Deepika Ranveer Daughter: অন্তঃসত্ত্বা থেকে কন্যা সন্তান প্রসব। পুরো ব্যাপারটাই ব্যক্তিগত রেখেছিলেন দীপিকা-রণবীর। তবে দিওয়ালিতে সেই ব্যক্তিগত পরিসরকে সমাজ মাধ্যমে প্রকাশ করলেন বি-টাউনের এই কাপল। সামনে এলো তাদের একমাত্র কন্যা সন্তান দুয়ার ছবি।
সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত বছর দীপাবলিতে নিজেদের ছোট্ট মেয়ের দুই পায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দীপিকা-রণবীর দম্পতি। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে একবছর। এবার তাদের একরত্তি কন্যা সন্তানের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর সিং।
25
নেটপাড়ায় ভালোবাসার বন্যায় ভাসলো দুয়া
দিওয়ালিতে সোশ্যাল মিডিয়ায় সকলকে দীপাবলির শুভেচ্ছা বার্তা জানান বলিউডের এই তারকা দম্পতি। সেখানেই নিজেদের তিনজনের একটি ছবি পোস্ট করেন দীপিকা ও রণবীর। দিওয়ালির সন্ধ্যায় যা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তার অনুরাগীরা। খুদে দুয়াকে ভালোবাসায় ভরিয়ে দেন নেটপাড়ার সদস্যরা। মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় দুয়ার ছবি।
35
মা-মেয়ের রঙ মিলান্তি
এদিন সোশ্যাল মিডিয়ায় দীপিকা ও রণবীর দুয়ার সঙ্গে যে ছবিটি শেয়ার করেছেন তাতে মা-মেয়ের পোশাকে রয়েছে রঙ মিলান্তির ছোঁয়া। সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে যে, মেয়ের পোশাকের সঙ্গে মিলিয়ে দীপিকা নিজেও পরেছেন লাল রঙের সালোয়ার। সঙ্গে ভারী গয়না। অন্যদিকে রণবীর পরেছেন সাদা রঙের পাঞ্জাবি-পাজামা ও একই রঙের জহর কোর্ট।
গত একবছর ধরে দুয়ার ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন দীপিকা-রণবীরের ফ্যানেরা। তারপরও কোনও সময়ই নিজেদের সদ্যোজাত কন্যা সন্তানের ছবি লাইম লাইটে আনতে দেননি তারকা এই দম্পতি। এমনকি দুয়ার ছবি তোলা নিয়ে মেজাজ হারাতেও দেখা গিয়েছে দীপিকা-রণবীরকে। অবশেষে দীর্ঘ একবছর পর সেই অপেক্ষার অবসান ঘটল। ক্যামেরার সামনে এলো দীপবীরের আদরের দুয়া।
55
চর্চায় দুয়া
দিওয়ালিতে নেটপাড়ায় দুয়ার ছবি ভাইরাল হলেও তার নাম নিয়ে কম চর্চা হয়নি। দীপ রণবীর কেন তাঁদের মেয়ের নাম দুয়া রাখলেন তা নিয়েও শুরু হয় তরজা। যদিও পরে বলিউডের এই দম্পতি জানান ‘দুয়া’ নামের অর্থ হল মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি।