গাড়ির ভিতর থেকে উদ্ধার হল Lee Sun-Kyun-র দেহ, শোকের ছায়া বিনোদন জগতে

অস্কার জয়ী এই অভিনেতার দেহ উদ্ধার হল গাড়ি থেকে। প্যারাসাইট ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বুধবার ২৭ ডিসেম্বর সকালে তাঁর দেহ উদ্ধার হয়।

ফের খারাপ খবর বিনোদন দুনিয়ায়। প্রয়াত হলেন অভিনেতা লি সুন কিউন। অস্কার জয়ী এই অভিনেতার দেহ উদ্ধার হল গাড়ি থেকে। প্যারাসাইট ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বুধবার ২৭ ডিসেম্বর সকালে তাঁর দেহ উদ্ধার হয়।

সূত্রের খবর, পার্কে থাকা একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় অভিনেতার দেহ। বুধবার ২৭ ডিসেম্বর উদ্ধার হয় তাঁকে। সকলেরই অনুমান, অধিক পরিমাণ ড্রাগ নেওয়ার কারণে তাঁর এই পরিণতি হয়েছে বলে অনুমান।

Latest Videos

জানা গিয়েছে, ২৭ ডিসেম্বর তাঁর দেহ উদ্ধার হয়েছে। একটি গাড়ির মধ্য থেকে উদ্ধার হল অভিনেত্রীর দেহ। ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেণ লি সুন কিউন। প্যারাসাইট ছবিতে তিনি একজন ধনী বাবার ভূমিকায় দেখা যায় তাঁকে। এছাড়া তিনি হেল্পলেস, অল অ্যাবাউট মাই ওয়াইফ-সহ বহু ছবিতে অভিনয় করেন। দক্ষিণ কোরিয়ান ছবির বহু চরিত্রে দেখা যায় তাঁকে।

লি সুন কিউন ১৯৯৪ সালে কোরিয়া ন্যাশনাল উইনিভার্সিটি অফল আর্টসে প্রবেশ করেন এবং স্কুল অফ ড্রামায় পড়াশোনা করেন। ২০০১ সালে তিনি ব্র্যাড মেজর হিসেবে মঞ্চে মিউজিক্যাল দ্য রকি হরর শো-তে অভিনয় দ্বারা আত্মপ্রকাশ করেন।

২৭ ডিসেম্বর অর্থাৎ আজ সকাল ১০.৩০ টায় লিকে ৪৮ বছর বয়সে সেন্ট্রাল সিউলের একটি পার্কে উপস্থিত গাড়ি থেকে দেহ উদ্ধার হয় অভিনেতার। এর আগে যদিও তাঁর স্ত্রীর কাছ থেকে পুলিশ জানতে পারেন যে তিনি সুইসাইড নোটের মতো একটি মেমো লিখে বাড়ি থেকে চলে যান। এর পরই উদ্ধার হয় তাঁর দেহ। লি সুন কিউন শেষকৃত্য সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ফিউনারেল হলে অনুষ্ঠিত হবে। তাঁর প্রয়াণে চমক পেলেন সকলে।

 

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar Live: স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে সুকান্ত, দেখুন সরাসরি
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Kho Kho World Cup 2025: স্বপ্ন থেকে বাস্তবের যাত্রা কেমন ছিল? জানালেন মহিলা দলের হেড ডঃ মুন্নি জুন
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today
PM Modi Live: স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি