মন্ডপ পর্যন্ত তার ভাইয়েরা পৌঁছে দেয়। মাথায় ফুলের চাঁদোয়া দিয়ে বিয়ের মন্ডপে পৌঁছলেন কনে কিয়ারা। গোলাপি রঙের লেহেঙ্গায় দ্য়ুতি যেন ঠিকরে বেরোচ্ছে। তারপরেই নাচতে নাচতে রাজপুত্রকে নিজের কাছে টানার চেষ্টা করছেন কিয়ারা, তবে ঘড়ির কাটা দেখে ঠিক কতটা দেরি করে এসেছেন তার জানানও দিয়ে দিলেন রাজপুত্র সিদ্ধার্থ। রাজপুত্রকে দেখে চোখ ফেরাতে না পরে তার সৌন্দর্যেরও প্রশংসা করলেন রাজকন্যা। তারপরই একে অপরের জড়িয়ে ধরলেন সিদ্ধার্থ ও কিয়ারা।

রাজকীয় বিয়ের প্রথম ভিডিও প্রকাশ্যে এনে এমনই রূপকথার বিয়ের সাক্ষী করলেন কিয়ারা আদবানি। তারপরেই এল এই বিশেষ মুহূর্ত। একে অপরকে মালাবদল করার সময় রাজপুত্র একটু পিছনে সরলেও তার গলায় মালা দিতে একেবারে আর তর সইছিল না কিয়ারার। রাজপুত্র-রাজকন্যার মালাবদলের পর দুজন দুজনকে গাঢ় চুম্বনে ভরিয়ে দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা, তখনই শুরু হল পুষ্পবৃষ্টি। মুহূর্তের মধ্যে এর অদ্ভুত মুহূর্তের সাক্ষী থেকেছে সকলেই। নিজেদের জীবনের এই বিশেষ মুহূর্তে শেয়ার করেছেন কিয়ারা। বলিউডের নয়াদম্পতি সিদ্ধার্থ ও কিয়ারার মাল্যদানের ভিডিও এখন নেটদুনিয়ায় হটকেক।

 

 

বিয়েতে হালকা গোলাপি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন কিয়ারা আদবানি এবং মেটালিক গোল্ড শেরওয়ানিতে সেজেছিলেন সিদ্ধার্থ মলহোত্রা। বর এবং কনের বিয়ের পোশাক থেকে গয়না সবটাই ডিজাইন করেছিলেন মণীশ মলহোত্রা। যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ভক্তদের। কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সিড-কিয়ারা। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ ও কিয়ারা। মিস থেকে মিসেস হলেন বলি অভিনেত্রী কিয়ারা আদবানি। সারা জীবনের মতো পারমানেন্ট বুকিং সেরে ফেলেছেন সিদ্ধার্থ মলহোত্রা।সূর্যাস্তের আগে বিয়ে সারলেও কোনও ছবি প্রকাশ্যে আনেননি। রাতের বেলা নিজেদের প্রোফাইল থেকেই বিয়ের ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বলিপাড়ার সদ্য বিবাহিত দম্পতি মঙ্গলবার রাতে বিয়ে করেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে লেখা-'আব হামারি পার্মানেন্ট বুকিং হো গয়ি হ্যায়'। আদুরে ছবি পোস্ট করা মাত্রই নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের প্রতিটা মুহূর্তের ঝলক এখন সোশ্যাল মিডিয়ার হটকেক। সূর্যগড় প্রাসাদে পরিবার এবং খুব কাছের বন্ধু বান্ধবদের নিয়েই বিয়ে সারলেন তারকা জুটি। আমন্ত্রিতদের তালিকাতে ছিল মাত্র ১০০ জন। বিয়েতে নিমন্ত্রিতদের জন্য বিলাসবহুল বন্দোবস্ত করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। জানা যাচ্ছে মুম্বইতেও রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ধামাকাদার আয়োজন করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সেন্ট রেগিস পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশন বসতে চলেছে সিদ্ধার্থ ও কিয়ারার। বলিউডের একাধিক তারকার পছন্দের তালিকায় রয়েছে এই পাঁচতারা হোটেল।

আরও পড়ুন-

ঘনিষ্ঠ চুম্বনে মত্ত সিদ্ধার্থ-কিয়ারা, বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় উড়ে যাচ্ছেন নবদম্পতি

কেমন ছিল অনুষ্ঠান- কেমন ছিল পরিবেশ, কিয়ারা-সিডের বিয়ে নিয়ে কী বলছেন অনুষ্ঠানের পুরোহিত

সিঁথি ভর্তি সিঁদুর, লাল টুইনিং পোশাকে কাপল গোল সিদ্ধার্থ-কিয়ারার, করলেন মিষ্টি বিতরণ

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?