একসময় আইএএস অফিসার হওয়ার বাসনা ছিল, এখন সবচেয়ে ধনী ছোটপর্দার অভিনেত্রী

অভিনেতা-অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক সময়ই প্রশ্ন ওঠে। অনেকেরই শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট।

ছোটপর্দার অভিনেত্রীদের মধ্যে হিনা খান, তেজস্বী প্রকাশ, রূপালি গঙ্গোপাধ্যায়-সহ কয়েকজন রীতিমতো শিক্ষিত। তবে তাঁরা অন্য কোনও পেশা বেছে নেওয়ার বদলে অভিনয়ই করছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে অভিনয় জগতে নিজেদের প্রতিষ্ঠা করেছেন হিনা, তেজস্বী, রূপালিরা। তাঁদের পাশাপাশি আরও একজন জনপ্রিয় অভিনেত্রীও অত্যন্ত শিক্ষিত। এই অভিনেত্রী হলেন রুবিনা দিলায়েক। তিনি একসময় আইএএস অফিসার হতে চাইতেন। তবে তিনি অভিনয় ও মডেলিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার লক্ষ্যে ইউপিএসসি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেন। অভিনয় জগতে অবশ্য যথেষ্ট সাফল্য পেয়েছেন রুবিনা। ফলে আইএএস অফিসার না হওয়ার জন্য কোনও আফশোস নেই রুবিনার।

শনিবার ৩৪ বছর পূর্ণ করলেন রুবিনা। ১৯৮৯ সালের ২৬ আগস্ট হিমাচল প্রদেশের সিমলায় জন্ম হয় এই অভিনেত্রীর। তাঁর বাবা সাহিত্যিক। তিনি একাধিক হিন্দি বই লিখেছেন। ফলে বাবার কাছ থেকেই শিক্ষার ব্যাপারে উৎসাহ পেয়েছেন রুবিনা। তিনি প্রথমে সিমলা পাবলিক স্কুল, তারপর সেন্ট বেডে'স কলেজে পড়াশোনা করেছেন। ইংরাজি সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন রুবিনা। তিনি পড়ুয়া থাকার সময়ই গ্ল্যামর জগতের সঙ্গে যুক্ত হন। ২০০৬ সালে 'মিস সিমলা' হন রুবিনা। ২০০৮ সালে তিনি 'মিস নর্থ ইন্ডিয়া' হন।

Latest Videos

ছোটপর্দার ধারাবাহিক 'ছোটি বহু'-র জন্য নির্বাচিত হওয়ার পরেই রুবিনার জীবন বদলে যায়। এই ধারাবাহিকে 'রাধিকা শাস্ত্রী'-র চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন রুবিনা। তারপর 'সাস বিনা শ্বশুরাল', 'পূণর্বিবাহ-এক নয়ি উম্মিদ', 'দেবো কা দেব মহাদেব', 'জেনি অউর জুজু'-র মতো ধারাবাহিকে অভিনয় করেন রুবিনা। ২০১৪ সালে কালার্স টিভির শো ‘শক্তি- অস্তিত্ব কে এহসাস কি’-তে কাজ করে তাঁর খ্যাতি বেড়ে যায়। এরপর 'বিগ বস ১৪'-এ যোগ দিয়ে চ্যাম্পিয়ন হন রুবিনা। তিনি রিয়েলিটি শো 'খতরোঁ কে খিলাড়ি'-তেও যোগ দেন। এই শোয়ে চ্যাম্পিয়ন হতে না পারলেও, সাহসিকতার জন্য প্রশংসিত হন রুবিনা।

বেশ কয়েক বছর ধরে ছোটপর্দায় কাজ করার পর ২০২২ সালে বলিউডে অভিষেক হয় রুবিনার। রাজপাল যাদবের সঙ্গে 'অর্ধ' ছবিতে অভিনয় করেন রুবিনা

২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমিক অভিনব শুক্লাকে বিয়ে করেন রুবিনা। মাঝে তাঁদের সম্পর্কের অবনতি হয়েছিল, তবে 'বিগ বস ১৪'-এর পর আবার সম্পর্ক স্বাভাবিক হয়ে গিয়েছে।

ভারতে ছোটপর্দার অভিনেত্রীদের মধ্যে অন্যতম ধনী রুবিনা। তিনি প্রতিটি পর্বে অভিনয়ের জন্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে নেন। তাঁর মোট সম্পত্তি ৩২ কোটি টাকার। এখন একটি পাঞ্জাবি ছবিতে অভিনয় করছেন রুবিনা।

আরও পড়ুন-

Katrina Kaif: পাঁচটি ছবি মোড় ঘুরিয়ে দিতে পারত ক্যাটরিনার , জানুন কেন সেগুলিতে অভিনয় করেননি তিনি

Kriti Sanon : জাতীয় পুরস্কার পাওয়ার পর সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো কৃতী শ্যাননের

Akshay Kumar: চলছে অক্ষয়ের ‘স্কাই ফোর্স’ ছবির কাজ, শ্যুটিং সেট থেকে লিক হল ভিডিও

Share this article
click me!

Latest Videos

কার নাম বললেন? স্যালাইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস শুভেন্দুর! | Suvendu Adhikari Saline Controversy
Kho Kho World Cup 2025: স্বপ্ন থেকে বাস্তবের যাত্রা কেমন ছিল? জানালেন মহিলা দলের হেড ডঃ মুন্নি জুন
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
'রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু নবান্নে থাকে' নাম না করে মমতাকে বিঁধলেন শুভেন্দু । Suvendu on Mamata