কথা থাকলেও ফিফা বিশ্বকাপের মঞ্চে নাচ করলেন না নোরা ফাতেহি, তবে কী বাদ গেলেন অনুষ্ঠান থেকে?

Published : Nov 21, 2022, 07:28 PM IST

কথা ছিল ফিফা বিশ্বকাপ ২০২২ এর মঞ্চে নাচ করবেন বলিউড ডিভা নোরা ফাতেহি, কিন্তু অনুষ্ঠানে কোথাও দেখা যায়নি অভিনেত্রীকে। কিন্তু কেন? এখনি বিস্তারিত পড়ুন।

PREV
16
নোরা ফাতেহি

রবিবার থেকেই শুরু হয় চলতি বছরের ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিটিএস তারকা জংকুক তার জনপ্রিয় গান ড্রিমারস দিয়ে দর্শকদের নজর কাড়লেও হতাশ ভারতীয় দর্শকেরা। ভারতীয় ফুটবল ভক্তরা সকলেই তাদের প্রিয় নোরা ফাতেহিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল কিন্তু দেখা মেলেনি অভিনেত্রীর। প্রতিবেদন অনুযায়ী, বলিউড ডিভার রবিবার উদ্বোধনী  আল বায়েত স্টেডিয়ামে তার দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার কথা ছিল কিন্তু একেবারেই তা হয়নি। নোরাকে কোথাও দেখা যায়নি অনুষ্ঠানে,তাহলে নোরা ফাতেহি কোথায় ছিলেন?

26
নোরা ফাতেহি

ভারতীয় ফুটবল ভক্তরা নোরা ফাতেহি কোথায় ছিলেন এবং কেন তিনি কাতার বিশ্বকাপ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেননি তা নিয়ে নিয়ে জল্পনা শুরু হতে না হতেই, বলিউড সুন্দরীকে দেখা যায় মুম্বইয়ের এক এলাকায়।
 

36
নোরা ফাতেহি

ভারতীয় ফুটবল ভক্তরা নোরা ফাতেহি কোথায় ছিলেন এবং কেন তিনি কাতার বিশ্বকাপ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেননি তা নিয়ে নিয়ে জল্পনা শুরু হতে না হতেই, বলিউড সুন্দরীকে দেখা যায় মুম্বইয়ের এক এলাকায়।
 

46
নোরা ফাতেহি

নোরা ফাতেহি খারের সেলুন থেকে বেরিয়ে একটি সাদা সেডানে যাওয়ার সময় প্যাপসদের মুখোমুখি হন এবং ক্যামেরায় পোজও দেন। কিন্তু নোরার ভক্তরা রয়েছেন এখনও কৌতুহলের মধ্যে যে নোরা আদেও ফিফা বিশ্বকাপের মঞ্চে নাচ করবেন কিনা।
 

56
নোরা ফাতেহি

সোশ্যাল মিডিয়ায় চলা নানা জল্পনাকে দূর করতে নোরা নিজেই একটি পোস্ট করেন যেখানে তিনি কাতার বিশ্বকাপ ২০২২ তে, ২৯ নভেম্বরে তার ডান্স পারফরমেন্সর জন্য অনুশীলন করছেন।
 

66
নোরা ফাতেহি

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন"চলুন! আমরা ফ্যান ফেস্ট শো ২৯ নভেম্বর লাইভের জন্য প্রস্তুত হচ্ছি! @fifaworldcup"। নোরার এই পোস্ট করার পর ভারতীয়দের মধ্যে ফিফা বিশ্বকাপ দেখার পাশাপাশি নোরার নাচ দেখতে আরও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন

এ কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন মানসী চিল্লার? বয়ফ্রেন্ডের সঙ্গে ছুটিও কাটালেন ঋষিকেশে

 

হিরে খোচিত নেমপ্লেটে লেখা 'মান্নাত ল্যান্ডস এন্ড', শাহরুখের বাড়ির নতুন সাজে নিজস্বী তোলার ভিড় ভক্তদের

 

সারাদিনে মাত্র ১২০ টাকার জন্য এই কাজ করতেন, অন্তরা থেকে ঝুমা বউদি হয়ে ওঠার কাহিনি জানলে আঁতকে উঠবেন


 


 


 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories