রণবীর আরও জানান, ও যখন কাজ করবে আমি বিরতি নেব, আর আমি যখন কাজ করব ও সামলে নবে। তিনি আরও বলেন, শামশেরা থেকে অনেক শিক্ষা নিয়েছি। এছাড়া নতুন সিদ্ধান্তের কথাও জানান রণবীর। রণবীর জানান, খুব শীঘ্রই পরিচালনায় আসবেন অভিনেতা। নিজের ছবিতেই অভিনয় করবেন, এমনটাই ইচ্ছে রয়েছে তার। তবে এখনও ছবি নিয়ে কোনওরকম সিদ্ধান্ত নেননি বলিউডের নতুন বাবা।