সহবাসের সময় এটা চাই-ই চাই, নিক-প্রিয়ঙ্কার বেডরুম কেচ্ছা জানলে শিউরে উঠবেন

চোখের নিমেষে কেটে গেল চার চারটে বছর। ১০ বছরের ছোট নিকের সঙ্গে চুটিয়ে সংসার করছেন দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া। সদ্যই আবার মা হয়েছেন। তবে বিয়ের পর আজও অটুট তাদের ভালবাসা। নিক-প্রিয়ঙ্কার খুল্লামখুল্লা রোম্যান্স নিয়ে সর্বদাই সরগরম পেজ থ্রি-র পাতা।

Web Desk - ANB | Published : Dec 2, 2022 10:17 AM
110


বি-টাউনের পাশাপাশি হলিউডেও বেশ পরিচিতি রয়েছে এই কাপলের। বর্তমানে নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা।

210

চোখের নিমেষে কেটে গেল চার চারটে বছর। ১০ বছরের ছোট নিকের সঙ্গে চুটিয়ে সংসার করছেন দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া।  সদ্যই আবার মা হয়েছেন। তবে বিয়ের পর আজও অটুট তাদের ভালবাসা। নিক-প্রিয়ঙ্কার  খুল্লামখুল্লা রোম্যান্স নিয়ে সর্বদাই সরগরম পেজ থ্রি-র পাতা।

310

বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়াকে বিয়ে করার পর থেকেই তার একটি অন্য পরিচয়ও রয়েছে। তিনি হলেন 'ন্যাশনাল জিজু'। বি-টাউনই শুধু নয়, হলিউডেও বেশ পরিচিতি এই কাপল।  সম্প্রতি  প্রিয়ঙ্কা চোপড়া স্বামী নিক জোনাসের বেডরুম  সিক্রেট ফাঁস করেছেন। শুধু তাই নয়, ১০ বছরের ছোট স্বামীর যৌনতৃপ্তি মেটাতে আর কী কী করতে হয় প্রিয়ঙ্কাকে, জানলে চমকে যাবেন।

410

খুব অল্প সময়ের মধ্যেই নিজের নাম,খ্যাতি অর্জন করে নিয়েছেন প্রিয়ঙ্কা। শুধু বলি নয়, হলিউডেও তিনি  নিজেকে প্রতিষ্ঠা করেছেন।  জিকিউ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের বেডরুম সিক্রেট চরম গোপন সত্য প্রকাশ্যে আনলেন নিক জোনাস। নিক-প্রিয়ঙ্কার এই বেডরুম কেচ্ছাই এখন নেটদুনিয়ার হটকেক।
 

510

নিক জানিয়েছেন, প্রিয়ঙ্কার সঙ্গে সঙ্গমের সময় নিজের গান চালানো একেবারেই না-পসন্দ নিকের। নিকের এই স্বীকারোক্তিকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। তবে অন্য কেউ যদি নিজেদের রোম্যান্সের সময় নিকের গান চালায়, তাতে খুশি হবেন পপ তারকা, সেকথাও খোলসা করে বলেছেন নিক।

610

প্রিয়ঙ্কার সঙ্গে সঙ্গমের সময়ে কোন ধরনের মিউজিক পছন্দ করেন নিক, সেই প্রসঙ্গে নিক সটান জানিয়েছেন, ব্যক্তিগত মুহূর্তের সময় নিজের ভাল লাগা গান শুনতেই বেশি পছন্দ করেন নিক। তবে নিজের গান কখনওই সঙ্গমের সময় শোনেন না নিক।
 

710

প্রিয়ঙ্কার জানিয়েছেন, আমি যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন তখন নিক আমার মুখটি দেখার জন্য জোর করে। আমি বলি একটু অপেক্ষা করতে। কারণ ঘুম থেকে উঠার পর আমার মুখটা কিছুটা ঘেটে গেছে। তবে নিক সেই মুখটাই দেখার জন্যই জোর করে প্রিয়ঙ্কাকে।

810

সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, নিক প্রিয়ঙ্কার এই মুখটা দেখতেই সবথেকে বেশি পছন্দ করে। নিকের মতে, স্বামী-স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক থাক উচিত, যেখানে একে অপরকে বিনা বন্ধন ছাড়াই ভালবাসা যায়।প্রিয়ঙ্কার মতে, প্রতিটি স্ত্রীই তার স্বামীর থেকে এরকম কিছু চান। যদি এটা অদ্ভুত লাগলেও এটাই সত্যি।

910

নিজেকে পারফেক্ট লুকে নয়, বরং খানিক অগোছালো লুকেই নিক প্রিয়ঙ্কাকে দেখতে চাই, এবং শুধু দেখা নয়, হা করে তাকিয়ে থাকে। প্রিয়ঙ্কা জানিয়েছেন, আমাদের একটা নিয়ম আছে, আমরা একে অপরকে দেড় সপ্তাহের বেশি না দেখে থাকতে পারি না।নিজেদের কেরিয়ার সামলেও এটা  মেনে চলার চেষ্টা করেন নিক-প্রিয়ঙ্কা। বিশ্বের যেখানেই থাকি না কেন দেখা করার অবশ্যই চেষ্টা করি, জানিয়েছেন প্রিয়ঙ্কা।

1010


বর্তমানে নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা। নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া দুজনেই বিলাসবহুল জীবনধারা পছন্দ করেন। গাড়ি থেকে বাংলো  পুরোটাই স্বপ্নের মতো। প্রায় ২০০ কোটিরও বেশি সম্পত্তির মালিক প্রিয়ঙ্কা চোপড়া। সেইদিক থেকে নিক জোনাসের সম্পত্তির পরিমাণ ১৭৫ কোটি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos