সলমন খানের ওপর ক্ষুব্ধ পাকিস্তান সরকার। বালুচিস্তান মন্তব্যের জন্য সলমন খানকে জঙ্গি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। সম্প্রতি রিয়াধে একটি অনুষ্ঠানে বালুচিস্তান নিয়ে মন্তব্য করেন বলিউড ভাইজান।
সলমন খানকে জঙ্গি ঘোষণা করল পাকিস্তান। রিয়াধের অনুষ্ঠানে বালুচিস্তান নিয়ে মন্তব্যের জেরেই ভাইজানকে জঙ্গি তকমা দিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার সলমন খানের নাম রেখেছে তাজের অ্যান্টি টেরোরিজম অ্য়াক্ট ১৯৯৭ এর চতুর্থ তফসিলের আওতায়।
26
'জঙ্গি' সলমন খান!
ইসলামাবাদ কাউকে জঙ্গি তকমা দিকে তার নাম রাখা হয় অ্য়ান্টি টেররিজম অ্যাক্টে। এই তালিকায় নাম থাকা ব্যক্তিদের ওপর কড়া নজরদারি চালায় পাকিস্তান সরকার। সংশ্লিষ্ট ব্যক্তির সেই দেশে যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করা হয়।
36
সলমন খানের ওপর বিধিনিষেধ
পাকিস্তান সরকার সলমন খানকে জঙ্গি ঘোষণা করায় সলমন খানের সেই দেশে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তান সরকারের বিরুদ্ধে আপাতত সলমন খান কোনও আইনি পদক্ষেপও করতে পারবে না। সলমন খানের গতিবিধির ওপর কড়া নজরদারি চালাতে পারে পাকিস্তান সরকার।
পাকিস্তান সরকার সূত্রের খবর, সম্প্রতি রিয়াধের একটি অনুষ্ঠানে সলমন খানের একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই কঠোর পদক্ষেপ করেছে পাকিস্তান সরকার। 'জয় ফোরাম ২০২৫' অনুষ্ঠানে সলমন খানের বালুচিস্তান নিয়ে মন্তব্যের জেরেই পাকিস্তান সরকার এই কঠোর পদক্ষেপ করেছে।
56
সলমন খানের মন্তব্য
সলমন খান ভারতীয় সিনেমা নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, 'সৌদি আরবে ভারত-সহ অন্য দেশের এত মানুষ থাকেন, এখানে ভারতীয় সিনেমাও মুক্তি পেলে ব্যপক জনপ্রিয়তা পায়।' কিন্তু কোন কোন দেশের মানুষ সৌদিতে থাকেন তা বলতে গিয়ে সলমন খান পাকিস্তান আর বালুচিস্তান-কে আলাদা করেন। তিনি বলেন, 'এখানে বালুচিস্তান থেকে মানুষ আসেন। আফগানিস্তান থেকে আসেন। পাকিস্তান থেকে আসেন।' পাকিস্তান আর বালুচিস্তানের নাম আলাদা করায় ভাইজায়ের ওপর বেজায় চটেছে পাকিস্তান।
66
পাকিস্তান আর বালুচিস্তান সম্পর্ক
ক্রমশই তলানি ঠেকেছে পাকিস্তান আর বালুচিস্তানের সম্পর্ক। পাকিস্তানের থেকে আলাদা হওয়ার জন্য বালুচিস্তান বহুদিন ধরেই লড়াই করছে। বালোচ বিদ্রোহীরা ভারতের পক্ষে একাধিকবার সওয়াল করেছে। সম্প্রতি বালোচ বিদ্রোহীরা রীতিমত নাজেহাল করে দিয়েছে পাকিস্তান সরকারকে।