সৌরভ চাইলেও এখনও পর্যন্ত বায়োপিকের প্রস্তাব পাননি রণবীর, কলকাতা সফরে এসে সাফ জানালেন অভিনেতা

রবিবার অভিনেতার আপকামিং ছবি তু ঝুটি ম্যায় মক্কর-এর প্রচারে আসেন রণবীর কাপুর। সাংবাদিক বৈঠকে রণবীর কাপুর ছাড়াও উপস্থিত ছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তবে রণবীর সাফ জানিয়েছেন, আমাকে এখনও পর্যন্ত সৌরভের বায়োপিকের জন্যও কোনও প্রস্তাব দেওয়া হয়নি।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে জোরদার জল্পনা শুরু হয়েছে। মহারাজের বায়োপিকে কে অভিনয় করবেন, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। একাধিক অভিনেতার নাম শোনা গেলে দিনকয়েক আগেই রণবীর কাপুরের কথা জানা গেছে। এর মধ্যে রবিবার অভিনেতার আপকামিং ছবি তু ঝুটি ম্যায় মক্কর-এর প্রচারে আসেন রণবীর কাপুর। তবে শোনা যাচ্ছে সৌরভের বায়োপিক এবং ছবির প্রচারে দুই কাজই সারতে কলকাতায় এসেছিলেন অভিনেতা। সোমবার সাংবাদিক বৈঠকে রণবীর কাপুর ছাড়াও উপস্থিত ছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তাতে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

সাংবাদিক বৈঠকে রণবীর কাপুর এবং সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে একসঙ্গে দেখার পর থেকে বায়োপিক নিয়ে প্রশ্ন উঠবে এটা খুবই স্বাভাবিক ছিল। তবে খুব বেশি জটিলতার মধ্যে না গিয়ে রণবীর সাফ জানিয়েছেন, আমাকে এখনও পর্যন্ত সৌরভের বায়োপিকের জন্যও কোনও প্রস্তাব দেওয়া হয়নি। তু ঝুটি ম্যায় মক্কর-এর প্রচারে রবিবার কলকাতায় ঝটিকা সফরে এসে রণবীর কাপুর ইডেন গার্ডেনসেও বেশ কিছুটা সময় কাটিয়েছেন, তারপর থেকেই জল্পনা আরও বেড়েছে। তবে কি এখনই কিছু খোলসা করে বলতে চাইছেন না রণবীর, উঠছে একাধিক প্রশ্ন।মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে এই মুহূর্তে জোরদার জল্পনা চলছে। খুব শীঘ্রই আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক।প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে জোরকদমে প্রস্তুতি চলছে । ভারতীয় ক্রিকেটে অন্যতম সফল অধিনায়ক ও প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী দেখতে সকলেই মুখিয়ে রয়েছেন। তবে সৌরভের চরিত্রে কে অভিনয় করছেন, তা নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক অভিনয় করতে গেলে যে একাধিক চ্যালেঞ্জ নিতে হবে, তা বেশ ভালমতোই টের পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, পাকাপাকি ভাবে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। যদিও অভিনেতা তা স্বীকার করেননি। সূত্র বলছে, সৌরভের বায়োপিকের জন্য এই অভিনেতাকেই বেছে নেওয়া হয়েছে।

Latest Videos

ক্রিকেটের সঙ্গে বিনোদন জগতের যে নিবিড় সম্পর্ক রয়েছে, তা সকলেরই জানা। রাজনৈতিক চরিত্র থেকে, রূপোলি পর্দার অভিনেতা- অভিনেত্রী, খেলোয়াড়, সবাইকে নিয়েই বায়োপিকে মজেছে বলিউড। এর আগেও মহেন্দ্র সিং ধোনির বায়োপিকও বক্সঅফিসে সাড়া ফেলেছিল। সচীন তেন্ডুলকরের তথ্যচিত্রও বেশ জনপ্রিয় হয়েছিল। এবার পালা 'দাদা'র। আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। সবচেয়ে বড় বিষয় হল,বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে অভিনয় করেছেন,তা নিয়েই উত্তাল নেটদুনিয়া। অনেকদিন ধরেই মহারাজার বায়োপিক নিয়ে জল্পনা চলছিল। সৌরভকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনার বায়োপিকে কাকে দেখতে চান,সৌরভের উত্তর ছিল রণবীর কাপুর। যদিও প্রাক্তন অধিনায়কের মুখ্য ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে এখনও জল্পনা বাড়ছে অনুরাগী মহলে। সূত্রের খবর, সৌরভের চরিত্রে এবার পাকাপাকিভাবে দেখা যেতে পারে রণবীর কাপুরকে। এমনকী সৌরভের চরিত্রে রণবীরের নামও নাকি চূড়ান্ত হয়ে গেছে। সঞ্জয় দত্তের বায়োপিকে যেভাবে ফাটিয়ে অভিনয় করেছেন রণবীর কাপুর তারপরই কি সৌরভ গাঙ্গুলির বায়োপিকের জন্য রণবীরকেই ভাবা হচ্ছে। বায়োপিকের জল্পনা শুরু হবার পর থেকেই এই নিয়ে জোর গুঞ্জন চলে আসছে। জানা গিয়েছে,রণবীর কাপুরের ডেট পাওয়া নিয়েই সমস্যা চলছিল। তবে শেষ পর্যন্তরা প্রযোজকরা তার ডেট পেয়েছেন। ২০২১ সাল থেকে সৌরভের বায়োপিক নিয়ে আলোচনা চলছে, চিত্রনাট্য লেখার কাজ শেষের দিকে বলে জানা গেছে। বায়োপিকের প্রযোজনার দায়িত্বে রয়েছেন লভ ফিল্মস, যার কর্ণধার লভ রঞ্জন। সৌরভের বায়োপিক মানে সেখানে পুরোটাই থাকবে ক্রিকেট জুড়ে। তবে বাকি ক্রিকেটারদের চরিত্রে কারা থাকবে তা নিয়েও চলছে বিস্তর জল্পনা। তবে কবে থেকে ছবির শ্যুটিং শুরু হবে তা নিয়ে কিছু জানা যায়নি, এমনকী সৌরভও এই বিষয় নিয়ে মুখ খোলেননি। ছবি মুক্তির তারিখও এখন পর্যন্ত ঠিক হয়নি, তবে সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?