Rakhi Sawant: রাখির নগ্ন ভিডিও বিক্রি করেছেন ৪৭ লক্ষ টাকা দিয়ে, প্রাক্তন স্বামীর আদিলের বিরুদ্ধে অভিযোগ নায়িকার

Published : Aug 23, 2023, 12:14 PM ISTUpdated : Aug 23, 2023, 12:17 PM IST
 Rakhi Sawant Allegations On Ex-Husband Adil Durrani

সংক্ষিপ্ত

আদিল নাকি রাখির নগ্ন ভিডিও ৪৭ লক্ষ টাকায় বিক্রি করেছে দুবাই-এ। রাখি বলেন, তিনি যখন বাথরুমে ছিলেন তখন আদিল শ্যুট করেছিল ভিডিও।

একের পর এক বিতর্কের কারণে খবরে রাখি সওয়ান্ত। একদিকে রাখির প্রাক্তন স্বামী দাবি করছেন, রাখির জরায়ু নেই। সে নাকি একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। সে কোনও দিন মা হতে পারবে না। এরপরই রাখি জানান, যে তাঁর জরায়ুর অবস্থা ঠিক আছে। রাখি বলেন, অস্ত্রোপচার করে তাঁর জরায়ুতে হওয়া ফাইব্রয়েডগুলো বাদ দেওয়া হয়েছিল এক সময়। তাঁর মা হতে কোনও সমস্যা নেই। এছাড়াও রাখি ডিম্বাণুগুলো সংরক্ষণ করা আছে বলে জানান। এই নিয়ে বিস্তর জলঘোলা চলছে।

এরই মাঝে শুরু হল আবার এক নতুন বিতর্ক। ফের প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রাখি। বলেন, আদিল নাকি রাখির নগ্ন ভিডিও ৪৭ লক্ষ টাকায় বিক্রি করেছে দুবাই-এ। রাখি বলেন, তিনি যখন বাথরুমে ছিলেন তখন আদিল শ্যুট করেছিল ভিডিও। এমন তাঁর অনেক নগ্ন ভিডিও আছে। যেখানে তাঁকে নগ্ন অবস্থায় দেখা যাচ্ছে। রাখি বলেন, সে সময় সে চুপ ছিল কারণ আদিল ওর স্বামী ছিল। এরই সঙ্গে রাখি বলেন, তিনি গর্ভবতী হয়ে পড়েছিলেন। কিন্তু, সে সময় তাঁর পেটে আদিল লাথি মারে। যাতেই সন্তানের মৃত্যু হয়। তবে, আদিল এই প্রসঙ্গে বলেন, কী করে রাখির বাচ্চা হবে। রাখি যখন হাসপাতালে ভর্তি ছিল তখন বয়সজনিত কারণে তাঁর জরায়ু বাদ দেওয়া হয়।

সে যাই হোক, আদিলের বিরুদ্ধে রাখির আনা অভিযোগের ভিত্তিতে আদিলকে গ্রেপ্তার করা হয়েছিল। সদ্য ছাড়া পেয়েছে সে। তারপর যদিও রাখি মিথ্যা অপবাদ দিচ্ছে বলে দাবি করেন আদিল। আদিলের সঙ্গে সম্পর্কের পর থেক নানান বিতর্ক শুনেছেন সকলে। আদিল ও রাখির মোখো মাখো প্রেম থেকে শুরু করে ঝগড়া সবই এসেছে সকলের সামনে।

যে যাই হোক, প্রায়শই বিতর্কের কারণে খবরে আসেন রাখি সাওয়ান্ত। এবার এক জটিল অভিযোগ করেছেন রাখি। বলেছেন, তাঁর প্রাক্তন স্বামী নাকি তাঁর নগ্ন ভিডিও শ্যুট করেছে। আর তা দুবাই-এ বিক্রি করেছে। ৪৭ লক্ষ টাকায় বিক্রি হয়েছে তাঁর নগ্ন ভিডিও। এর আগে আদিলের বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও রাখিকে শারীরিক বাবে অত্যাচারের অভিযোগ আনেন। সে কারণে জেলও খাটতে হয় তাঁকে। সম্প্রতি ছাড়া পেয়েছে সে। তারপর শুরু হয়েছে আবার কাদা ছোঁড়া ছুড়ি। দুজনেই দুজনের নামে অভিযোগ করছেন। 

আরও পড়ুন

Gadar 2: পা দিল ৪০০ কোটির ঘরে, বছরের দ্বিতীয় সর্বাধিক আয়কৃত ছবির তকমা পেল ‘গদর ২’

Dream Girl 2: মুক্তির আগেই ১৪ হাজার টিকিট বিক্রি, দেখে নিন কত আয় করল আয়ুষ্মান অভিনীত ছবিটি

বাংলো বাঁচাতে অক্ষয়ের থেকে কি সত্যিই সাহায্য নিয়েছেন সানি? অবশেষ মুখ খুললেন এই প্রসঙ্গে

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?