একেবারেই অকৃতজ্ঞ রশ্মিকা, আর একটু হলেই সমস্ত ছবি নিষিদ্ধ হতো দক্ষিণী সুন্দরীর, কেন জানেন?

আর একটু হলেই বড়সড় বিপদের মুখে পড়তেন রশ্মিকা মন্দানা। কন্নড় ছবির ইন্ডাস্ট্রি নিষিদ্ধ ঘোষণা করতে চলেছিল নায়িকাকে। হঠাৎ কী এমন করলেন নায়িকা। আসলে রশ্মিকার ঔদ্ধত্যই নাকি এর পিছনে দায়ী। শোনা যাচ্ছে অকৃতজ্ঞতার পরিচয়ও দিয়েছিলেন রশ্মিকা মন্দানা।

সময়টা যেন মোটেই ভাল যাচ্ছে না রশ্মিকা মন্দানা। একাধিক বিতর্কে বারেবারেই জড়িয়ে যাচ্ছে অভিনেত্রীর নাম। দক্ষিণের লাস্যময়ী অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়।'পুষ্পা' ছবির সাফল্যের পর থেকে তাকে নিয়ে আলাদা করে বলার কিছু থাকে না। তার অভিনয় দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব নিয়ে অনেকেই ঈর্ষা করেন। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে নিয়ে চর্চা হামেশাই লেগেই রয়েছে। আর একটু হলেই বড়সড় বিপদের মুখে পড়তেন রশ্মিকা মন্দানা। কন্নড় ছবির ইন্ডাস্ট্রি নিষিদ্ধ ঘোষণা করতে চলেছিল নায়িকাকে। এই খবর রাতারাতি ছড়িয়ে পড়েছে। হঠাৎ কী এমন করলেন নায়িকা। আসলে রশ্মিকার ঔদ্ধত্যই নাকি এর পিছনে দায়ী। শোনা যাচ্ছে অকৃতজ্ঞতার পরিচয়ও দিয়েছিলেন রশ্মিকা মন্দানা।

সূত্র থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকার থেকে চর্চা শুরু হয়েছে রশ্মিকাকে নিয়ে। কর্ণাটকে রক্ষিত শেট্টির প্রযোজনা সংস্থা, যাদের সঙ্গে কেরিয়ারের প্রথম ছবিটি করেছিলেন রশ্মিকা, সেই সংস্থার নাম একবারও বলেননি দক্ষিণী সুন্দরী। ব্যস! তারপর থেকেই চর্চা শুরু হয়। তিনি যে অভিনয়ে আসবেন তেমনটা মোটেই কোনওদিনই ভাবেননি, আর আজ তিনি সফল নায়িকাদের মধ্যে একজন। নিজের কেরিয়ারের কথা বলতে গেলে সবার আগে আসে কিরিক পার্টি ছবির কথা। এই ছবি করেই রাতারাতি ফিল্মস্টার হয়ে গেছিলেন রশ্মিকা। সেদিনের সাক্ষাৎকারে কৃতজ্ঞতা তো দূরেই থাক প্রযোজনা সংস্থার নামটুকুও মুখে আনেননি রশ্মিকা। এতেই রেগে যান সংস্থার সদস্যরা।

Latest Videos

 

 

'কিরিক পার্টি' ছবির প্রযোজক রক্ষিতের সঙ্গে রিলেশনশিপে জড়িয়েছিলেন রশ্মিকা মন্দানা, যদিও সেকথা অনেকেরই অজানা। জানা যায়, নিজেদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে বাগদানও নাকি সেরে ফেলেছিলেন রক্ষিত ও রশ্মিকা। তবে সেই সম্পর্কে কোনও কারণে ভেঙে যায়। তবে কি রক্ষিতের জন্যই কেরিয়ার শুরুর কথা বেমালুম এড়িয়ে গেলেন রশ্মিকা। রশ্মিকার এই ভুলে যাওয়া মোটেই ভাল চোখে নেননি নেটিজেনরা। অভিনেত্রীকে বেইমান বলেছেন অনেকেই। শোনা যাচ্ছে রশ্মিকার আপকামিং ছবি-পুষ্পা ২, বরিশু কর্ণাটকেই শুটিং হচ্ছে । সেই ছবি নিষিদ্ধ করার ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ। এমনকী প্রেক্ষাগৃহের মালিকরা অভিনেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন বলে শোনা যাচ্ছে।দক্ষিণের জনপ্রিয় নায়িকা রাতারাতি হয়ে গিয়েছেন 'ন্যাশনাল ক্রাশ'

 

 

খুব অল্প সময়ের মধ্যে নাম-যশ-খ্যাতি সবটাই অর্জন করেছেন রশ্মিকা মন্দানা। মডেলিং দিয়েই কেরিয়ারের শুরু। রশ্মিকা মানেই যে বক্স অফিসে লক্ষ্মীলাভ, তা নিয়ে বুঝতে আর কারোর বাকি নেই।। এখনও পর্যন্ত মাত্র হাতে গোনা ১৪ টি ছবিতে কাজ করেছেন রশ্মিকা। যার প্রতিটিই প্রায় সুপারহিট। প্রথম ছবিতেই সাফল্য ছিল তুঙ্গে। প্রায় ৪ কোটির ছবি ব্যবসা করেছিল ৫০ কোটি টাকা, তারপর থেকে তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। স্বপ্ন পূরণের দৌঁড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন রশ্মিকা। তার অভিনয় দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব নিয়ে অনেকেই ঈর্ষা করেন। এখনও পর্যন্ত মাত্র হাতে গোনা ১৪ টি ছবিতে কাজ করেছেন রশ্মিকা। যার প্রতিটিই প্রায় সুপারহিট। তবে তার মধ্যে 'পুষ্পা' ছবির সাফল্যের পর থেকে রশ্মিকার জনপ্রিয়তা অন্য স্তরে পৌঁছে গিয়েছে। তামিল ও কন্নড় ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় রশ্মিকা মন্দানা এবার বলিউডেও দাঁপিয়ে বেড়াচ্ছেন। তার জনপ্রিয়তা যে অন্যান্য়দের তুলনায় অনেকটাই বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। এবার বলি নায়িকাদেরও টেক্কা দিতে আসছেন রশ্মিকা মন্দানা। হিন্দি ছবি 'অ্যানিমালে'-তে রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রশ্মিকা। এছাড়াও সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে 'মিশন মজনু' ছবিতে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও অমিতাভ বচ্চনের সঙ্গে 'গুড বাই' ছবিতেও অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা ।

আরও পড়ুন-

কেমন চলছে পুষ্পা ২-এর শুটিং? সেট থেকেই ছবি শেয়ার করলেন রশ্মিকা মান্দানা

বিজয় দেভারকোন্ডারের সাথে লিপ কিস করেছিলেন রশ্মিকা মান্দানা, যেকারনে একটা সময় রোষের শিকার হয়েছিলেন রশ্মিকা

পুষ্পা ২-এ রশ্মিকা মান্দান্নার শ্রীবল্লি চরিত্রটার গুরুত্ব বাড়ুক বলে দাবি অনুরাগীর

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ