খুল্লামখুল্লা প্রেম থেকে নিজের যৌন জীবন নিয়ে মুখ খুলতেও পিছপা হন না অভিনেতা। কখনও বিয়ের আগে ২৩ বার চুমু, আবার কখন বিছানায় ফেলে চুম্বন, আবার সকলের সামনে প্রকাশ্যেই সহকর্মীকে চুম্বন, এমনকী থ্রিসামও লিপ্ত হয়েছেন রণবীর নিজের জীবনের ডার্ক সিক্রেট নিজেই ফাঁস করেছেন অভিনেতা।