রবিবার থেকেই শুরু হয় চলতি বছরের ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিটিএস তারকা জংকুক তার জনপ্রিয় গান ড্রিমারস দিয়ে দর্শকদের নজর কাড়লেও হতাশ ভারতীয় দর্শকেরা। ভারতীয় ফুটবল ভক্তরা সকলেই তাদের প্রিয় নোরা ফাতেহিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল কিন্তু দেখা মেলেনি অভিনেত্রীর। প্রতিবেদন অনুযায়ী, বলিউড ডিভার রবিবার উদ্বোধনী আল বায়েত স্টেডিয়ামে তার দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার কথা ছিল কিন্তু একেবারেই তা হয়নি। নোরাকে কোথাও দেখা যায়নি অনুষ্ঠানে,তাহলে নোরা ফাতেহি কোথায় ছিলেন?