'পাঠান' রাজ চলছে গোটা বিশ্বজুড়ে, মুক্তির ৯ দিনে ৭০০ কোটির রেকর্ড ব্যবসা বক্সঅফিসে

Published : Feb 03, 2023, 06:33 PM IST
pathaan box office collection day 9

সংক্ষিপ্ত

একের পর এক পালক জুড়ছে শাহরুখের মুকুটে। 'পাঠান'মুক্তির নবম দিনে গোটা বিশ্বজুড়ে ৭০০ কোটির ব্যবসা করেছে ছবিটি। 'পাঠান' ছবি বক্স অফিসে সুনামির ঢেউ তুলেছে।

বক্স অফিস জুড়ে চলছে পাঠান রাজ। ছবি মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের 'পাঠান'। শুধু দেশে নয়, বরং গোটা বিশ্বজুড়ে ফাটিয়ে ব্যবসা করছে এই সিনেমা। সূত্রের খবর মাত্র ৯ দিনেই ৭০০ কোটির ব্যবসা করেছে পাঠান। ৪ বছর পর ধামাকাদার কামব্যাকে আমির-সলমন-হৃত্বিককেও বড়সড় টেক্কা দিলেন শাহরুখ, পাশাপাশি নিজের ছবি হ্যাপি নিউ ইয়ার, চেন্নাই এক্সপ্রেস-কেও বলে বলে গোল দিয়েছেন বলিউডের বাদশা। 'বাদশা ইজ ব্যাক', এটাই এখন সকলের মুখে মুখে। শাহরুখ মানেই টানটান উত্তেজনা। যা হাতে-কলমে প্রমাণ করে দিলেন বলিউডের কিং খান।

২০২৩ সালটা শাহরুখ খানের জন্য ঠিক কতটা ভাল, তা আর বলার আপেক্ষা রাখে না। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান। একের পর এক পালক জুড়ছে শাহরুখের মুকুটে। 'পাঠান'মুক্তির নবম দিনে গোটা বিশ্বজুড়ে ৭০০ কোটির ব্যবসা করেছে ছবিটি। 'পাঠান' ছবি বক্স অফিসে সুনামির ঢেউ তুলেছে। বক্সঅফিসে বাজিমাত করছে শাহরুখ খানের ছবি পাঠান। বাহুবলির ২-এর রেকর্ড-কেও ভেঙে দিয়েছে 'পাঠান'। ২০২৩ সালে 'পাঠান' দিয়ে বলিউডে কামব্যাক করছেন বলিউডের বাদশা শাহরুখ খান। বিতর্ক-সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বক্সঅফিসে বাজিমাত করছে শাহরুখ খানের ছবি পাঠান। রবিবার হোক কিংবা সোমবার পাঠান ছবির বক্স অফিস কালেকশন ছাপিয়ে গেছে হিন্দি ছবির রেকর্ড।

 

 

মুক্তির প্রথম দিন ৫৭ কোটির ব্যবসা দিয়ে জার্নি শুরু হওয়া ছবি মাত্র ৯ দিনে বিশ্বজুড়ে ৭০০ কোটির ব্যবসা করে আমির খানের দঙ্গল-এর রেকর্ড-কেও ভেঙে দিয়েছে। সারা বিশ্বজুড়ে ৮০০০টি পর্দায় দেখানো হচ্ছে পাঠান। এর মধ্যে ভারতের বাইরে ২৫০০ টি সিনেমা হল আছে। শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। অতিথি শিল্পী হিসেবে সলমন খানকেও দেখা যাবে ছবিতে। অভিনয়ের পাশাপাশি এই ছবিতে প্রযোজনাও করছেন শাহরুখ খান। এখনও পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছিল দক্ষিণী ছবি কেজিএফ চ্যাপ্টার ২। যা বক্স অফিসে ৫৩ কোটি ৯৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল। দক্ষিণী মেগা হিট ছবিকেও কড়া টক্কর দিয়েছে পাঠান। শাহরুখের চার বছর পর কামব্যাকই কি ছবি হিটের বড় পাওনা। জানা গিয়েছে, ব্যবসার প্রায় অর্ধেকটাই উঠে এসেছে পিভিআর, আইনক্স,সিনেপলিস থেকে। মুক্তির দিন থেকে'পাঠান'নিয়ে যা উত্তেজনা দেখা গেছে তাতে একপ্রকার সকলেই নিশ্চিত ছিল ছবি ব্লকব্লাস্টার হিট হতে চলেছে। সেই প্রথম দিন থেকেই একটার পর একটা রেকর্ড গড়ে চলেছে শাহরুখের পাঠান। সূত্রের খবর,পাঠানের এই দুর্দান্ত সাফল্যের পর কার্তিক আরিয়ানের আগামী ছবি শেহজাদার মুক্তির দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। ছবিটি ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল যেটা পিছিয়ে ১৭ ফেব্রুয়ারি করা হয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল