জনসমক্ষে কাজলকে অপমান করলেন মেয়ে নাইসা, জেনে নিন কী ঘটেছিল আসল ঘটনা

Published : Apr 03, 2023, 03:20 PM IST
kajol Nysa Devgn NMACC

সংক্ষিপ্ত

বিদেশে পড়তে যাওয়ার পর থেকে নানা কারণে খবরে আসেন অজয়-কাজল কন্যা। এবার তার অন্যথা হল না। তবে, কোনও ভালো খবর নয় বরং মায়ের সঙ্গে বাজে ব্যবহার করতে গিয়ে খবরে এলেন নাইসা।

ফের খবরে নাইসা। প্রায়শই নানা কারণে খবরে আসছে নাইসা। কখনও পার্টি থেকে বেসামাল হয়ে বের হতে দেখা যাচ্ছে তাঁকে। কখনও বন্ধুদের সঙ্গে ছবি পোস্ট করে বিতর্কে জড়াচ্ছেন তো কখনও প্রেমিকের সঙ্গে পার্টি করতে গিয়ে খবরে আসছেন। বিদেশে পড়তে যাওয়ার পর থেকে নানা কারণে খবরে আসেন অজয়-কাজল কন্যা। এবার তার অন্যথা হল না। তবে, কোনও ভালো খবর নয় বরং মায়ের সঙ্গে বাজে ব্যবহার করতে গিয়ে খবরে এলেন নাইসা।

সম্প্রতি মায়ের সঙ্গে মুম্বায়ের একটি পার্টিতে এসেছিলেন নাইসা। পরনে ছিল সিলভার ডটেড গাউন। সঙ্গে ডার্ক মেকআপে দেখা যায় নাইসাকে। এদিন কাজল পরেছিলেন সিলভার ডাউন। গলায় পার্ল সেট। আর চুল ছিল বাঁধা। সঙ্গে ছিল নানানসই মেকআপ। এইদিন পার্টিকে গিয়ে ট্রোল হন নাইসা। ছবি তোলার সময় মায়ের কথা অমান্য করে। শুধু তাই নয়, মুখ বেঁকিয়ে চলে যান নাইসা। কাজল তাঁকে দাঁড়িয়ে ছবি তোলার কথা বলে। সে তা না শুনে মুখ বেজার করে সেখান থেকে চলে যায়। আর এই দৃশ্য ধরা পরে ক্যামেরাতে। যা দেখে বয়ে গিয়েছে সমালোচনার ঝড়। এদিকে নাইসার গাঢ় মেকআপ আর সিলভার ড্রেসে লুক নিয়ে সমালোচনা করেছেন অনেকে। তেমনই তাঁর এই আচরণে সকলেই প্রায় ক্রুদ্ধ।

সকলের সামনে এভাবে কাজলকে অপমান করেন নাইসা। মায়ের কথা না শুনে লজ্জায় ফেলে তাঁকে।

ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নাইসা। প্রায়শই তাঁর ছবি ভাইরাল হয়। সেক্সি পোশাকে দেখা দেয় নাইসা। সঙ্গে পোস্ট করেন বন্ধুদের সঙ্গে পার্টির ছবি। নাইসার এমন ছবি দেখে অনেকেই বুঝেছেন বর্তমানে বেপরোয়া জীবনযাপনে ব্যস্ত এই স্টার কিড। প্রায়শই তাঁর ছবি তৈরি করে বিতর্ক। এবারও তাঁর অন্যথা হল বনা। এবার তাঁর আচরণের জন্য কাজলকে পড়তে হল লজ্জায়।

এদিকে অজয় বর্তমানে ব্যস্ত ভোলা ছবি নিয়ে। ছবি মুক্তি পেতে না পেতেই ৫০ কোটি ছুঁয়ে ফেলল ‘ভোলা’। প্রথম সপ্তাহ শেষ হতে না হলেই ৫০ কোটি ছুঁয়ে ফেলল ‘ভোলা’। ৪৪.৭০ কোটি টাকা আয় করেছে ‘ভোলা’। এই ছবিটি ১০০ কোটির ঘরে প্রবেশ করে কিনা তাই দেখার অপেক্ষা। অজয় পরিচালিত চতুর্থ ছবি হল ‘ভোলা’। এর আগে শিবায়, রানওয়ে ৩৪-র মতো ছবি পরিচালমা করেছেন অজয়। আজ এবার সেই তালিকায় যোগ হল ভোলা।

 

আরও পড়ুন

Box Office Income: ৫০ কোটি-র কাছাকাছি পৌঁছাল ‘ভোলা’, দেখে নিন সপ্তাহান্তে কত আয় করল ছবিটি

লেদারের জ্য়াকেটের ফাঁক দিয়ে উঁকি মারছে 'ব্রা'-র কাপ, হট ক্লিভেজে নেশা ধরালেন ঋতাভরী

বড় পর্দায় পা রাখছেন অন্বেষা হাজরা, জেনে নিন কোন ছবিতে কাজ করবেন উর্মি

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?