- Home
- Entertainment
- Bollywood
- কী দেখে আপ নেতা রাঘবের প্রেমে পড়লেন পরিণীতি? সত্যিই কি বিয়ে পাকা হয়ে গেল প্রিয়ঙ্কার বোনের
কী দেখে আপ নেতা রাঘবের প্রেমে পড়লেন পরিণীতি? সত্যিই কি বিয়ে পাকা হয়ে গেল প্রিয়ঙ্কার বোনের
- FB
- TW
- Linkdin
বলিউডের 'পরি'। পুরোনো ইমেজে ভেঙে সেক্সি মারকাটারি ফিগারে শরীরী উষ্ণতায় রীতিমতো ঝড় তুলেছেন পরিণীতি চোপড়া। ছবির থেকে প্রেম নিয়ে বেশি চর্চায় রয়েছেন পরিণীতি চোপড়া।
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে আপ নেতা রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে। দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। মুম্বইয়ের রেস্তোরাঁয় বাইরেও হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী।
পরিণীতির প্রেমের জল্পনা শুনেই অনেকেই মনে করছেন স্বরার পথেই হাঁটতে চলেছেন বলি নায়িকা। ফের রাজনীতি ও বলিউডের এক হতে চলেছে। যুব নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করে যেমনটা করেছেন স্বরা ভাস্কর।
পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রাঘবকেই নাকি মন দিয়েছেন পরিণীতি, তেমনটাই শোনা যাচ্ছে। বিলেত থেকে পড়াশোনা করে দেশে ফিরেছিলেন। অন্না হাজারের হাত ধরে মাত্র ২৩ বছর বয়সে রাজনীতির ময়দানে পা রাখেন।
পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রাঘবকেই নাকি মন দিয়েছেন পরিণীতি, তেমনটাই শোনা যাচ্ছে। বিলেত থেকে পড়াশোনা করে দেশে ফিরেছিলেন। অন্না হাজারের হাত ধরে মাত্র ২৩ বছর বয়সে রাজনীতির ময়দানে পা রাখেন।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পঞ্জাবের ভোটেও জেতেন। ২০ হাজারের বেশি ভোটে জিতে বিধায়ক পদে নির্বাচিত হন এই যুব নেতা। ২০২২ সালে ২১ মার্চ মাত্র ৩৩ বছর বয়সে রাজ্যসভার কনিষ্ঠতম সাংসদ হিসেব শপথগ্রহণ করেন তিনি।
এতটা অল্প বয়সে রাজনীতিতে এসে সকলের মন জয় করে নিয়েছেন রাঘব। শুধু তাই নয় তারকাদের মতোই জনপ্রিয়তা রয়েছে রাঘবের। বর্তমানে টুইটারে প্রায় ৮ লক্ষ মানুষ ফলো করে রাঘবকে।
উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান রাঘব। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করে ফিরে রাজনীতিতে যোগ দেন রাঘব। তেমনই পরিণীতি চোপড়াও বিদেশে পড়াশোনা করেন।
তবে কি বিদেশে পড়াশোনার সূত্র ধরেই দুজনের আলাপ। ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুল থেকে পাশ করেছেন পরিণীতি। জানা যাচ্ছে, রাঘবের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব পরিণীতির। রাঘবের সঙ্গে বন্ধুত্ব থেকেই প্রেম হয়েছে।
সূত্র বলছে, বিয়ের কথাবার্তাও নাকি পাকা হয়ে গিয়েছে। পরিবারে বিয়ের আলোচনা শুরু হয়েছে। খুব শীঘ্রই নাকি গাটছড়া বাঁধবেন। প্রেম নিয়ে প্রশ্নের মুখেও পড়েছেন আপ নেতা রাঘব।
সূত্র বলছে, বিয়ের কথাবার্তাও নাকি পাকা হয়ে গিয়েছে। পরিবারে বিয়ের আলোচনা শুরু হয়েছে। খুব শীঘ্রই নাকি গাটছড়া বাঁধবেন। প্রেম নিয়ে প্রশ্নের মুখেও পড়েছেন আপ নেতা রাঘব।