- Home
- India News
- ভাইদুজে মিলবে নতুন ফ্ল্যাট! বিধায়কদের জন্য বড় উপহার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
ভাইদুজে মিলবে নতুন ফ্ল্যাট! বিধায়কদের জন্য বড় উপহার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
Amit Shah On Bhai Dooj: শেষের পথে উৎসবের মরশুম। বৃহস্পতিবার ভাইফোঁটা বা ভাইদুজ। তার আগেই সুখবর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ভাইদুজে শাহের উপহার
ভাইদুজ উপলক্ষে এবার গুজরাটের বিধায়কদের জন্য নবনির্মিত অত্যাধুনিক ২১৬টি ফ্ল্যাটের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাইদুজ উপলক্ষে গুজরাটি নববর্ষের দিন এই ২৪৭ কোটি টাকার আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে গান্ধীনগরে। দিল্লির আধুনিক সাংসদ আবাসনের আদলে নির্মিত এই ফ্ল্যাটগুলো গুজরাট বিধায়কদের জন্য নতুন সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন হিসেবে গড়ে তোলা হয়েছে।
বিধায়কদের জন্য নতুন ফ্ল্যাট উপহার অমিত শাহের
সূত্রের খবর, গুজরাটের গান্ধীনগরের সেক্টর ১৭-এ অবস্থিত পুরনো বিধায়ক আবাসনগুলি ভেঙে ফেলে নতুন প্রকল্পের জন্য জায়গা তৈরি করা হয়েছে। দিল্লির আধুনিক সাংসদ ভবনের আদলে নির্মিত এই নতুন আবাসনগুলিতে থাকছে সর্বাধুনিক সুযোগ-সুবিধা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ভাইদুজ উপলক্ষে তা উদ্বোধন করবেন মোদীর ডেপুটি অমিত শাহ।
অত্যাধুনিক বিধায়ক আবাসন
প্রায় পাঁচ বছর আগে প্রস্তাবিত গান্ধীনগরের সেক্টর ২১-এর এই প্রকল্পটি তৈরি করা হয়েছে ১৯৯৫ সালে নির্মিত পুরোনো ভবনগুলির পরিবর্তে, যেগুলি সময়ের সঙ্গে জরাজীর্ণ হয়ে পড়েছিল এবং প্রাথমিক সুযোগ-সুবিধার অভাব ছিল। নতুন এই প্রকল্পে প্রায় ২৮,০০০ বর্গমিটার এলাকায় ১২টি নয়তলা টাওয়ার নির্মিত হয়েছে।
কী কী থাকছে নতুন এই ফ্ল্যাটে?
জানা গিয়েছে, প্রতিটি ফ্ল্যাটে রয়েছে তিনটি শোবার ঘর, একটি ড্রয়িং রুম, অফিস কক্ষ, পাঠকক্ষ, পরিচারকের জন্য আলাদা ঘর এবং ডাইনিং রুম। জনসাধারণের জন্য প্রকল্পটিতে রয়েছে দুটি উদ্যান যার সঙ্গে বসার ব্যবস্থা।
কী কী থাকছে নতুন এই ফ্ল্যাটে?
এছাড়াও থাকছে একটি অডিটোরিয়াম, কমিউনিটি হল, ক্যান্টিন, আধুনিক হেলথ ক্লাব, শিশুদের খেলার মাঠ, প্রবীণ নাগরিকদের জন্য পার্ক, ইন্টারনেট লাউঞ্জ, ইনডোর গেম জোন, যোগ ও অ্যারোবিকসের জন্য আলাদা ডেক, দৌড় ও হাঁটার ট্র্যাকসহ চারটি প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা। সব মিলিয়ে একেবারে আধুনিক সাজসজ্জায় সেজে উঠছে গান্ধীনগরে নবনির্মিত বিধায়কদের এই আবাসনগুলি।

