Bigg Boss: ‘প্রেম-মারামারি সব লোকদেখানো’, বিগ বসের সেটে যাচ্ছেতাই বললেন পূজা ভট্ট

‘তোমাদের মারামারি ভুয়ো, তোমাদের প্রেম লোকদেখানো, তোমাদের বন্ধুত্ব নকল’, ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে পূজা-র রণংদেহী রূপ দেখে বেশ অবাক হয়ে গেছেন ভক্তরা!

বিগ বস ওটিটি সিজন 2- এর সাম্প্রতিক পর্বে একেবারে মারমুখী ভূমিকায় দেখা গেল অভিনেত্রী, তথা পরিচালক পূজা ভট্টকে। প্রতিজোগীদের সামনে দাঁড়িয়েই যাচ্ছেতাই ভাষায় কটাক্ষ করে গেলেন আলিয়া ভট্টের দিদি। ইনস্টাগ্রামে পোস্ট করা উইকএন্ড পর্বের একটি নতুন প্রোমোতে, পূজা-র রণংদেহী রূপ দেখে বেশ অবাক হয়ে গেছেন ভক্তরা।

বিগ বস ওটিটি সিজন 2-এর আসন্ন পর্বের ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে, পূজা নিজের টাস্ক চালু করার আগে তাঁর সহ প্রতিযোগীদের উপর ব্যাপক আক্রমণ শানিয়েছেন। ‘বিগ বস’ বাড়ির বাগান এলাকার কাছে দাঁড়িয়ে অবিনাশ সচদেব, বেবিকা ধুরভে এবং জাদ হাদিদ সহ বাকি প্রতিযোগীদের মুখোমুখি হয়ে রাগত ভঙ্গিমায় একা কথা বলতে দেখা গেছে তাঁকে।

Latest Videos

সলমন খান সঞ্চালিত এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে গত সপ্তাহে আশিকা ভাটিয়া বহিষ্কৃত হওয়ার পরে, পূজা ভট্ট ছাড়াও এই শো-তে বাকি প্রতিযোগীরা হলেন অবিনাশ সচদেব, জাদ হাদিদ, মনীষা রানী, জিয়া শঙ্কর, অভিষেক মালহান, এলভিশ যাদব এবং বেবিকা ধুরভে। সম্প্রতি বিগ বস OTT 2-এ নিজের মেয়ে পূজার সঙ্গে দেখা করতে এসেছিলেন পরিচালক মহেশ ভট্ট (Mahesh Bhatt)। পূজা মহেশের প্রথম স্ত্রী কিরণ ভাটের কন্যা।

নতুন প্রোমোতে পূজা বলেছেন, “তোমরা প্রত্যেকেই এখানে একজন আরেকজনকে ছোট করার চেষ্টা করে চলেছ। তোমাদের মারামারি ভুয়ো, তোমাদের প্রেম লোকদেখানো, তোমাদের বন্ধুত্ব নকল। তোমরা যদি জিততে চাও, তাহলে সুষ্ঠু ও সমানভাবে মর্যাদার সাথে জয়ী হও। আমি এখানে কাউকে পাপী বলছি না, কিন্তু, আমি অনেক লোককে বোকা বলে মনে করি।”
 

 

আরও পড়ুন-

Rocky Aur Rani Ki Prem Kahani: শাবানা আজমিকে চকাস করে চুমু খেয়ে ফেললেন ধর্মেন্দ্র! হেমা মালিনী কি রেগে আগুন?
Rukmini Maitra: দেবের চেয়ে জিৎ-কেই বেশি পছন্দ? ক্যামেরার সামনে এ কি বললেন রুক্মিণী!

Chandrayaan 3 Live: চাঁদের কক্ষপথে নিখুঁত পরিচালন, ২২ দিনে চন্দ্রযান ৩-এর বিরাট সাফল্য

Astrological Tips: সকালে ঘুম থেকে উঠেই এই ৫টি কাজ একেবারেই করবেন না, সারাটা দিন খারাপ যাওয়ার সম্ভাবনা থাকে

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |