বর হিসেবে কাকে পছন্দ জানালেন সারা, চিনে নিন নায়িকার পছন্দের মানুষকে

সারার ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় খবরে থাকেন সারা। তাঁর জীবনে কোনও সম্পর্ক এলো কি না তা নিয়ে খবরে আসেন প্রায়শই। এবার নিজের মনের মানুষের কথা জানালেন সারা।

মাঝে মধ্যেই খবরে আসেন সারা আলি খান। নতুন ছবি, ফোটোশ্যুট থেকে শুরু করে নানান কারণে খবরে আসেন সারা আলি খান। নবাব কন্যা বলে শুধু নয়, সঙ্গে নিজের কাজের কারণে প্রায়শই খবরে আসেন সারা আলি খান। এদিকে সারার ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় খবরে থাকেন সারা। তাঁর জীবনে কোনও সম্পর্ক এলো কি না তা নিয়ে খবরে আসেন প্রায়শই। এবার নিজের মনের মানুষের কথা জানালেন সারা।

সদ্য দেশি ভাইবস অনুষ্ঠানে এসেছিলেন সারা আলি খান। সেখানে শেহনাজ গিলকে জানান কেমন মানুষ পছন্দ তাঁর। মজা করেন সারা বলেন, ‘না এখনও পাইনি। আমার একজন অন্ধ পাগলকে খুঁজতে হবে যে আমায় বিয়ে করবে। আসলে যে বুদ্ধিমান হবে তার সঙ্গে আমার বিয়ে হলে সে আমায় সহজেই চিনে ফেলবে আর পালিয়ে যাবে।’

Latest Videos

এদিকে বিয়ে নিয়ে মুখ খুললেন সারা। বললেন, তিনি বিয়ে করবেন কিনা। সারা আলি খান জানান, ‘তিনি অবশ্যই বিয়ে করবেন। কিন্তু, সব কিছুই হয় সঠিক সময়। আমার জন্য এখনও সেই সময় আসেনি।’

এদিকে গ্যাসলাইট ছবিতে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন সারা। গ্যাসলাইট নিয়ে সারা বলেন, গ্যাসলাইট আমার জন্য একটি শেখার জায়গা, এর চরিত্র ও গল্পটি আমি আগে করা চরিত্রগুলোর থেকে অনেকটা আলাদা। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে আমি আমার ভক্দের কাছে অভিনয়ের বিভিন্ন শেড পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি। তিনি জানান, ছবির গল্প এতটাই আকর্ষণীয় যে দর্শকদের ধৈর্যের ব্যাঘাত হবে না। ছবির শ্যুটিং পরর্বও বেশ মজার ছিল বলে জানান তিনি। দর্শক ছবি দেখে কী প্রতিক্রিয়া দেন তা জানান অপেক্ষায় আছেন সারা।

গ্যাসলাইট ছবির পরিচালক পবন কৃপালানি এক সাক্ষাৎকারে জানান বলেন, ছবিটি সাসপেন্স থ্রিলার। ছবির প্রতি পরতে আছে উত্তেজনা। ছবির প্রতিটি বাঁক ধীরে ধীরে উন্মোচিত হবে গল্পে। সারা, বিক্রান্ত মেসি, চিত্রাঙ্গদা সিং-র মতো অভিনেতাদের সঙ্গে কাজ করে পরিচালক হিসেবে তিনি উচ্ছ্বসিত হলে জানান।

সে যাই হোক, সারা যে একের পর এক ভালো কাজ করে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। চরিত্র নিয়ে প্রায়সই এক্সপেরিমেন্ট করে চলেছেন তিনি। তার সদ্য প্রমাণ মিলেছ গ্যাসলাইট ছবিতে। যেখানে একেবার ভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন নায়িকা

 

আরও পড়ুন

সন্তানের দায়িত্ব চেয়ে আদালতের দারস্থ নওয়াজ, ফের বিতর্কীত মন্তব্য স্ত্রী আলিয়ার

স্বস্তিকার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশের দ্বারস্থ অভিনেত্রী

ডিপ কাট নেকে উপচে পড়ছে ভরা যৌবন, দশর্নার বক্ষ-বিভাজিকায় বোল্ড আউট ভক্তরা

 

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo