Pahalgam Terror Attack: পাকিস্তানে সিনেমা রিলিজ বাতিল করে বিশেষ বার্তা সুনীল শেট্টির, কী বললেন অভিনেতা

Published : Apr 26, 2025, 05:48 PM ISTUpdated : Apr 26, 2025, 05:50 PM IST

পহেলগাঁও হামলার প্রতিবাদে সুনীল শেট্টি পাকিস্তানে নিজের সিনেমা রিলিজ বাতিল করেছেন। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন, জঙ্গিরা ধর্মীয় পরিচয় নির্ধারণ করে হিন্দুদের লক্ষ্য করে হত্যা করেছে।

PREV
113

কাশ্মীর তুমি কার? দীর্ঘ কয়েক দশক ধরে কাশ্মীর ইস্যুকে রক্ত ঝড়িয়েছেন বহু মানুষ। ভারত-পাক এই টানাপোড়েনে প্রাণ গিয়েছে বহু মানুষের। এবারও এই একই হিংসার কারণে প্রাণ হারালেন ২৬ জন।

213

এই ঘটনায় তপ্ত সারা দেশ। চলছে প্রতিবাদ। এবার নিজের ছবি রিলিজ বাতিল করে প্রতিবাদ করলেন সুনীল শেট্টি (Suniel Shetty)

313

এবার এই পহেলগাঁও হামলার পর পাকিস্তানে নিজের সিনেমা রিলিজ বাতিল করল অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)। তিনি বলেন, কাশ্মীর আমাদের ছিল, আমাদেরই থাকবে।

413

পহেলগাঁও ঘটনার পর তপ্ত সারা দেশ। এই উত্তপ্ত পরিস্থিতিতে দেশবাসীকে একজোট হওয়ার বার্তা দিলেন সুনীল শেট্টি।

513

সম্প্রতি লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন অভিনেত। সেখানে পেহলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, ভিতরের ভয়কে তোল্লাই দেবেন না। সকলে ঐক্যবন্ধ হন।

613

সুনীল শেট্টি বলেন, আমাদের কাছে মানব সেবাই ঈশ্বর সেবা। ঈশ্বর সবকিছু দেখছেন এবং এৎ বিচার উনি করবেন। এই মুহূর্তে আমাদের ভারতীয়দের উচিত বিভেদ ভুলে এক হওয়া। বিভাজনকারীদের ফাঁদে পা না দিয়ে ঐক্যবন্ধ হওয়া।

713

তিনি আরও বলেন, ওদেরকে দেখিয়ে দেওয়া উচিত যে কাশ্মীর যেমন আমাদের ছিল তেমমই আছে আর আজীবন থাকবেও। আর সেটাই প্রমাণ করার চেষ্টা করছে আমাদের দেশের সেনাবাহিনী, রাজনীতিকরা।

813

প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগাঁও-তে পর্যটকদের ওপর আক্রমণ করা হয়। তাদের হত্যা করে জঙ্গিরা। ধর্ম জেনে বেছে বেছে হত্যা করা হয়। মূলত হিন্দুদের হত্যা করে সন্ত্রাসবাদীরা।

913

ঘটনাস্থলে ২৬ জন পর্যটক প্রয়াত হন। দুই ভারতীয় বংশোদ্ভূত বিদেশ নাগরিক সহ ২৬ জন নিহত হন।

1013

২০১৯ সালে পুলওয়ামার উপত্যাকার পর সবচেয়ে মারাত্মক ঘটনা। প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া ব্যক্তিরা দাবি করেছেন যে, জঙ্গিরা ধর্ম জেনে বেছে বেছে হিন্দুদের হত্যা করে।

1113

আগে তারাও দাবি করেছিলেন যে, পুরুষদের প্যান্ট খুলতে বলা হয়েছিল এবং তাদের বিশ্বাস নিশ্চিত করার জন্য পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করা হয়েছিল। সদ্য সে বিষয় নিশ্চিত করেছে তদন্তকারী আধিকারিকরা।

1213

এই হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া মহিলা পর্যটক পুলিশকে জানিয়েছিল যে, বন্ধুকধারীরা তার হাতে বিয়ের চুড়া দেখে তার কাছে আসে, সন্দেহ করে যে তারা হিন্দু। আবার একজন বলেন, তাঁর সিঁথিতে সিঁদুর দেখে তাঁর স্বামীকে হত্যা করা হয়।

1313

তদন্তকারী অফিসারদের মতে, নিহতদের মধ্যে ২৫ জন পর্যটক এবং ১ জন স্থানীয়। বেশ কয়েকজন অতন্তনাগ জেলা হাসপাতালে ভর্তি হয়েছে।

click me!

Recommended Stories