- Home
- India News
- 'ভারত-আমেরিকা একসঙ্গে বিশ্বকে আশার আলোর পথ দেখাবে', ট্রাম্পকে দিওয়ালির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
'ভারত-আমেরিকা একসঙ্গে বিশ্বকে আশার আলোর পথ দেখাবে', ট্রাম্পকে দিওয়ালির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
PM Modi On Donald Trump: ট্রাম্পের পর এবার মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিওয়ালির শুভেচ্ছা বার্তা জানালেন ভারতের প্রধানমন্ত্রী। ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানিয়ে কী বললেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

মোদী-ট্রাম্পের দিওয়ালির শুভেচ্ছা বার্তা
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দীপাবলির শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। বুধবার সকালে এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী। তার ওই বার্তায় তিনি আশা প্রকাশ করেছেন যে, বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্র ভারত ও আমেরিকা একসঙ্গে বিশ্বকে আশা ও আলোর পথে এগিয়ে নিয়ে যাবে।
এক্স হ্যান্ডেলে কী লিখলেন প্রধানমন্ত্রী?
ট্রাম্পকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নিজের X-এ একটি পোস্টে বলেন যে, "এই আলো উৎসবে, আমাদের দুই মহান গণতন্ত্র যেন বিশ্বের প্রতি আশার আলো ছড়িয়ে দেয় এবং সকল রূপের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রে দাড়ায়।" এদিকে প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামনে এসেছে ঠিক সেই সময় যখন ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে একথা দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প-মোদী বার্তা
বুধবার সকালে পাল্টা ট্রাম্পকে দীপাবলির শুভেচ্ছা বার্তা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্টের প্রতি বিশেষ বার্তা পোস্ট করেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি লেখেন-
Prime Minister Narendra Modi tweets, "Thank you, President Trump, for your phone call and warm Diwali greetings. On this festival of lights, may our two great democracies continue to illuminate the world with hope and stand united against terrorism in all its forms." pic.twitter.com/jona51Za5e
— ANI (@ANI) October 22, 2025
দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে কী বলেছিলেন ট্রাম্প?
দীপাবলির দিন মঙ্গলবার হোয়াইট হাউসে একটি ঐতিহ্যবাহী পিতলের প্রদীপ প্রজ্জ্বলন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘’এই প্রদীপের আলো অন্ধকারের উপর, জ্ঞান অজ্ঞানতার উপর এবং সৎকর্ম পাপের উপর বিজয়ের প্রতীক।”
মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
তবে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয়দের দীপাবলির শুভেচ্ছা জানিয়েই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার হোয়াইট হাউসে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে দিওয়ালি উদযাপন করেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প আরও দাবি করেন যে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে তার কথা হয়েছে। এই ফোনালাপ বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়েই হয়েছে বলে জানান তিনি। তবে ট্রাম্পের এই বক্তব্য কতটা সত্যি তা নিয়ে জল্পনার মাঝেই বুধবার সকালে পাল্টা মার্কিন প্রেসিডেন্টকে দিওয়ালির শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

