হামলার পর নিরাপত্তা বাড়ল বিজেপি সাংসদ খগেন মুর্মুর। Y+ ক্যাটাগরির নিরাপত্তা সাংসদের। আগে ছিল দুইজন নিরাপত্তা রক্ষি এখন সেই সংখ্যা ১১। 

জলপাইগু়ড়িতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তারপর কেটে গেছে প্রায় ২০ দিন। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন বিজেপি সাংসদ। এদিন বাড়ি ফিরেছেন তিনি। তাঁর স্ত্রী জানিয়েছেন, এখনও পুরোপুরি সুস্থ নন খগেন মুর্মু। খগেনকে চিকিৎসকরা কথা বলতে নিষেধ করেছেন। পুরো তরল খাবার খেতে নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন খগেনের স্ত্রী। পাশাপাশি খগেনের নিরাপত্তা আরও বাড়়ান হয়েছে।

হামলার পর নিরাপত্তা বাড়ল বিজেপি সাংসদ খগেন মুর্মুর। Y+ ক্যাটাগরির নিরাপত্তা সাংসদের। আগে ছিল দুইজন নিরাপত্তা রক্ষি এখন সেই সংখ্যা ১১। সেই সঙ্গে সাংসদের বাড়িতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাংসদের বাড়িতেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন খগেন মুর্মু। তাই নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে তাঁর বাড়ি। নিরাপত্তা রক্ষীদের অনুমতি ছা়ড়া সাংসদের বাড়িতে যাতে কেউ প্রবেশ করতে না পারে ব্যবস্থা করা হয়েছে। সংসদের সাথে কেউ দেখা করতে আসলে নিরাপত্তা রক্ষীদের অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শন এগিয়ে ৬ অক্টোবর আক্রান্ত হয়েছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এরপর তিনি শিলিগুড়ির নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই তিনি জানিয়েছিলেন প্রায় সুস্থ রয়েছেন খগেন মুর্মু। তারপর প্রায় ২০ দিন পর গতকাল রাত্রে তিনি বাড়ি ফিরেন। এখন তাকে বিশ্রামে রাখতে বলা হয়েছে। পুরোপুরি কথা বলতে বারণ করা হয়েছে। আগামী এক দু দিনের মধ্যে তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, খগেনের চোখের নিচের হাড় ভেঙে গিয়ছে। গলা ও ঘাঢ়়ের চোটও মারাত্মক। তাই যথেষ্ট সাবধান আর বিশ্রামে থাকতে হবে তাঁকে। স্ত্রী জানিয়েছেন, পুরোপুরি চিকিৎসকদের বেঁধে দেওয়া নিয়মেই রয়েছেন বিজেপির সাংসদ।