গাড়ির ভিতর থেকে উদ্ধার হল Lee Sun-Kyun-র দেহ, শোকের ছায়া বিনোদন জগতে

Published : Dec 27, 2023, 11:20 AM IST
lee sun kyun

সংক্ষিপ্ত

অস্কার জয়ী এই অভিনেতার দেহ উদ্ধার হল গাড়ি থেকে। প্যারাসাইট ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বুধবার ২৭ ডিসেম্বর সকালে তাঁর দেহ উদ্ধার হয়।

ফের খারাপ খবর বিনোদন দুনিয়ায়। প্রয়াত হলেন অভিনেতা লি সুন কিউন। অস্কার জয়ী এই অভিনেতার দেহ উদ্ধার হল গাড়ি থেকে। প্যারাসাইট ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বুধবার ২৭ ডিসেম্বর সকালে তাঁর দেহ উদ্ধার হয়।

সূত্রের খবর, পার্কে থাকা একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় অভিনেতার দেহ। বুধবার ২৭ ডিসেম্বর উদ্ধার হয় তাঁকে। সকলেরই অনুমান, অধিক পরিমাণ ড্রাগ নেওয়ার কারণে তাঁর এই পরিণতি হয়েছে বলে অনুমান।

জানা গিয়েছে, ২৭ ডিসেম্বর তাঁর দেহ উদ্ধার হয়েছে। একটি গাড়ির মধ্য থেকে উদ্ধার হল অভিনেত্রীর দেহ। ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেণ লি সুন কিউন। প্যারাসাইট ছবিতে তিনি একজন ধনী বাবার ভূমিকায় দেখা যায় তাঁকে। এছাড়া তিনি হেল্পলেস, অল অ্যাবাউট মাই ওয়াইফ-সহ বহু ছবিতে অভিনয় করেন। দক্ষিণ কোরিয়ান ছবির বহু চরিত্রে দেখা যায় তাঁকে।

লি সুন কিউন ১৯৯৪ সালে কোরিয়া ন্যাশনাল উইনিভার্সিটি অফল আর্টসে প্রবেশ করেন এবং স্কুল অফ ড্রামায় পড়াশোনা করেন। ২০০১ সালে তিনি ব্র্যাড মেজর হিসেবে মঞ্চে মিউজিক্যাল দ্য রকি হরর শো-তে অভিনয় দ্বারা আত্মপ্রকাশ করেন।

২৭ ডিসেম্বর অর্থাৎ আজ সকাল ১০.৩০ টায় লিকে ৪৮ বছর বয়সে সেন্ট্রাল সিউলের একটি পার্কে উপস্থিত গাড়ি থেকে দেহ উদ্ধার হয় অভিনেতার। এর আগে যদিও তাঁর স্ত্রীর কাছ থেকে পুলিশ জানতে পারেন যে তিনি সুইসাইড নোটের মতো একটি মেমো লিখে বাড়ি থেকে চলে যান। এর পরই উদ্ধার হয় তাঁর দেহ। লি সুন কিউন শেষকৃত্য সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ফিউনারেল হলে অনুষ্ঠিত হবে। তাঁর প্রয়াণে চমক পেলেন সকলে।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য