চরম প্রতারণার শিকার, ফিফা অনুষ্ঠানের আগে প্রেমের আঘাতে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফতেহি

এই মুহূর্তে কাতার বিশ্বকাপ নিয়ে উন্মাদনা তুঙ্গে। কাতার বিশ্বকাপের মঞ্চ কাঁপাবেন বলিউডের কুসু কুসু গার্ল নোরা ফতেহি। এবার বিশ্বকাপের আগে চর্চায় চলে এলেন নোরা। প্রেমে আঘাত পেয়ে আবেগঘন হয়ে পড়লেন নোরা, ভাইরাল ভিডিও এখন নেটদুনিয়ার হটকেক।

Web Desk - ANB | Published : Nov 28, 2022 8:00 AM IST / Updated: Nov 28 2022, 01:33 PM IST
110

বলিউডের কুসু কুসু গার্ল নোরা ফতেহি,যার হট মুভসে কাঁপে আসমুদ্র হিমাচল। তার হটনেসের দাপটে রাতের ঘুম উড়ে যায় পুরুষ ভক্তদের। বর্তমানে নাচের রিয়্যালিটি শো-এর জনপ্রিয় বিচারক নোরা ফতেহি। 

210


এই মুহূর্তে ফিফা বিশ্বকাপের গ্র্যান্ড ফেস্টিভ্যালের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছে। রিহার্সালের ঝলকে দেখা যাচ্ছে, জোরদার মহড়া দিচ্ছেন নোরা। ভাইরাল ভিডিও নিয়েই জোর চর্চা শুরু হয়েছে।

310

সম্প্রতি রিয়্যালিট শো-তে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে নোরাকে। মঞ্চে এক প্রতিযোগী তখন বড়া পস্তাওগে গানে নাচ করছিলেন, সেই দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নোরা ফতেহি। তবে হঠাৎ কেন কেঁদে ফেললেন নোরা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
 

410


ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, অতীতের কান্না জমাট বেঁধে রয়েছে নোরার মনে। যদিও ব্যক্তিগত কথা প্রকাশ্যে আনলেন না নোরা ফতেহি। তবে এই নাচ দেখে চুপ থাকতে পারেননি তারকা। তিনি বলেন, আমার হৃদয় ছুঁয়ে গেল। অনেক পুরোনো কথা মনে পড়ে গেল।

510


অনেকেই হয়তো জানেন না, প্রেম প্রতারিত হয়েছিল নোরা ফতেহি। অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। একথা অনেকেই জানেন না। বিচ্ছেদের পর মুষড়ে পড়েছিলেন নোরা ফতেহি। সেই বৃত্তান্ত চাপা পড়ে গিয়েছে কর্মজীবনে।

610


পুরোনো সেই স্মৃতি মনে পড়ে গেছে নোরার। রিয়্যালিটি শো-এর মঞ্চে পুরোনো স্মৃতি পড়ে গিয়েছিল নোরার। সেই আবেগ চেপে রাখতে পারেননি অভিনেত্রী। অনুষ্ঠানের মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নোরা ফতেহি।
 

710

এই মুহূর্তে  কাতার বিশ্বকাপ নিয়ে উন্মাদনা তুঙ্গে। কাতার বিশ্বকাপের মঞ্চ কাঁপাবেন বলিউডের কুসু কুসু গার্ল নোরা ফতেহি।  কাতার বিশ্বকাপে এবার নাচ করবেন নোরা ফতেহি। খুব অল্প সময়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন। 

810

ভারতের গন্ডি পেরিয়ে নোরার খ্যাতি এখন বিশ্বজুড়ে। হলিউড সেনসেশন জেনিফার লোপেজ ও 'ওয়াকা ওয়াকা' খ্যাত তারকা শাকিরা, পিটবুলের মতো সেলিব্রিটির পর এবার ফিফা বিশ্বকাপে নেচে মঞ্চ কাঁপাতে চলেছেন মরোক্কোন সুন্দরী নোরা ফতেহি। 

910

 টিনসেল টাউনের হট সেনসেশন নোরা ফতেহি মানেই টানটান উত্তেজনা। শরীরী উষ্ণতায় ভক্তদের ধরে রাখতে সিদ্ধহস্ত নোরা। একের পর এক ছবিতেই ঘায়েল করছেন ভক্তদের। এক মুহুর্তে পুরুষদের ধুকপুকানি বাড়াতে সিদ্ধহস্ত নোরা ফতেহি । 

1010

 হটনেসের দাপটে রাতের ঘুম উড়ে যায় পুরুষ ভক্তদের। বি-টাউনের হট ডিভা-কে নিয়ে সর্বদাই চর্চা চলছে।  একের পর এক ছবিতেই ঘায়েল হন ভক্তদের। এক মুহুর্তে পুরুষদের ধুকপুকানি বাড়াতে সিদ্ধহস্ত নোরা ফতেহি । তার চাবুক ফিগার, কার্ভি কোমরের ভাঁজে সকলেই যেন ঘায়েল হন নিমেষে।  শরীরী উষ্ণতায় ভক্তদের ধরে রাখতে সিদ্ধহস্ত নোরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos