‘প্রোজেক্ট কে’ ছবির নাম বদলে হল ‘কল্কি 2898 AD’, জেনে নিন এই নামের অর্থ

Prabhas and Deepika movie Project K movie is now Kalki 2898 AD absc

নাম বদল হল ‘প্রোজেক্ট কে’ ছবির। নাম বদলে হল ‘কল্কি 2898 AD’। নাগ অশ্বিন পরিচালিত এই ছবি ঘিরে বড় ঘোষণা করা হল টিমের পক্ষ থেকে। ছবির কাস্ট নির্বাচন থেকে শ্যুটিং- সব নিয়ে বারে বারে খবরে এসেছে প্রোজেক্ট কে। কদিন আগে প্রকাশ্যে এল ছবিতে দীপিকার লুক। যেখানে দেখা গিয়েছে দীপিকার এলোমেলো চুল। দু চোখে তীক্ষ্ম দৃষ্টি। মুখে মেকআপের লেস মাত্র নেই। পরনে সাধারণ পোশাক। ছবির ক্যাপশনে লেখা আরাও ভালো আগামীকালের জন্য একটি আশার আলো।তারপর প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। চলতি বছরের সান দিয়েগোর কমিক কন অনুষ্ঠানে ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসে।

 

Latest Videos

২১ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। প্রজেক্ট কে পরিচালনা করছেন নাগ অশ্বিন। প্রযোজনার দায়িত্ব বৈজয়ন্তী মুভিজ-র কাঁধে। এই ছবিতে দেখা যাবে একাধিক হেভিওয়েট তারকাকে। তালিকায় আছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোণ, কমল হাসান, দিশা পাটানি। আর থাকছেন দক্ষিণী সুপার স্টার প্রভাস।

 

এবার এই ছবির নাম প্রোজেক্ট কে থেকে বদলে হল ‘কল্কি 2898 AD’। জানা গিয়েছে, কাল্কি হলেন ভগবান বিষ্ণুর দশম বা শেষ অবতার। যখন কলিযুগ শেষ হবে এবং অশুভ শক্তির আধিপত্য শুরু হবে, তখন কাল্কি আসবে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে নতুনের সূচনা করবে। এই ধারণা থেকেই ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘কল্কি 2898 AD’। ছবি অশুভকে ধ্বংস করতে আসছেন প্রভাস ও দীপিকা।

 

ছবিটি মুক্তি পাবে তেলেগু, হিন্দি, তামিল, মালায়লাম, কন্নড় ও ইংরেজি ভাষায়। এই ছবি দিয়ে তেলেগু ছবিতে ডেবিউ করবেন দীপিকা। তেমনই এই প্রথম একসঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোণ, প্রভাস ও কমল হাসানকে। এদিকে এই ছবির শ্যুটিং করতে গিয়েই একবার আঘাত পান বিগ বি। হায়দরাবাদে চলছিল ছবির কাজ। সেখানে বিগ বি-র পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছিল শ্যুটিং করতে গিয়ে। পরে ডাক্তারি পরামর্শ মেনে সুস্থ হয়ে ওঠেন। বর্তমানে চলছে ছবির কাজ। আজ কিছুদিন পরই মুক্তি। আদিপুরুষ ছবির পর এই ছবিতে দেখা দেবেন প্রভাস। এই ছবিতেও একেবারে ভিন্ন অবতারে আসছেন নায়ক। এক নতুন ধরনের কাহিনি নিয়ে আসছে ‘কল্কি 2898 AD’। সে যাই হোক, এখন ছবি মুক্তির অপেক্ষা। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। এখন দেখার এই ছবি কতটা সফল হয়। 


আরও পড়ুন

ফের খবরে ‘আদিপুরুষ’, পরিচালক ও প্রযোজকের কোর্টে হাজিরা দেওয়ার প্রসঙ্গে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

হৃতিক থেকে করিনা- বর্তমানে খ্যাতির শীর্ষে থাকলেও, এক সময় এদের Overacting-এ বিরক্ত হয়েছেন দর্শক, রইল ১০ তারকার কথা

Rocky Aur Rani Ki Prem Kahani: রবি ঠাকুরকে আলিয়ার দাদু বলায় কি হতে পারে বিতর্ক? এই প্রসঙ্গে মুখ খুললেন চূর্ণী গঙ্গোপাধ্যায়

 

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
Narendra Modi : গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি
বেআইনি বহুতল আবাসন নির্মাণে Mamata Banerjee-কে কাঠগড়ায় তুললেন Suvendu Adhikari, দেখুন
Suvendu Adhikari Live : মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মেয়রের গ্রেফতারের দাবীতে পথে শুভেন্দু
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral